Uttarkashi Cloudburst: মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর হারসিলের কাছে ধরালি এলাকায় আচমকাই নামে মেঘভাঙা বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেসে যায় একের পর এক গ্রাম। আশঙ্কা করা হচ্ছে, এই ভয়াবহ দুর্যোগে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। উত্তরকাশী পুলিশ জানিয়েছে, হারসিলের কাছে ক্ষীর গড় নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পুলিশ, এসডিআরএফ, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে। পিটিআই সংবাদ সংস্থার ক্যামেরায় ধরা পড়েছে এই বিধ্বংসী বন্যার দৃশ্য—দেখা যাচ্ছে, তীব্র স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে ছুটছে মানুষ। প্রকৃতির এই তাণ্ডবে কার্যত বিধ্বস্ত ধরালির জনজীবন।

উত্তরাখণ্ডে ভয়াবহ পরিস্থিতি, উদ্ধারকাজে নামল আইটিবিপি ও এনডিআরএফ
উত্তরকাশীর ধরালিতে মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া বিপর্যয় মোকাবিলায় তৎপরতা শুরু করেছে প্রশাসন। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবার আধিকারিক ও দলগুলি নিখোঁজদের খোঁজে এবং উদ্ধার অভিযানে নিরলসভাবে কাজ করে চলেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই দুর্যোগের খবরে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে। পরিস্থিতির গুরুত্ব বুঝেই তিনি আইটিবিপি (ITBP) এবং এনডিআরএফ (NDRF)-এর দলগুলিকে দ্রুত ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) আগেই সতর্ক করেছিল, মঙ্গলবার উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে হতে পারে অতিভারী বৃষ্টি।
সেই পূর্বাভাস বাস্তব রূপ নিয়ে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। স্থানীয় বাসিন্দা রাজেশ পানওয়ার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, মাটির নিচে চাপা পড়ে থাকতে পারেন অন্তত ১০-১২ জন। এছাড়াও প্রবল জলের তোড়ে ভেসে যেতে পারে প্রায় ২০ থেকে ২৫টি হোটেল ও হোমস্টে। বর্ষার মরসুমে এবারের বৃষ্টিপাত উত্তরাখণ্ডে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে, এবং স্রোতের গতি এতটাই প্রবল যে মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে যা কিছু সামনে পড়ছে। গ্রামের পর গ্রাম কার্যত বিপন্ন।
A massive cloudburst hit Uttarkashi, Uttrakhand
खीर गंगा नदी का रौद्र रूप😱
महादेव रक्षा करना🙏🙏
Pray for Uttrarkashi🙏#kheerganga #Uttarakhand #uttarakashi pic.twitter.com/o9AYSMoWnv— Rakesh Chauhan✨💫🇮🇳 (@hindu_balak07) August 5, 2025
উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি-ভূমিধসে বিপর্যস্ত জনজীবন, জারি কড়া সতর্কতা
প্রবল বর্ষণের জেরে উত্তরাখণ্ডে একের পর এক বিপর্যয়ের খবর সামনে আসছে। সোমবার হলদোয়ানির কাছে ভাখরা নদীর জলে তীব্র স্রোতে ভেসে যান এক ব্যক্তি। এর আগের দিন, রবিবার ভূজিয়াঘাট এলাকায় আরও দু’জন স্থানীয় বাসিন্দা নদীর স্রোতে তলিয়ে যান বলে জানা গেছে। এদিকে, রাজ্য জরুরি পরিষেবা দফতর জানিয়েছে, রুদ্রপ্রয়াগ জেলায় রাতারাতি এক ভয়াবহ ভূমিধসের ফলে পাহাড়ের ঢাল থেকে নেমে আসা ধ্বংসস্তূপ ও পাথরের চাপায় দুটি দোকান সম্পূর্ণভাবে চাপা পড়ে গিয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “জেলার সমস্ত আধিকারিকদের তাঁদের পুরো টিম নিয়ে প্রস্তুত থাকতে হবে। যদি অতিবৃষ্টির কারণে কোথাও রাস্তা বন্ধ হয়ে যায়, দ্রুততার সঙ্গে তা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন, কোথাও পানীয় জলের পাইপলাইন বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সঙ্গে সঙ্গেই তা মেরামতের কাজ শুরু করতে হবে। জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থাও করতে হবে। দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় আগে থেকেই যেন সমস্ত বিকল্প পরিকল্পনা তৈরি থাকে—এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতিবৃষ্টির প্রভাবে গোটা রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সমতল—সব জায়গাতেই বাড়ানো হয়েছে নজরদারি ও প্রস্তুতি।
অবশ্যই দেখবেন: জাতীয় নির্বাচন ঘোষণা বাংলাদেশে! ইউনূসের পেছনে কি রয়েছে BNP-র গোপন চক্রান্ত?
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |