UTS অ্যাপে রেকর্ড! শিয়ালদা ডিভিশনে ৪১.৫৯ লক্ষ টিকিট বিক্রি করে চমকে দিল পূর্ব রেল

UTS App Record: লোকাল ট্রেনে যাতায়াত করা যাত্রীদের কাছে প্রতিদিনের যুদ্ধের অন্য নাম ‘টিকিট কেনা’। ব্যস্ত সকালে অফিস যাওয়ার আগে কিংবা সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পথে রেলস্টেশনের লম্বা লাইন যেন আর এক ধৈর্যের পরীক্ষা। সাধারণ টিকিট কাটা মানেই লাইনে দাঁড়িয়ে অন্তত ১৫-২০ মিনিট সময় ব্যয়—এই চিত্রটা খুবই পরিচিত। ডিজিটাল ...

Updated on:

UTS App

UTS App Record: লোকাল ট্রেনে যাতায়াত করা যাত্রীদের কাছে প্রতিদিনের যুদ্ধের অন্য নাম ‘টিকিট কেনা’। ব্যস্ত সকালে অফিস যাওয়ার আগে কিংবা সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পথে রেলস্টেশনের লম্বা লাইন যেন আর এক ধৈর্যের পরীক্ষা। সাধারণ টিকিট কাটা মানেই লাইনে দাঁড়িয়ে অন্তত ১৫-২০ মিনিট সময় ব্যয়—এই চিত্রটা খুবই পরিচিত।

ডিজিটাল পথে যাতায়াতের সহজ সমাধান

এই অসুবিধা থেকে মুক্তি পেতে অনেকেই এখন ডিজিটাল বিকল্পের দিকে ঝুঁকছেন। মোবাইল ফোনে কয়েকটি ক্লিকেই যদি টিকিট কাটা যায়, তাহলে আর লাইন ধরার দরকার কী? শহরের ব্যস্ত মানুষ এখন সময় বাঁচাতে, পরিশ্রম কমাতে মোবাইল অ্যাপের (Mobile App for Ticket) উপরেই নির্ভরশীল হয়ে উঠছেন।

শিয়ালদা ডিভিশনের নজিরবিহীন সাফল্য 

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন যাত্রীদের সুবিধার জন্য চালু করেছিল UTS (Unreserved Ticketing System) App। আর সেই অ্যাপের মাধ্যমেই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। সূত্র বলছে, এই অ্যাপে টিকিট কেটেছেন ৪১ লক্ষ ৫৯ হাজার ৫২৮ জন যাত্রী! শুধু তাই নয়, বিগত ১৫ দিনের মধ্যেই প্রায় ৭৫ হাজার যাত্রী এই অ্যাপ নতুন করে ডাউনলোড করেছেন। এককথায়, এখন সবাই মোবাইলেই লোকাল ট্রেনের টিকিট কাটতে আগ্রহী হয়ে উঠছেন।

যাত্রীদের মাঝে অ্যাপ জনপ্রিয়তার কারণ (Why UTS App Is Popular)

এই অ্যাপ ব্যবহার করলে শুধু সময়ই বাঁচছে না, আর্থিক দিক থেকেও লাভবান হচ্ছেন যাত্রীরা। অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে পাওয়া যাচ্ছে ৩% পর্যন্ত R-Wallet বোনাস। পাশাপাশি স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করার ঝক্কিও থাকছে না। ডিজিটাল ইন্ডিয়া (Digital India Mission)-র স্লোগানকে সামনে রেখে রেলের পক্ষ থেকে বিভিন্ন সেকশনের ইন্সপেক্টররা যাত্রীদের অ্যাপ ব্যবহার শেখাচ্ছেন হাতে-কলমে।

এক ক্লিকে কোটি টাকার লেনদেন! (UTS Ticket Revenue in Crores)

শেষ তথ্য শুনলে আপনি চমকে যাবেন। এই অ্যাপের মাধ্যমে যাত্রীদের কাটানো টিকিটের মূল্য দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৮৬ হাজার ৬৮৫ কোটিতে! এক কথায়, এটি এক বিশাল মাইলফলক পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কাছে। ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, আরও বেশি যাত্রীকে ডিজিটাল সিস্টেমে যুক্ত করাই তাঁদের পরবর্তী লক্ষ্য। ফলে, ভবিষ্যতে এই সংখ্যাটি আরও বাড়বে বলেই অনুমান।

অবশ্যই দেখবেন: এখনই বিদায় নয় বর্ষার! রাজ্যের ৬ জেলায় মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় জারি সতর্কতা?

WhatsApp Icon