কলকাতা: ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে ভারত। আর ডিজিটাল ভারত গড়া মোদি সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে প্রতিদিন। তাইতো দিনে দিনে উন্নত করা হচ্ছে ইউপিআই ট্রানজাকশন (UPI Payment) এর ব্যবস্থা। জোর দেওয়া হচ্ছে ক্যাশলেস ইকোনমিক দিকে।
যত দিন যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে ইউপিআই ব্যবহার করার প্রবণতা বাড়ছে বর্তমানে ছোটখাটো পেমেন্ট করার ক্ষেত্রেও মানুষ ইউপিআই এর উপরেই ভরসা রাখে। তাই সব জায়গাতেই এখন কিউআর কোড অনলাইন পেমেন্ট এর ব্যবস্থা রাখা হয়। কিন্তু এবারে এই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে।
অবশ্যই দেখবেন: বারবার ব্যালেন্স চেক করলেই কাটা যাবে টাকা! অগস্ট থেকে UPI-তে জারি নতুন নিয়ম
আগামী সপ্তাহ থেকেই বদলে যাচ্ছে ইউপিআই লেনদেনের নিয়ম (UPI Payment)। নতুন মাস শুরুর আগেই জেনে নিন কি কি নিয়ম বদল হচ্ছে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে। পেটিএম, গুগল পে কিংবা ফোন পে- আপনি যেটাই ব্যবহার করুন না কেন, সবকটি অ্যাপ এর ক্ষেত্রেই কিছু ফিচার বদলাচ্ছে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি নিয়ম পরিবর্তন হচ্ছে:
১. আপনার ব্যালেন্স কত তা চেক করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এবার থেকে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স দেখতে পারবেন।
২. অটো পো ট্র্যানজাকশনের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময় স্লট।
৩. আপনার লেনদেনের স্টেটাস দেখার ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাত্র তিনবারই তা দেখা যাবে। এবং প্রত্যেক বার চেক করার ক্ষেত্রে থাকছে অন্তত দেড় মিনিট তথা ৯০ সেকেন্ডের ব্যবধান।
৪. আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রেও থাকছে সীমা। দিনের মধ্যে সর্বোচ্চ ২৫ বার।
অবশ্যই দেখবেন: ব্রিটেন থেকে ফিরেই মালদ্বীপে মোদীর চমক! মালদ্বীপকে দেওয়া হচ্ছে ৫০০০ কোটি ঋণ! কি কি থাকছে এই চুক্তিতে?
আমাদের দেশে ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। আর এই নিয়ম বদলের বিশেষ কারণ হলো, এপ্রিল এবং মে মাসে ডিজিটাল লেনদেন নিয়ে নানা অভিযোগ শোনা গিয়েছে। তারপর থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ তথা এনপিসিআই আবিষ্কার করেছে এই ধরনের সমস্যার মূল কারণ ইউজারদের বারবার ব্যালেন্স চেক করা। অথবা পেমেন্ট স্টেটাস বারংবার রিফ্রেশ করা। আর সেই কারণেই এবার কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে।
অবশ্যই দেখবেন: লক্ষ্মীদেবীর কৃপায় টাকার বন্যায় ভাসবে এই ৫ রাশি! আজকের রাশিফল, ২৬ জুলাই
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |