Mahakumbh 2025 : মাত্র ১০০০ টাকা খরচ করে ঘুরে আসুন মহাকুম্ভমেলায়! জানুন কিভাবে?

Mahakumbh 2025 : ১৪৪ বছর পর আবারও প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভমেলা (Mahakumbh 2025)। সাধারণত ১২ বছর পর পর প্রয়াগরাজে পূর্ণকুম্ভমেলা আয়োজিত হয়। তবে এই বছর এর সঙ্গে যুক্ত হয়েছে এক বিশেষ যোগ। যা এই পূর্ণকুম্ভমেলাকে মহাকুম্ভ করে তুলেছে। নতুন বছরের ১৩ই জানুয়ারি থেকে মহাকুম্ভমেলা শুরু হয়েছে যা চলবে ২৬শে ফেব্রুয়ারি ...

Updated on:

Mahakumbh 2025 : মাত্র ১০০০ টাকা খরচ করে ঘুরে আসুন মহাকুম্ভমেলায়! জানুন কিভাবে?

Mahakumbh 2025 : ১৪৪ বছর পর আবারও প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভমেলা (Mahakumbh 2025)। সাধারণত ১২ বছর পর পর প্রয়াগরাজে পূর্ণকুম্ভমেলা আয়োজিত হয়। তবে এই বছর এর সঙ্গে যুক্ত হয়েছে এক বিশেষ যোগ। যা এই পূর্ণকুম্ভমেলাকে মহাকুম্ভ করে তুলেছে। নতুন বছরের ১৩ই জানুয়ারি থেকে মহাকুম্ভমেলা শুরু হয়েছে যা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। বড় বড় সাধু সন্ন্যাসীদের ভিড় জমে এই মেলায়। শুধু তাই নয় বিদেশ থেকেও বহু মানুষ আসেন কুম্ভমেলা দেখতে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ঢল নেমেছে মহাকুম্ভমেলায়।

 বাংলা থেকেও অনেক মানুষই ইতিমধ্যে কুম্ভমেলায় গিয়েছেন এমনকি অনেকেই যাওয়ার পরিকল্পনাও করছেন। আনুমানিক ৪০ কোটি মানুষ এবছর কুম্ভমেলায় আসবেন। পুণ্যার্থীরদের যাতায়াত থেকে শুরু করে থাকা সব কিছুর  জন্য রেল কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রশাসনের তরফে সকল ব্যবস্থাপনা করার চেষ্টা করা হয়েছে। যারা কুম্ভমেলা যাওয়ার পরিকল্পনা করছেন তারা আজকের প্রতিবেদনে জেনে  নামমাত্র খরচে কিভাবে কুম্ভমেলা থেকে ঘুরে আসতে পারবেন।

মহাকুম্ভমেলা ২০২৫ (Mahakumbh 2025)

বলা হয়, একজন মানুষ তার জীবদ্দশায় একটির বেশি কুম্ভমেলা (Mahakumbh 2025) দেখতে পারবেন না। কারণ ১৪৪ বছরে একবার এই মহাকুম্ভমেলা অনুষ্ঠিত হয়। তবে ১২ বছর অন্তর অনুষ্ঠিত হওয়া পূর্ণকুম্ভমেলা দেখাও ভাগ্যের ব্যাপার। অনেকে মহাকুম্ভমেলায় যেতে চাইলেও খরচের জন্য যেতে পারেন না। আজকের প্রতিবেদনে তাদের জন্য রইল স্বল্প খরচে মহাকুম্ভে যাওয়া ও আসার সম্পূর্ণ তথ্য। জেনে নেওয়া যাক বিস্তারিত।

মহাকুম্ভমেলায় যাওয়ার ট্যুর প্ল্যান ( Mahakumbh 2025 Tour Guide)

