ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেও সুখবর! ভারতের সাথে সম্পর্ক আগের মতোই আছে – বলছে মার্কিন প্রশাসন

কলকাতা: কিছুদিন আগেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপিয়ে নিজেদের ক্ষমতা জাহির করেছেন। অনেকেই মনে করছেন এর ফলে ভারত-আমেরিকা সম্পর্কে কিছুটা হলেও টান পড়েছে। আর ঠিক সেই সময়ে বিবৃতি জারি করে ভারতের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করল আমেরিকার পররাষ্ট্র দপ্তর। PTI এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার পররাষ্ট্র ...

Updated on:

donald trump

কলকাতা: কিছুদিন আগেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপিয়ে নিজেদের ক্ষমতা জাহির করেছেন। অনেকেই মনে করছেন এর ফলে ভারত-আমেরিকা সম্পর্কে কিছুটা হলেও টান পড়েছে। আর ঠিক সেই সময়ে বিবৃতি জারি করে ভারতের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করল আমেরিকার পররাষ্ট্র দপ্তর। PTI এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের তরফে সরাসরি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারত এবং আমেরিকার সম্পর্ক এখনও আগের মতোই রয়েছে। সেই সাথে উল্লেখ করা হয়েছে আমেরিকান কূটনীতিকরা পাকিস্তানের সাথেও যোগাযোগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন যে, ভারতের সাথে আমেরিকার কাজ করা এই অঞ্চল এবং বিশ্বের জন্য সুসংবাদ এবং এটি একটি কল্যাণকর ভবিষ্যৎকে উন্নীত করবে।

মুনিরের হুঙ্কারের মাঝেই বড় বার্তা আমেরিকার

সম্প্রতি কিছুদিন আগেই আমেরিকার মাটিতে দাঁড়িয়েই ফাঁকা আওয়াজ ছেড়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। ফ্লোরিডার এক অনুষ্ঠানে অংশ নিয়ে পাক সেনাপ্রধান জানিয়েছিলেন, আমরা যদি বুঝি ধ্বংসের দিকে এগোচ্ছি, তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব।

তবে ব্রুস বলেন, “আমি বলব যে উভয় দেশের সাথে আমাদের সম্পর্ক আগের মতোই আছে, যা ভালো। এবং এটাই এমন একজন রাষ্ট্রপতি থাকার সুবিধা যিনি সকলকে জানেন, সকলের সাথে কথা বলেন, এবং এইভাবেই আমরা এই ক্ষেত্রে পার্থক্যগুলিকে একত্রিত করতে পারি। সুতরাং এটা স্পষ্ট যে এখানকার কূটনীতিকরা উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, সদ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্য নিয়ে প্রশংসা করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশের তরফে বলা হয়, সন্ত্রাসের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছে পাকিস্তান! এবং তাতে সফলও হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে সন্ত্রাস বিরোধী কার্যকলাপ নিয়ে আলোচনা হয়।

আর সেখানেই সন্ত্রাসবিরোধী কার্যকলাপে পাকিস্তানের প্রশংসা করে আমেরিকা। শুধু তাই নয়, সন্ত্রাসবাদি হামলার ঘটনায় পাকিস্তানে মৃত্যুর ঘটনাতেও সমবেদনা জানিয়েছে আমেরিকা! আর এতেই প্রশ্ন উঠছে, সব কিছুর মাঝে আদতে পাকিস্তানকেই কাছে টেনে নিচ্ছে আমেরিকা! অনেকেরই দাবি, পাকিস্তানকে খুশি করতেই ভারতের উপর ট্যারিফ চাপিয়েছেন ট্রাম্প!

অবশ্যই দেখবেন: জন্মাষ্টমীর ছুটি নিয়ে চমক, এবার কারা অফিস-স্কুল থেকে ছুটি পাবেন না? জেনে নিন

 

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon