রাশিয়া থেকে তেল কিনলেই ১০০% শুল্ক? অবশেষে মুখ খুললেন ট্রাম্প!

Trump on Tariff: রাশিয়ার তেলের শুল্ক নিয়ে এক বিশেষ ঘোষণা ডোনাল্ড ট্রাম্প এর। তিনি জানিয়েছেন রাশিয়া থেকে তেল কিনতে থাকা দেশগুলির উপর পেনাল্টি এবং শুল্ক চাপানোর কথা। বিশেষত ভারতকে নিশান করে ট্রাম্প বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে পুতিনের যুদ্ধকে সাহায্য করেছে। এই আবহকে কেন্দ্র করে ভারতের ওপর প্রথমে ২৫ ...

Published on:

Trump on Tariff

Trump on Tariff: রাশিয়ার তেলের শুল্ক নিয়ে এক বিশেষ ঘোষণা ডোনাল্ড ট্রাম্প এর। তিনি জানিয়েছেন রাশিয়া থেকে তেল কিনতে থাকা দেশগুলির উপর পেনাল্টি এবং শুল্ক চাপানোর কথা। বিশেষত ভারতকে নিশান করে ট্রাম্প বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে পুতিনের যুদ্ধকে সাহায্য করেছে। এই আবহকে কেন্দ্র করে ভারতের ওপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেও পরবর্তী সময় সেই শুল্কের পরিমাণ বৃদ্ধি করার কথা বলেন ট্রাম্প।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গতকাল ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমকে ফোনে জানিয়েছেন , অতিরিক্ত শুল্কের জন্য আমেরিকা ভারতের সঙ্গে বাণিজ্য করতে পারছে না। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর চড়া হারে শুল্ক বসানো হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রধানমন্ত্রী। তবে ভারতের বিরুদ্ধে সুর চড়া করলেও রাশিয়া থেকে চীনের তেল কেনা নিয়ে প্রধানমন্ত্রীর সুর নরম ছিল যা অনেকেরই নজর কেড়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
Trump on Tariff
Trump on Tariff

এরকম পরিস্থিতিতে গতকাল ভারতের সাংবাদিক শুল্কের হার নেই প্রশ্ন তোলেন সাংবাদিক সম্মেলনে। এর উত্তরে ট্রাম্প জানিয়েছেন , রাশিয়ার সাথে বাণিজ্য করে দিন কোন দেশকে কত হারে শুল্ক দিতে হবে তা কখনও তিনি নির্দিষ্ট করে বলেননি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এর আগে অবশ্য একবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া থেকে তেল কিনলে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে । ট্রাম্প এও জানান যে বুধবার রাশিয়ার সঙ্গে তাঁর বৈঠক আছে। এই বৈঠকের ওপর নির্ভর করতে চলেছে ট্যারিফের হার। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আমেরিকার প্রধানমন্ত্রী কোনও কথা বলেননি।

প্রসঙ্গত, প্রতিবছর পাকিস্তানের সঙ্গে ভারতের যখন সমস্যা তৈরি হয় তখন মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প। আমেরিকার প্রধানমন্ত্রী দাবী জানিয়েছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির ব্যাপারে তার অবদান কম ছিল না, যদিও এই দাবি মানতে নারাজ দুই দেশ। তবে এই ব্যাপারটিকে সামনে এনেই তিনি আগামী দিনে নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজের নাম তুলে ধরার চেষ্টা করছেন।

অবশ্যই দেখবেন: ‘বকেয়া ডিএ’র কিছু তো দিন!’ সুপ্রিম কোর্টের কড়া বার্তা রাজ্যকে – ফের চাপে সরকার!

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More