মহাকুম্ভে (Mahakumbh 2025) যাওয়ার জন্য প্রথমেই পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশনে। এরপর প্রয়াগরাজগামী যে কোনো একটি এক্সপ্রেস ট্রেনের জেনারেলের টিকিট কেটে কাটতে হবে যা ২০০-৩০০ টাকার মধ্যেই হয়ে যাবে। কারণ ইতিমধ্যে প্রয়াগরাজ যাওয়ার সকল ট্রেন বুকড হয়ে গিয়েছে। তাই তৎকাল টিকি পাওয়া বেশ কঠিন হবে। তাই জেনারেল টিকিট কেটেই পৌঁছতে হবে প্রয়াগরাজ।

প্রয়াগরাজ স্টেশনে নেমে ত্রিবেণীসঙ্গম যাওয়ার জন্য টোটো নিতে পারেন। তবে ভিড় এড়াতে টোটোতে যাওয়ার তুলনায় হেঁটে চলে যাওয়া শ্রেয়। এক্ষেত্রে ৩ কিমি মতো হাঁটতে হবে। ত্রিবেণী সঙ্গম পৌঁছে করতে হবে পুণ্যস্নান। উল্লেখ্য, স্নান ও মেলায় ঘোরার ক্ষেত্রে কোনো চার্জ লাগে না। তবে নির্দিষ্ট কিছু জায়গায় প্রবেশের পূর্বে এন্ট্রি পাস নিতে হবে।

Read More: চলতি বছর কবে পড়েছে সরস্বতী পূজা (Saraswati Puja)? পুষ্পাঞ্জলির শুভ সময়ই বা কখন? জানুন বিস্তারিত

পুণ্যস্নান করার পর জামাকাপড় পরিবর্তন করে নিকটবর্তী কোনো লঙ্গরখানাতে খাবারের ব্যবস্থা করতে হবে অর্থাৎ মহাকুম্ভে (Mahakumbh 2025) খাওয়ার জন্য আলাদা করে কোনো টাকা লাগবে না। এরপর সেই দিনটা প্রয়াগরাজে থাকতে ও রেস্ট নিতে চাইলে নিকটবর্তী একটি সেবাশ্রম খুঁজতে হবে। ইতিমধ্যে বেশিরভাগ পুণ্যার্থীরা আশ্রমে ভিড় জমিয়েছেন তাই আশ্রম খুঁজতে একটু সমস্যার মধ্যে পড়তে হবে। তবে বিনামূল্যে বা ৫০০ টাকার মধ্যে থাকার জায়গাও পেয়ে যাবেন।

এরপর সন্ধ্যের সময় আরও একবার পায়ে হেঁটে কুম্ভ মেলা (Mahakumbh 2025) প্রাঙ্গণে পৌঁছে যেতে পারেন। তারপর মেলায় ঘুরে রাতের খাবারের জন্য আবারও লঙ্গরখানায় চলে যেতে হবে। খাওয়া দাওয়া করে আশ্রমে এসে বিশ্রাম নিয়ে পরদিন সকালে পুনরায় প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে এক্সপ্রেস ট্রেনের জেনারেল বগির টিকিট কেটে ফিরে আসতে পারেন হাওড়া।

এভাবে যাতায়াত করলে ২৫০ করে টিকিট ধরলে মোট ৫০০ টাকা, আশ্রমের ভাড়া ১০০ টাকা (যদি ৫ জন মিলে যান)। আর বাকি ৪০০ টাকা কিছু কেনাকাটি বা অন্যান্য খরচের জন্য ধার্য করলে মাত্র ১০০০ টাকাতেই মহাকুম্ভে ঘুরে আসা সম্ভব।

মহাকুম্ভে যাওয়ার ট্রেনের তালিকা (Trains to Reach Mahakumbh 2025)

কোনো ব্যক্তি যদি কলকাতা থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে (Mahakumbh 2025) যেতে চান সেক্ষেত্রে ট্রেনে করে যাওয়া সবচেয়ে সস্তা এবং আরামদায়ক হবে। এক্ষেত্রে কোন কোন ট্রেনগুলি প্রয়াগরাজ পর্যন্ত পৌঁছবে সেই নিয়ে অনেকেরই মনেই প্রশ্ন রয়েছে। নিম্নে সেই সকল ট্রেনের তালিকা দেওয়া হলঃ

