বারবার ব্যালেন্স চেক করলেই কাটা যাবে টাকা! অগস্ট থেকে UPI-তে জারি নতুন নিয়ম

আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকেই ইউপিআই (UPI) ব্যবহার করছেন। হাতের মুঠোয় স্মার্টফোন থাকলেই ব্যাঙ্কিং এখন সম্ভব ঘরে বসেই। কিউআর কোড (QR Code) স্ক্যান করে পেমেন্ট, ব্যালেন্স চেক, লেনদেনের স্টেটাস দেখা সবকিছু এতটাই সহজ হয়ে গেছে যে নগদ টাকা ব্যবহার কমে এসেছে অনেকটাই। মোদি সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’র (Digital India) উদ্যোগে এই ...

Published on:

upi

আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকেই ইউপিআই (UPI) ব্যবহার করছেন। হাতের মুঠোয় স্মার্টফোন থাকলেই ব্যাঙ্কিং এখন সম্ভব ঘরে বসেই। কিউআর কোড (QR Code) স্ক্যান করে পেমেন্ট, ব্যালেন্স চেক, লেনদেনের স্টেটাস দেখা সবকিছু এতটাই সহজ হয়ে গেছে যে নগদ টাকা ব্যবহার কমে এসেছে অনেকটাই। মোদি সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’র (Digital India) উদ্যোগে এই ডিজিটাল রূপান্তরের গতি আরও বেড়েছে। কিন্তু প্রযুক্তির এই আশীর্বাদই এবার নতুন সমস্যার জন্ম দিচ্ছে সাধারণ মানুষের অজান্তেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাড়ছে সাইবার অপরাধ, চিন্তায় প্রশাসন 

যত দিন যাচ্ছে, ডিজিটাল লেনদেন যেমন সহজ হচ্ছে, তেমনই বাড়ছে অনলাইন জালিয়াতির (Online Fraud) পরিমাণ। সাধারণ মানুষ প্রতিদিন বহুবার নিজের ব্যালেন্স (Account Balance) চেক করছেন বা অটোপে (Auto Pay) লেনদেনের স্ট্যাটাস (Transaction Status) যাচাই করছেন। আর এই অভ্যাসই পরিণত হয়েছে সাইবার অপরাধীদের সুযোগে। এপ্রিল ও মে মাসে এই ধরনের জালিয়াতির পরিমাণ মারাত্মক হারে বেড়েছে। তাই এবার নিরাপত্তার খাতিরে ইউপিআই লেনদেনের (UPI Transaction) নিয়মে আসতে চলেছে বড় বদল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নতুন বিধি শুরু আগস্ট থেকে

আগামী ১ অগস্ট থেকে ইউপিআই (UPI) ব্যবহার করতে গেলে কিছু নতুন নিয়ম মানতেই হবে। তবে এগুলি এখনই জানলে আপনি আগেভাগেই প্রস্তুত হতে পারবেন। উদাহরণস্বরূপ, দিনে ৫০ বারের বেশি ব্যালেন্স চেক (Balance Check Limit) করলে তা বন্ধ করে দেওয়া হবে। আবার, যে নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সঙ্গে যুক্ত, সেই নম্বর থেকে দিনের মধ্যে সর্বোচ্চ ২৫ বার ব্যালেন্স চেক করা যাবে। তবে এখানেই শেষ নয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! টানা তিনদিন দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, ভাসতে পারে একাধিক জেলা!

লেনদেনে থাকবে টাইম গ্যাপ

নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই-র অটো পে (Auto Pay UPI) ফিচার ব্যবহার করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় স্লট মেনে চলতে হবে। এর পাশাপাশি কোনও লেনদেনের স্ট্যাটাস (Transaction Status) জানতে চাইলে ব্যবহারকারীকে অপেক্ষা করতে হবে অন্তত ৯০ সেকেন্ড বা দেড় মিনিট। একের পর এক ক্লিক করে স্ট্যাটাস চেক করলে ব্যাঙ্কিং অ্যাপ সেটিকে ব্লক করতে পারে। অর্থাৎ, ব্যবহারকারীদের মধ্যে যাঁরা অতিরিক্ত বার লেনদেন যাচাইয়ের চেষ্টা করেন, তাঁদের জন্য বড় বিপদের আশঙ্কা থাকছে।

এনপিসিআই (NPCI) আনছে পরিবর্তন, কারণ কী?

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, বর্তমানে দেশে প্রতিমাসে প্রায় ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন (UPI Volume) হচ্ছে। এই বিপুল পরিমাণ লেনদেনের মধ্যে কিছু অসঙ্গতি চোখে পড়েছে প্রশাসনের। বিশেষত, একাধিকবার ব্যালেন্স চেক বা স্ট্যাটাস যাচাই করার কারণে সার্ভার চাপের মুখে পড়ছে এবং সেখান থেকেই সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা (Cyber Threats)। সেই কারণেই, নতুন এই নিয়মগুলি চালু করতে চলেছে এনপিসিআই। তাই ইউপিআই ব্যবহারকারীদের এখনই সতর্ক হওয়া জরুরি। নইলে আগস্ট থেকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হতে পারেন আপনিও।

অবশ্যই দেখবেন: স্কচ, হুইস্কি ও ইলেকট্রিক গাড়ি হবে সস্তা! ঐতিহাসিক ভারত–ব্রিটেন বাণিজ্য চুক্তি বদলে দেবে বাজার

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More