Local Train Accident: হাওড়াগামী নতুন লোকাল বড় দুর্ঘটনার শিকার! পাঁশকুড়া পেরোতেই বেলাইন ট্রেন

Local Train Accident: বাংলার সাধারণ মানুষের জীবনে লোকাল ট্রেন (Local Train) কেবলমাত্র যাতায়াতের মাধ্যম নয়, বরং প্রতিদিনের জীবনযাপনের অংশ। সকাল থেকে রাত অবধি লক্ষাধিক যাত্রী ট্রেনে চড়ে গন্তব্যে পৌঁছান। স্কুল-কলেজে যাওয়া থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ—সবার ভরসা এই লোকাল ট্রেন। তাই রেলের যেকোনও সমস্যাই সরাসরি মানুষের দৈনন্দিন ...

Updated on:

Train Accident

Local Train Accident: বাংলার সাধারণ মানুষের জীবনে লোকাল ট্রেন (Local Train) কেবলমাত্র যাতায়াতের মাধ্যম নয়, বরং প্রতিদিনের জীবনযাপনের অংশ। সকাল থেকে রাত অবধি লক্ষাধিক যাত্রী ট্রেনে চড়ে গন্তব্যে পৌঁছান। স্কুল-কলেজে যাওয়া থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ—সবার ভরসা এই লোকাল ট্রেন। তাই রেলের যেকোনও সমস্যাই সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।

নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন, একের পর এক দুর্ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে যাত্রীদের মধ্যে 

ট্রেনে ওঠার সময় যাত্রীরা যেমন নির্ভর করেন সময়নিষ্ঠতার উপর, তেমনই বিশ্বাস করেন নিরাপত্তার উপরও। কিন্তু মাঝেমধ্যেই ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা (Train Accident) সেই নিরাপত্তার উপর প্রশ্ন তুলে দেয়। অনেক সময় যান্ত্রিক ত্রুটি, আবার কখনও মানবিক ভুলের কারণে বড় বিপত্তি ঘটে যায়। সম্প্রতি ঘটে যাওয়া এমনই একটি ঘটনা ফের আলোচনায় এনে দিল রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

ব্যস্ত বিকেলে হঠাৎ থমকে রেল চলাচল, পাঁশকুড়া স্টেশনের কাছে নতুন লোকালের বগি লাইনচ্যুত 

বুধবার বিকেলের ব্যস্ত সময়ে হঠাৎ করেই থমকে যায় রেলের চাকা। জানা গিয়েছে, নতুন একটি লোকাল ট্রেনকে (New Local Train) পরীক্ষামূলকভাবে খড়্গপুর থেকে হাওড়া নিয়ে যাওয়া হচ্ছিল। মালগাড়ির ইঞ্জিনের সাহায্যে এই ট্রেনটিকে আনা হচ্ছিল শহরের দিকে। ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি। পাঁশকুড়া (Panskura) স্টেশনের কাছে ট্রেনটির একটি বগি হঠাৎ করেই বেলাইন হয়ে পড়ে।

বিপর্যয়ের মাঝেই ভোগান্তি যাত্রীদের, হাঁটতে বাধ্য হলেন নারায়ন পাকুড়িয়া থেকে পাঁশকুড়া

ঘটনার জেরে সঙ্গে সঙ্গে আপ লাইনে (Up Line) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন লাইনে (Down Line) ট্রেন চললেও যাত্রীদের বড় অসুবিধার সম্মুখীন হতে হয়। আগের স্টেশন অর্থাৎ নারায়ন পাকুড়িয়া মুরাইল স্টেশন থেকে নামতে বাধ্য হন বহু যাত্রী। সেখান থেকে পাঁশকুড়া পর্যন্ত তাঁদের হেঁটে আসতে হয়। এদিকে, ঘটনাস্থলে পৌঁছে যান রেলের প্রশাসনিক আধিকারিকরা। আপ লাইনের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করতে বগিটিকে আলাদা করার কাজ শুরু হয়।

বিকেল ৫টায় ঘটে দুর্ঘটনা—সৌভাগ্যক্রমে যাত্রীশূন্য ছিল ট্রেন 

রেল সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। পাঁশকুড়া স্টেশন থেকে মাত্র ২০০ মিটার এগিয়েই মাঝের বগির দু’টি চাকা লাইনচ্যুত (Derailment) হয়ে যায়। আড়াআড়ি ভাবে বগিটি লাইনচ্যুত হওয়ায় আপ লাইন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। সৌভাগ্যক্রমে, দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে রেল আধিকারিকদের দাবি, দ্রুত কাজ চলছে এবং অচিরেই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

অবশ্যই দেখবেন: যাত্রীদের জন্য দারুন খবর! ২২ আগস্ট থেকে পথে নামছে নতুন লোকাল ট্রেন — Local Train

WhatsApp Icon