  • ১২৩১১ নেতাজি এক্সপ্রেস – রাত্রি ৯ টা ৫ ৫ মিনিটে ছাড়ে ও পরদিন ১০টা বেজে ৩৫ মিনিটে প্রয়াগরাজে পৌঁছবে।
  • ১২৩০১ রাজধানী এক্সপ্রেস: বিকেল ৪টে বেজে ৫ ০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে রাত্রি ২টো ৪৩ নাগাদ প্রয়াগরাজ পৌঁছাবে।
  • ১২৩১৯ কলকাতা গোয়ালিয়ার সুপারফাস্ট এক্সপ্রেস: দুপুর ১ টা বেজে ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে রওনা দিয়ে রাত্রি ১২ টা বেজে ৪৫ মিনিটে প্রয়াগরাজ পৌঁছাবে।
  • ১২৯৮৭ শিয়ালদাহ আজমের সুপারফাস্ট এক্সপ্রেস: রাত্রি ১০টা ৫৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল ১১ টা ৫০ মিনিটে প্রয়াগরাজ পৌঁছাবে।
  • ১২৩৮১ পূর্ব এক্সপ্রেস: সকাল ৮ টা বেজে ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে রাত্রি ৯ টা ৩৫ মিনিটে প্রয়াগরাজ পৌঁছাবে।
  • ১২৩০৭ হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস – রাত্রি ১১ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ও পরদিন বেলা ১২ টা ১৫ নাগাদ প্রয়াগরাজ পৌঁছাবে।
  • ১২৩২১ মুম্বাই মেল: রাত্রি ১ ১ টা ৪ ০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরদিন দুপুর ১ টা ১ ৫ নাগাদ প্রয়াগরাজ চৌকি জংশন পৌঁছাবে।
  • ১২৩৩৩ বিভূতি এক্সপ্রেস : সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করে পরদিন দুপুর ১২ টায় প্রয়াগরাজ রামবাগ পৌঁছাবে।

More Like This: Jagadhatri: কেন সৃষ্টি হলেন জগদ্ধাত্রী! জানুন, দেবীর আবির্ভাবের ইতিহাস

এগুলি ছাড়াও ভিড় সামলানোর জন্য রেলের তরফ থেকে আরও কিছু স্পেশাল ট্রেন চালু করা হতে পারে। তাই রেলের অফিসিয়াল পেজ বা  টিকিট বুকিংয়ের সময় ভালো করে আইআরসিটিসি এর ওয়েবসাইট দেখে নিতে হবে।

জেনে নিন, কোন পূণ্যলগ্নে মহাকুম্ভে (Mahakumbh 2025) স্নান করবেন?

কথিত আছে, মহাকুম্ভে (Mahakumbh 2025) স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তবে টানা ৪৫ দিন মেলা চলাকালীন যখন খুশি স্নান করলে তা পুণ্যস্নান হয় না। এবছর মোট ৬ দিন স্নান করার মুহূর্ত রয়েছে। সেগুলি হলঃ

  • ১৩ই জানুয়ারি – পৌষ পূর্ণিমা
  • ১৪ই জানুয়ারি – মকর সংক্রান্তি
  • ২৯শে জানুয়ারি – মৌনী অমাবস্যা
  • ৩রা ফেব্রুয়ারি – বসন্ত পঞ্চমী
  • ১২ই ফেব্রুয়ারি – মাঘী পূর্ণিমা
  • ২৬শে ফেব্রুয়ারি – মহা শিবরাত্রি

এই দিনগুলিতে স্নান করলে তবেই আত্মার শুদ্ধিকরণ হবে এবং সমস্ত পাপ ধুয়ে যাবে। তাই মহাকুম্ভে (Mahakumbh 2025)পুণ্য স্নান করতে চাইলে এই দিনগুলির মধ্যে কোন একদিনে নিজের যাত্রা স্থির করতে হবে।

Read More: এখনই বিদায় নয় বর্ষার! রাজ্যের ৬ জেলায় মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় জারি সতর্কতা?

