বিশ্বকর্মা পূজাতেও বৃষ্টিতে ভিজবে বঙ্গ; জারি হলুদ সতর্কতা! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? জানুন বিস্তারিত

Tomorrow Weather Update: পুজো আসতে হাতে গোনা আর কয়েকদিন বাকি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর কলকাতার অলিগলি। তবে সবকিছুর মধ্যে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না বঙ্গের। প্রতিদিনই বৃষ্টিতে ভিজতে বঙ্গের প্রতিটি জেলা। বৃষ্টির জলে ক্ষতি হচ্ছে প্যান্ডেলেরও। এমতাবস্থায় বৃষ্টি নিয়ে বড় আপডেট (Weather Update) দেওয়া ...

Updated on:

Weather Update

Tomorrow Weather Update: পুজো আসতে হাতে গোনা আর কয়েকদিন বাকি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর কলকাতার অলিগলি। তবে সবকিছুর মধ্যে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না বঙ্গের। প্রতিদিনই বৃষ্টিতে ভিজতে বঙ্গের প্রতিটি জেলা। বৃষ্টির জলে ক্ষতি হচ্ছে প্যান্ডেলেরও। এমতাবস্থায় বৃষ্টি নিয়ে বড় আপডেট (Weather Update) দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

সাধারণত প্রতি বছর বিশ্বকর্মা পুজো থেকেই বঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে বর্ষা। ইতিমধ্যে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, চিন্তার ভ্রুকুটি কাটছে না। কারন বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও এই নিম্নচাপের কোনো প্রভাব বঙ্গের আবহাওয়ায় পড়বে না। তবে বাতাসে অধিক আর্দ্রতার উপস্থিতির কারনে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনেও বৃষ্টিতে ভাসবে বঙ্গের বিভিন্ন জেলা। কেমন থাকবে কালকের আবহাওয়া? এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update)

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুসারে আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মুখ ভার থাকবে আকাশের। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এই তালিকা থেকে বাদ যাবে না পশ্চিমের জেলাগুলিও। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে শুধু বৃষ্টি নয়, পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই প্রায় প্রতিটি জেলাতেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

অবশ্যই দেখবেন: প্রতি বছর একই দিনে কেন হয় বিশ্বকর্মা পুজো? জেনে নিন সেই অজানা রহস্য!

আগামীকাল কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update)

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী বৃহস্পতিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সংকেত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

অবশ্যই দেখবেন: বিশ্বকর্মা পুজো মানেই কেন ঘুড়ি উড়ানো? আসল কারণ জানলে অবাক হবেন!

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon