Train Cancellation List: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আবারও যাত্রী পরিষেবা বিঘ্নিত হচ্ছে। আজ ৭ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু করে ১০ আগস্ট (রবিবার) পর্যন্ত বিভিন্ন লাইনে রোলিং ব্লক কার্যকর থাকবে বলে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর জেরে একাধিক ট্রেন বাতিল (Train Cancellation List) করা হয়েছে এবং কিছু ট্রেনের রুটেও পরিবর্তন আনা হয়েছে। ফলে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ ও দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল হচ্ছে? Train Cancellation List
-
৭ আগস্ট (বৃহস্পতিবার):
🚉 68090/68089 আদ্রা – মেদিনীপুর – আদ্রা মেমু প্যাসেঞ্জার সম্পূর্ণরূপে বাতিল থাকবে। -
৮ আগস্ট (শুক্রবার):
🚉 68079/68080 ভোজুডি – চন্দ্রপুরা – ভোজুডি মেমু প্যাসেঞ্জার বাতিল ঘোষণা করা হয়েছে। -
১০ আগস্ট (রবিবার):
🚉 68046/68045 আসানসোল – আদ্রা – আসানসোল মেমু প্যাসেঞ্জার পরিষেবা বাতিল থাকবে।
এই রোলিং ব্লক মূলত রক্ষণাবেক্ষণ এবং সিগন্যালিং আপগ্রেডের কারণে রাখা হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। তবে এর ফলে আদ্রা ডিভিশনের দৈনন্দিন যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে, বিশেষ করে অফিসগামী এবং নিত্যযাত্রীদের ক্ষেত্রে (Train Cancellation List) ।
অবশ্যই দেখবেন: লক্ষ্মী দেবীর আশীর্বাদে ভাগ্য খুলবে ৩ রাশির, টাকা আসবে স্রোতের মতো! আজকের রাশিফল, ৭ আগস্ট
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের থেকে বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রোলিং ব্লক কার্যকর থাকায় ট্রেনগুলোর সময়সূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নিচে বিস্তারিত দেখুন—
কোন ট্রেন কবে দেরিতে ছাড়বে?
-
৮ ও ১০ আগস্ট:
🚉 18035 খড়গপুর – হাটিয়া এক্সপ্রেস
🔁 খড়গপুর থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। -
৯ আগস্ট:
🚉 18036 হাটিয়া – খড়গপুর এক্সপ্রেস
🔁 হাটিয়া থেকে ৩ ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করবে। -
১০ আগস্ট:
🚉 18184 বক্সার – টাটানগর এক্সপ্রেস
🔁 বক্সার থেকে প্রায় ৯০ মিনিট (দেড় ঘণ্টা) দেরিতে ছাড়বে।
রেলের ব্যাখ্যা
রেল সূত্রের খবর, আদ্রা ডিভিশনের বিভিন্ন রেল শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণ, সিগন্যালিং ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এর ফলেই এই রোলিং ব্লক রাখা হয়েছে। এই উন্নয়নমূলক কাজের জেরে কিছু ট্রেন বাতিল হয়েছে, আবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের থেকে বিলম্বে ছাড়ছে। তবে এই সাময়িক অসুবিধার বিনিময়ে ভবিষ্যতে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে বলেই দাবি রেলের। যাত্রীদের পরামর্শ, যাত্রার আগে ট্রেনের নির্দিষ্ট সময় ও লাইভ আপডেট জানতে অবশ্যই রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা ১৩৯ নম্বরে যোগাযোগ করুন।
অবশ্যই দেখবেন: আজ কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি! ৩২০০০ শিক্ষক নিয়োগে ভাগ্য নির্ধারণের দিন আজই!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |