চালু হল e-Aadhaar অ্যাপ! এবার ঘরে বসেই হবে আধার আপডেট, বড় ঘোষণা UIDAI-এর

কলকাতা: আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত নতুন নতুন আপডেট সব সময় নিয়ে আসে সরকার। সম্প্রতি আরও একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এবার থেকে আর আধারের ফটোকপি নিয়ে ছোটাছুটির প্রয়োজন নেই। খুব সহজেই আপনারা ঘরে বসেই নিজেদের ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। সকালে সুবিধার্থেই তাই নতুন সিস্টেম আনছে UIDAI। WhatsApp ...

Published on:

e-Aadhaar

কলকাতা: আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত নতুন নতুন আপডেট সব সময় নিয়ে আসে সরকার। সম্প্রতি আরও একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এবার থেকে আর আধারের ফটোকপি নিয়ে ছোটাছুটির প্রয়োজন নেই। খুব সহজেই আপনারা ঘরে বসেই নিজেদের ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। সকালে সুবিধার্থেই তাই নতুন সিস্টেম আনছে UIDAI।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এবার থেকে QR কোড-সক্ষমই আধার সিস্টেম চালু করতে চলেছে UIDAI। মূলত এই অ্যাপের মাধ্যমে আপনারা একেবারে ঘরে বসেই নিমেষের মধ্যে আধারের প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
Aadhaar Card UIDAI
Aadhaar Card UIDAI

কবে নাগাদ চালু হবে এই নয়া পরিষেবা?

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের একেবারে শেষের দিকে খুব সম্ভবত নভেম্বর মাস নাগাদ চালু হতে পারে আধার কার্ড সংক্রান্ত এই নতুন পরিষেবা। এ প্রসঙ্গে UIDAI-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই ১ লক্ষ মেশিনের মধ্যে প্রায় ২০০০টিতে নতুন সিস্টেম স্থানান্তরের কাজ সম্পূর্ণ করা হয়েছে। সুতরাং নভেম্বর থেকে আধার কার্ড হোল্ডারদের শুধুমাত্র বায়োমেট্রিক সংক্রান্ত যেকোনো কাজের জন্য তালিকাভুক্ত আধার কেন্দ্রে যেতে হবে। মূলত ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের জন্য আধার কেন্দ্রে ভিজিট করতে হবে তাদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন হঠাৎ এমন উদ্যোগ UIDAI-র?

সূত্রের খবর অনুযায়ী, সব সময় একগুচ্ছ কাগজপত্র নিয়ে সাধারণ মানুষকে সবসময় আধার কেন্দ্রে গিয়ে হয়রানিতে পড়তে হয়। এছাড়া বর্তমানে অনেক জালিয়াতির খবর শোনা যাচ্ছে। এই আধার সংক্রান্ত জালিয়াতি আটকাতে এবং গ্রাহকদের এই হয়রানির কথা মাথায় রেখেই আধার আপডেট থেকে শুরু করে, ভেরিফিকেশন সহ অন্যান্য কাজগুলি দ্রুত সম্পন্ন করার স্বার্থে e-Aadhaar অ্যাপের পর এবার নতুন সিস্টেম আনতে চলেছে UIDAI।

এই গোটা প্রক্রিয়াকে সহজ করে তুলতে নতুন সিস্টেম লঞ্চ করার পাশাপাশি এবার থেকে UIDAI ড্রাইভিং লাইসেন্স, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড সহ MNREGA রেকর্ড এর মতো অনুমোদিত সরকারি ডাটাবেজ থেকে সরাসরি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করবে। তাছাড়াও বিদ্যুতের বিল সংগ্রহের বিষয়েও আলোচনা চলছে। যা মূলত আধার গ্রাহকের ঠিকানা যাচাইকরণকে অনেকটাই সহজ করবে।আধার আপডেটের প্রক্রিয়া সহজ করতে ও জালিয়াতি আটকাতে আগেই বড় পদক্ষেপ নিয়েছে UIDAI।

অবশ্যই দেখবেন: স্টার জলসার মহিষাসুরমর্দ্দিনী-তে মা দুর্গা রূপে কোয়েল মল্লিক! তৃণাও থাকছেন বিশেষ ভূমিকায়

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More