2025 ke baad mahakumbh kab lagega 2025 mahakumbh 2025 se pahle mahakumbh kab tha 29 january 2025 mahakumbh amrit snan dates mahakumbh 2025 amrit snan mahakumbh 2025 budget of mahakumbh 2025 death in mahakumbh 2025 how many people died in mahakumbh 2025 how to go to mahakumbh 2025 how to reach mahakumbh 2025 How to Reach Mahakumbh? How To Visit Mahakumbh In Cheap Indian Railways khel mahakumbh 2025 khel mahakumbh 2025 registration khel mahakumbh 2025 registration date khel mahakumbh 2025 registration date in gujarat Kumbh last date of mahakumbh 2025 Mahakumbh Mahakumbh 2025 mahakumbh 2025 after 144 years mahakumbh 2025 after 144 years in hindi mahakumbh 2025 after how many years mahakumbh 2025 amrit snan date mahakumbh 2025 bomb blast news mahakumbh 2025 booking mahakumbh 2025 budget mahakumbh 2025 date mahakumbh 2025 date location mahakumbh 2025 dates mahakumbh 2025 dates shahi snan mahakumbh 2025 duration mahakumbh 2025 end date mahakumbh 2025 hindi mahakumbh 2025 images mahakumbh 2025 important dates mahakumbh 2025 in hindi mahakumbh 2025 international interest mahakumbh 2025 kab se kab tak hai mahakumbh 2025 kab tak hai mahakumbh 2025 kitne saal baad aaya hai mahakumbh 2025 last date mahakumbh 2025 latest news mahakumbh 2025 live mahakumbh 2025 live news mahakumbh 2025 location mahakumbh 2025 map mahakumbh 2025 map pdf mahakumbh 2025 map sector wise mahakumbh 2025 news mahakumbh 2025 news in hindi mahakumbh 2025 news today mahakumbh 2025 official website mahakumbh 2025 package mahakumbh 2025 photo mahakumbh 2025 place mahakumbh 2025 population mahakumbh 2025 prayagraj mahakumbh 2025 prayagraj date mahakumbh 2025 sector map mahakumbh 2025 shahi snan date mahakumbh 2025 shahi snan date list mahakumbh 2025 snan date mahakumbh 2025 stampede mahakumbh 2025 start and end date mahakumbh 2025 start date mahakumbh 2025 tent booking mahakumbh 2025 today news mahakumbh 2025 tour packages mahakumbh 2025 video mahakumbh amrit snan date 2025 mahakumbh amrit snan dates 2025 mahakumbh before 2025 mahakumbh budget 2025 mahakumbh date 2025 mahakumbh dates 2025 mahakumbh duration 2025 mahakumbh end date 2025 mahakumbh last date 2025 mahakumbh location 2025 mahakumbh map 2025 mahakumbh map 2025 pdf Mahakumbh Mela 2025 mahakumbh mela 2025 location mahakumbh mela date 2025 mahakumbh mela map 2025 mahakumbh next date after 2025 mahakumbh prayagraj 2025 mahakumbh shahi snan dates 2025 mahakumbh snan date 2025 mahakumbh snan dates 2025 mahakumbh stampede 2025 Mahakumbh Timing Mahakumbh Tour Mahakumbh Tour at Rs 1500 Mahakumbh Tour Plan Mahakumbh Travel Plan map of mahakumbh 2025 next mahakumbh after 2025 Prayag Kumbh Mela prayagraj mahakumbh 2025 prayagraj mahakumbh 2025 date Rail transport sector map of mahakumbh 2025 shahi snan mahakumbh 2025 shahi snan mahakumbh 2025 dates significance of mahakumbh 2025 startup mahakumbh 2025 till when is mahakumbh 2025 when is mahakumbh 2025

Ananya Goswami

I am a Literature student, and work for Tollywood Online as a content writer as Writing is one of my hobby and passion. Here in Tollywood Online i write in various topics with research and content writing.
WhatsApp Icon