Vande Bharat Train : শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার ছুটবে আধুনিক বন্দে ভারত! বিলাসবহুল যাত্রায় কতটা সময়, ক’টি স্টপেজ, কত ভাড়া? জেনে নিন সব তথ্য

Vande Bharat Train: সকাল হোক কিংবা সন্ধ্যা—কলকাতা থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরার আগে বহু মানুষের মনেই একটাই প্রশ্ন ঘোরে, “আর কত দেরি?” ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে বসে থাকা, জয়েন্টে দেরি, আরামদায়ক সিটের অভাব—এসব যেন রোজকার অভিজ্ঞতা। যাত্রীদের দীর্ঘদিনের সেই সমস্যার এবার সমাধান হতে চলেছে, তাও একেবারে আধুনিক রূপে। বন্দে ভারত (Vande ...

Updated on:

Vande Bharat Train : শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার ছুটবে আধুনিক বন্দে ভারত! বিলাসবহুল যাত্রায় কতটা সময়, ক’টি স্টপেজ, কত ভাড়া? জেনে নিন সব তথ্য

Vande Bharat Train: সকাল হোক কিংবা সন্ধ্যা—কলকাতা থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরার আগে বহু মানুষের মনেই একটাই প্রশ্ন ঘোরে, “আর কত দেরি?” ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে বসে থাকা, জয়েন্টে দেরি, আরামদায়ক সিটের অভাব—এসব যেন রোজকার অভিজ্ঞতা। যাত্রীদের দীর্ঘদিনের সেই সমস্যার এবার সমাধান হতে চলেছে, তাও একেবারে আধুনিক রূপে। বন্দে ভারত (Vande Bharat) নামেই যার পরিচিতি আজ সর্বত্র।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাধারণ মানুষের প্রয়োজন আর আরামের মেলবন্ধন  বন্দে ভারত (Public Demand and Comfort With Vande Bharat Train)

রেলের সফর যেমন অনেকের কাছে প্রয়োজন, তেমনই কারও কাছে এটি একমাত্র যাতায়াতের ভরসা। বিশেষ করে যাঁরা কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জন্য কোনও ট্রেন কত দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে, সেটাই মূল চিন্তার বিষয়। তাদের জন্যই এবার আসছে এক নতুন আশার আলো। তবে কী সেই আলো? ঠিক কী সুবিধা থাকছে এই নতুন ব্যবস্থায়? সবিস্তারে জানার জন্য একটু ধৈর্য ধরতেই হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

 বন্দে ভারত রুটের খুঁটিনাটি (New Vande Bharat Train Route Details)

শিয়ালদহ (Sealdah) থেকে নিউ আলিপুরদুয়ার (New Alipurduar) পর্যন্ত একেবারে আধুনিক রুটে চলবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ট্রেনটি চলবে সপ্তাহে ছয় দিন, শুধু বুধবার বন্ধ থাকবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাত্রাপথে ট্রেনটি থামবে ১০টি গুরুত্বপূর্ণ স্টেশনে, যার মধ্যে থাকবে নবদ্বীপ ধাম (Nabadwip Dham), আজিমগঞ্জ (Azimganj), নিউ ফারাক্কা (New Farakka), মালদা টাউন (Malda Town), এবং নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)। যাত্রীদের সুবিধার্থে স্টপেজ বাছাই করা হয়েছে এমনভাবে, যাতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের প্রতিটি জেলার মানুষ উপকৃত হন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: Indian Railways : প্রবীণ এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সিটের ব্যবস্থা রেলের! সস্তায় মিলবে সিট; জানুন বিস্তারিত 

সময় ও ভাড়ার বিষয়ে কী জানা যাচ্ছে (Vande Bharat Train Timetable and Fare Details)

Vande Bharat Train টি শিয়ালদহ থেকে রওনা দেবে ভোর ৫:৩০টায় এবং নিউ আলিপুরদুয়ার পৌঁছাবে দুপুর ২:০০টায়। আবার ফিরতি পথে নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়বে দুপুর ২:৩০টায় এবং শিয়ালদহে পৌঁছাবে রাত ১১:৩০টায়। Vande Bharat Train টি মোট ৭১৬ কিমি পথ অতিক্রম করবে মাত্র সাড়ে আট ঘণ্টায়। যদিও এখনো রেলমন্ত্রক থেকে ভাড়া চূড়ান্তভাবে জানানো হয়নি, অনুমান করা যাচ্ছে AC চেয়ার কারের (Vande Bharat Train Chair Car Fair) জন্য ভাড়া হতে পারে প্রায় ₹১৮০০ এবং এক্সিকিউটিভ চেয়ার কারের (Executive Class) জন্য ₹২৯০০।

যাত্রায় বিলাসিতার এক নতুন অধ্যায় (Vande Bharat Train Comfort and Luxury in Travel)

এই বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে অত্যাধুনিক কোচ, উন্নত আসন ব্যবস্থা, ও স্বয়ংক্রিয় দরজা—যা যাত্রাকে করবে আরও আরামদায়ক ও স্মার্ট। থাকছে ই-রন্ধন পরিষেবা, উন্নত সিকিউরিটি ব্যবস্থা ও ডিসপ্লে বোর্ড। প্রাথমিকভাবে এই ট্রেনে ১৬-২০টি কোচ থাকবে বলে জানানো হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে অবশেষে বাংলার মাটিতে আধুনিক ট্রেন বন্দে ভারত ছুটবে উত্তরবঙ্গের পথে—এ যেন এক নতুন দিগন্তের সূচনা।

Related: Ticket Booking Rules Change: টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড় বড় মে মাস থেকে! জানুন বিস্তারিত