Vande Bharat Express : দেশের পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হলো ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে নিজের গন্তব্যে পৌঁছে দেয় এই রেল পরিষেবা। সাধারণ মানুষের জীবনে রেল একপ্রকার লাইফ লাইন হিসাবে বিবেচিত হয়। যত সময় অতিবাহিত হয়েছে ততই রেল ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে ভারতীয় রেলের তরফে। ইতিমধ্যে যাত্রীদের উন্নত পরিষেবা দিতে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো প্রিমিয়াম ও সেমি হাইস্পিড ট্রেন এনেছে ভারতীয় রেল। খুব শীঘ্রই বন্দে ভারতের স্লিপার ট্রেন শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে। ইতিমধ্যে বন্দে ভারতের স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। গত কয়েকদিনে ঘণ্টায় ১৮০ কিমি কিলোমিটার গতিবেগে ছুটেছে এই ট্রেন। যা ভারতীয় রেলের ক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য হিসাবে বিবেচিত হয়।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, গোটা জানুয়ারি মাস জুড়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Trial ) ট্রায়াল রান চলবে৷ সকল ট্রায়াল রান সফল হওয়ার পরেই যাত্রী পরিষেবায় নামবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) নিজের এক্স হ্যান্ডেলে বন্দে ভারতের সফল ট্রায়াল রানের ভিডিও পোস্ট করেছেন।
Vande Bharat Express ট্রায়াল রানের ভিডিও শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Vande Bharat (Sleeper) testing at 180 kmph pic.twitter.com/ruVaR3NNOt
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 2, 2025
Read More: Ration Card: রেশন প্রকল্পের বড়ো খবর! চাল-গমের বরাদ্দে পরিবর্তন করলো সরকার
রেলমন্ত্রীর শেয়ার করা ৩২ সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, নতুন বন্দে ভারত (Vande Bharat Express) স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Trial ) কোনো বাধা ছাড়া ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটে চলেছে। এমনকি সর্বোচ্চ গতিতে ছুটে চলার পরেও কোনরকম ঝাঁকুনি অনুভূত হচ্ছে না৷ আশ্চর্যের বিষয় হলো জলের গ্লাস রেখে দিলেও সেটি কোনোভাবেই নড়ছে না। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে এই ট্রায়াল রান করা হয়েছে।
ট্রায়াল রানের বিষয়ে রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Trial) গত বৃহস্পতিবার রাজস্থানের বুন্দি জেলার কোটা এবং লাবন স্টেশনের মধ্যে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করেছে Vande Bharat Express । এর আগে রোহল খুর্দ এবং কোটার মধ্যে ট্রায়াল রানের সময়ও ১৮০ কিলোমিটার গতিতে ছুটেছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express) ৷
Vande Bharat Express
নতুন বন্দে ভারত (Vande Bharat Express) স্লিপার ট্রেনটির ট্রায়াল পর্ব শেষ হওয়ার পর কমিশনার অফ রেলওয়ে সেফটির নজরদারিতে ট্রেনটিকে সর্বোচ্চ গতিতে চালানো হবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিললে তবেই যাত্রী পরিষেবায় নামবে এই ট্রেনটি। রেল মন্ত্রকের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লেখা হয়েছে, এই স্লিপার ট্রেনের ট্রায়াল সফল হলে কাশ্মীর থেকে কন্যাকুমারী, দিল্লি থেকে মুম্বাই, কলকাতা থেকে চেন্নাইয়ের মতো লম্বা সফরে এক উন্নত মানের যাত্রা করার অভিজ্ঞতা করতে পারবেন যাত্রীরা।





