Vande Bharat Sleeper: ১৬০ কিমি গতিবেগে ছুটবে বন্দে ভারত স্লিপার; কোন রুটে চলবেই এই ট্রেন? জানুন বিস্তারিত

Vande Bharat Sleeper: অপেক্ষার অবসান। খুব শীঘ্রই আসতে চলেছে সেই দিন যার অপেক্ষায় রয়েছেন রেলযাত্রীরা। অবশেষে হাওড়া দিল্লি রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ভারতীয় রেলের তরফে দিল্লি এবং হাওড়া সহ বিভিন্ন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে। এই রুটে ...

Updated on:

Vande Bharat Sleeper

Vande Bharat Sleeper: অপেক্ষার অবসান। খুব শীঘ্রই আসতে চলেছে সেই দিন যার অপেক্ষায় রয়েছেন রেলযাত্রীরা। অবশেষে হাওড়া দিল্লি রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ভারতীয় রেলের তরফে দিল্লি এবং হাওড়া সহ বিভিন্ন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে। এই রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে এটি দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের পরে তৃতীয় প্রিমিয়াম ট্রেন হিসাবে স্থান পাবে। এই খবর প্রকাশ্যে আসতেই বেশ হইচই পড়ে গিয়েছে যাত্রীদের মধ্যে।

Vande Bharat Sleeper Details: 

যত সময় অতিবাহিত হয়েছে ততই যাত্রীদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন জনপ্রিয়তা বেড়েছে। প্রতিটি জায়গায় এই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। সকলের চাহিদার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ এখন আরও বেশি করে বন্দে ভারত চালাচ্ছে। তবে এসবের মাঝে এবার খবর মিলেছে, খুব শীঘ্রই ভারতীয় রেলওয়ে দিল্লি এবং হাওড়া সহ বিভিন্ন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করবে। অনেকদিন আগে এই দাবিও তোলা হয়েছিল যাত্রীদের তরফে।

সূত্রের খবর, দিল্লি এবং হাওড়ার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনটি ১৫ ঘন্টার কম সময়ে ১৪৪৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বন্দে ভারত স্লিপার ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলবে। এই নিয়ে সম্প্রতি ট্রায়াল রানও সেরে ফেলেছে রেল। এই ট্রেন চালু হলে, বন্দে ভারত স্লিপার এই রুটের দ্রুততম ট্রেন হবে এবং এরপরের তালিকায় আসবে রাজধানী ও দুরন্ত এক্সপ্রেস।

ট্রেনটির সম্ভাব্য স্টপেজ:

ট্রেনটির রুট:

রেল সূত্রে খবর, বন্দে ভারত স্লিপার ট্রেনটি নয়াদিল্লি-হাওড়ার মধ্যে যাত্রার সময় কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া জংশন, ধনবাদ জংশন এবং আসানসোল জংশন সহ প্রধান স্টেশনগুলিতে থেমে তার যাত্রা করবে।

জেনে নিন, ট্রেনটির ভাড়া কত হবে (Vande Bharat Sleeper Train Fare):

রেল সূত্রে খবর, নয়াদিল্লি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ১৬টি কোচ থাকবে। যার মধ্যে ১১টি এসি ৩ টিয়ার কোচ, ৪টি এসি ২ টিয়ার কোচ এবং ১টি প্রথম শ্রেণীর এসি কোচ থাকবে।

এসি ৩ টিয়ার কোচের ভাড়া হবে প্রায় ৩০০০ টাকা, এসি ২ টিয়ার কোচের ভাড়া প্রায় ৪০০০ টাকা এবং এসি প্রথম শ্রেণীর ভাড়া হতে পারে প্রায় ৫১০০ টাকা।

জানুন, বন্দে ভারত স্লিপার ট্রেনের টাইমিং কী হবে (Vande Bharat Sleeper Train Timing):

নয়াদিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনটি (Vande Bharat Sleeper) নয়াদিল্লি থেকে প্রায় ৫:০০ টায় ছাড়বে এবং হাওড়া জংশনে সকাল ৮:০০ টায় পৌঁছবে এমনটাই আশা করা যাচ্ছে। ফিরতি পথে ট্রেনটি হাওড়া জংশন থেকে বিকেল ৫টার দিকে ছেড়ে পরের দিন সকাল ৮টা নাগাদ রাজধানীতে পৌঁছাবে। আরও আপডেট ও সরকারি স্কিমের তথ্য পেতে আমাদের Tollywood Online নিয়মিত ভিজিট করুন!

অবশ্যই দেখবেন: রচনার শুভেচ্ছায় ধোঁয়াশা! দিলীপ ঘোষের বিয়েতে ‘ঘাসফুল’ এর গন্ধ খুঁজছেন অনেকেই, শুরু রাজনৈতিক জল্পনা

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon