Vande Bharat: ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগে মিলবে বন্দে ভারত এক্সপ্রেসের কনফার্মড টিকিট! জেনে নিন বুকিং টিপস

Vande Bharat: ভারতীয় রেল একটি নতুন ফিচার চালু করেছে যাত্রীদের সুবিধার্থে। যার মাধ্যমে বন্দ ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিট যাত্রীরা বুক করতে মাত্র ১৫ মিনিট আগেই। তবে এই ফিচারটি পাওয়া যাবে দক্ষিণ রেল(SR) জোনের অধীনে চলা আটটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেনের ক্ষেত্রে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তামিলনাড়ু, কেরল, অন্ধপ্রদেশ ...

Updated on:

Vande Bharat

Vande Bharat: ভারতীয় রেল একটি নতুন ফিচার চালু করেছে যাত্রীদের সুবিধার্থে। যার মাধ্যমে বন্দ ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিট যাত্রীরা বুক করতে মাত্র ১৫ মিনিট আগেই। তবে এই ফিচারটি পাওয়া যাবে দক্ষিণ রেল(SR) জোনের অধীনে চলা আটটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেনের ক্ষেত্রে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তামিলনাড়ু, কেরল, অন্ধপ্রদেশ এবং কর্নাটকের প্রধান রুটগুলিও। রিজার্ভেশন করা যেতে পারে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেই জানিয়েছে দক্ষিণ রেল জোন।

আগের নিয়ম অনুযায়ী রুট স্টেশনগুলি থেকেও কোন বুকিং নেওয়া হতো না যদি একবার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) তার মূল স্টেশন ছেড়ে চলে গেলে। বর্তমানে যেকোন stop থেকে ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত খালি আসুন বুকিং করা যাবে যাত্রী সংরক্ষণ ব্যবস্থার (PRS) আপডেটের কারণে। এখন দেশজুড়ে বিভিন্ন রুটে চলাচল করছে ১৪৪টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। ফলে লক্ষ লক্ষ যাত্রীদের সুবিধা দেবে রেলের এই সিদ্ধান্ত।

সুবিধা থাকবে কোন কোন ট্রেনে?

  • 20642 কোয়েম্বাটুর-বেঙ্গালুরু ক্যান্ট।
  • 20646 ম্যাঙ্গালুরু সেন্ট্রাল -মাদগাঁও
  • 20671 মাদুরাই-বেঙ্গালুরু ক্যান্ট।
  • 20632 তিরুবনন্তপুরম সেন্ট্রাল-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল
  • 20677 ডাঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-বিজয়ওয়াড়া
  • 20631 ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-তিরুবনন্তপুরম সেন্ট্রাল
  • 20627 চেন্নাই এগমোর-নাগেরকোয়েল
  • 20628 নাগারকয়েল-চেন্নাই এগমোর

অবশ্যই দেখবেন:  আম্বানিদের গণেশপুজোয় রণবীরের উদ্দাম নাচে নজর কাড়লেন! দীপিকার বর এবার কাকে জড়িয়ে ধরলেন?

১৫ মিনিট আগে টিকিট বুক করার পদ্ধতি

  • প্রথমে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-এ যান অথবা IRCTC Rail Connect অ্যাপ ব্যবহার করতে পারবেন।
  • হোমপেজে লগইন করতে হবে। এবং আপনি যদি একজন নতুন ব্যবহারকারী হয়ে থাকেন সে ক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে।
  • পরবর্তী পেজে আপনার ভ্রমণের বিবরণ যেমন ওঠা ও নামার স্টেশন, তারিখ এবং ট্রেনের ধরন লিখতে হবে।
  • পরীক্ষা করতে হবে আসন আছে কিনা।
  • আসন থাকলে বেছে নিতে হবে আপনার বোর্ডিং স্টেশন এবং ক্লাস।
  • UPI-তে টাকা পেমেন্ট করতে হবে।
  • বুক করার পর আপনি টিকিট (Vande Bharat) পাবেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত মোবাইল নম্বর বা ইমেল ঠিকানায়।

শেষ মুহূর্তে কি কি সুবিধা থাকবে বুকিংয়ের ?

নতুন ফিচারটি বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে ট্রেন (Vande Bharat) যাত্রীদের জন্য। এর ফলে প্রয়োজনীয়তা কমবে ওয়েটিং লিস্ট বা বিকল্প পরিবহনের উপায়ের উপর নির্ভর করার। হঠাৎ যদি কোথাও যাওয়ার দরকার পরে তবে সে ক্ষেত্রে কোন সমস্যায় পড়তে হবে না। নতুন যাত্রীদের খালি আসন গুলি দ্রুত বরাদ্দ করা হবে। যার ফলে বৃদ্ধি পায় আসন সংখ্যা।

অবশ্যই দেখবেন: Winter Forecast: রেকর্ড ভাঙা ঠান্ডা আসছে! এবার শীত হবে ‘হাড় কাঁপানো’, প্রস্তুত তো?

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon