TRAI New Rules: বর্তমানে নিজের মোবাইল ফোনে সিমকার্ড সক্রিয় রাখতে প্রতি মাসে বেশ মোটা টাকা খরচ করতে হয় গ্রাহকদের। শুধু কলিং বা এসএমএস -এর ক্ষেত্রেও সেই চার্জ এতটাই বেশি যে সেই টাকা দিতে নাজেহাল হয়ে যান গ্রাহকরা। মোটামুটি সিম সক্রিয় রাখতে মাসিক ২০০ টাকা খরচ করতে হয়। যা মধ্যবিত্ত মানুষের কাছে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সম্প্রতি TRAI (Telecom Regulatory Authority of India) এক নতুন নিয়ম চালু করেছে যার দরুন খুব বেশি টাকা খরচ না করেই সিম সক্রিয় রাখতে পারবেন গ্রাহকরা।
জেনে নিন, (TRAI New Rules) নতুন কি নিয়ম এনেছে?
TRAI (Telecom Regulatory Authority of India)-এর নতুন নিয়ম অনুসারে, যদি গ্রাহকরা নিজের ফোন রিচার্জ না করেন, তবে সেক্ষেত্রে তাদের সিমটি ৯০ দিন অর্থাৎ তিন মাস পর্যন্ত সক্রিয় থাকবে। বলা বাহুল্য, এটি একটি বড় পরিবর্তন। কারণ পূর্বে টেলিকম কোম্পানিগুলি রিচার্জ শেষের মাত্র ৩ দিন পরেই ইনকামিং কল বন্ধ করে দেয়। যার কারণে ব্যাঙ্ক থেকে শুরু করে OTP আসার ক্ষেত্রেও একাধিক সমস্যার সম্মুখীন হতে হতো গ্রাহকদের। কিন্তু নতুন নিয়মের কারণে রিচার্জ না করলেও সিম ৩ মাস সক্রিয় থাকবে।
মাত্র ২০ টাকাতেই সিম অ্যাক্টিভ থাকবে(TRAI New Rules):
গ্রাহকরা যদি ৯০ দিন নিজের মোবাইল রিচার্জ না করেন, তাহলেও তাঁদের সিম সক্রিয় থাকবে এবং এর পর সিমটি আরও ৩০ দিনের জন্য সক্রিয় রাখার জন্য গ্রাহকদের কেবল ২০ টাকা রিচার্জ ফি দিতে হবে। এর অর্থ হলো প্রতি মাসে ফোন রিচার্জ না করলেও সিমটি সক্রিয় থাকবে এবং নম্বর হারাবে না। তবে, এরপর ২০ টাকা দেওয়ার মতো পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে সিমটি বন্ধ হয়ে যাবে। তাই সিমটি সক্রিয় রাখার জন্য অ্যাকাউন্টে কমপক্ষে এই ছোট অঙ্কের ব্যালেন্স অবশ্যই থাকতে হবে।
নেটওয়ার্কের ক্ষেত্রে আমূল পরিবর্তন (TRAI New Rules):
নতুন রিচার্জ এবং বৈধতার নিয়মের পাশাপাশি TRAI (Telecom Regulatory Authority of India)-এর তরফে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। গ্রাহকরা মাঝেমধ্যেই দুর্বল নেটওয়ার্ক পরিষেবা সম্পর্কে অভিযোগ করে থাকেন। কিন্তু এখন থেকে গ্রাহকরা Jio, Airtel, Vi, অথবা BSNL যে সিম কার্ডই ব্যবহার করুক না কেন, সর্বদা যে কোনও একটি অপারেটর থেকে নেটওয়ার্ক সিগন্যাল পাবেন অর্থাৎ গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হবেন না বা সিগন্যাল হারাবেন না। কারণ প্রত্যেকটি টেলিকম কোম্পানি গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের জন্য তাদের টাওয়ার ভাগ করবে। ইতিমধ্যে ১৭ই জানুয়ারি থেকে এই নেটওয়ার্ক শেয়ারিং নিয়মটি চালু হয়ে গিয়েছে।
বলা বাহুল্য, TRAI-এর নতুন নিয়মগুলি গ্রাহকদের জন্য বেশ সহায়ক হবে। প্রথমত সিমটি কোনও রিচার্জ ছাড়া ৯০ দিন সক্রিয় থাকবে এবং প্রয়োজনে, কেবল ২০ টাকা দিয়ে আরও একটি মাস সিমটিকে সক্রিয় রাখতে পারবেন। তাছাড়া, নতুন নেটওয়ার্ক শেয়ারিং নিয়মের দ্বারা গ্রাহকরা যে টেলিকম কোম্পানিই ব্যবহার করুক না কেন, সিগন্যাল সর্বদা ভালো থাকবে। এই পরিবর্তনগুলি গ্রাহকদের জন্য বেশ উপকারী হবে। পাশাপাশি যাঁরা মোবাইল রিচার্জের ক্রমবর্ধমান খরচের সঙ্গে লড়াই করছেন, তাঁদের জন্য এই নিয়ম বেশ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Post Office: ৭ হাজার টাকায় ১২ লক্ষ টাকা রিটার্ন, পোস্ট অফিসের ধামাকা স্কিম





