গ্রাহকদের বড় ধাক্কা! বন্ধ হতে চলেছে Vodafone Idea-এর পরিষেবা? কেন্দ্রকে যা জানাল সংস্থা

Vodafone Idea: বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কল্পনাই করা যায় না। যেকোনও কাজই হোক না কেন, ইন্টারনেট ও মোবাইল পরিষেবা না থাকলে যেন সবকিছু থমকে যায়। অফিসের মিটিং থেকে শুরু করে ঘরে বসে ওটিটি দেখা কিংবা বাজার করার অ্যাপ, সবই নির্ভর করে একটি মোবাইল নেটওয়ার্কের উপর। তাই হঠাৎ যদি এই ...

Published on:

Vodafone Idea

Vodafone Idea: বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কল্পনাই করা যায় না। যেকোনও কাজই হোক না কেন, ইন্টারনেটমোবাইল পরিষেবা না থাকলে যেন সবকিছু থমকে যায়। অফিসের মিটিং থেকে শুরু করে ঘরে বসে ওটিটি দেখা কিংবা বাজার করার অ্যাপ, সবই নির্ভর করে একটি মোবাইল নেটওয়ার্কের উপর। তাই হঠাৎ যদি এই পরিষেবা বন্ধ হয়ে যায়, তাহলে জীবনযাত্রা যে কতটা ভেঙে পড়তে পারে, তা আর বলে দিতে হয় না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যাঁরা Vi ব্যবহার করেন, তাঁদের জন্য অশনি সংকেত (Vodafone Idea Users Alert)

বিশেষ করে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea বা Vi)-র গ্রাহকদের কাছে সম্প্রতি এক চাঞ্চল্যকর ইঙ্গিত এসেছে। বহু বছর ধরে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Vi এক কঠিন আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে। অনেকেই জানেন না, এই সংস্থার ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। যদি হঠাৎ করে সংস্থাটি পরিষেবা বন্ধ করে দেয়, তাহলে লক্ষ লক্ষ গ্রাহকের বড় সমস্যায় পড়ার আশঙ্কা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর্থিক সমস্যায় জর্জর Vi-র আবেদন (Financial Crisis of Vi)

ভোডাফোন আইডিয়া-র সিইও অক্ষয় মুন্দ্রা সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম সচিবকে একটি চিঠি দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন— কেন্দ্রের সাহায্য ছাড়া ২০২৬-এর পর আর পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়। সংস্থার বক্তব্য, ব্যাংকগুলি বিনিয়োগে সাড়া দিচ্ছে না, আর এর ফলে নেটওয়ার্ক উন্নয়নের কাজ থমকে গেছে। তবে এখানেই শেষ নয়। গ্রাহকদের পরিষেবা বজায় রাখতে গেলে প্রায় ৫৫,০০০ কোটি টাকার তহবিল প্রয়োজন, যার জন্য সরকারি হস্তক্ষেপ একান্ত জরুরি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: উচ্চমাধ্যমিক পাশেই কেন্দ্রীয় আধা সেনায় চাকরি! লাখ টাকার বেতন, আবেদন শুরু আজ থেকেই

 সুপ্রিম কোর্টে বকেয়া নিয়ে শুনানি (Supreme Court Hearing on AGR Dues)

Vi জানিয়েছে, বর্তমানে সংস্থার ওপর প্রায় ৩০,০০০ কোটি টাকার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (Adjusted Gross Revenue – AGR) বকেয়া রয়েছে। সংস্থাটি এই টাকা মকুব করার আবেদন করেছে সুপ্রিম কোর্টে। আগামী ১৯ মে এই বিষয়ে শুনানি হওয়ার কথা। Vi-র আইনজীবী মুকুল রোহতগি অনুরোধ করেছেন, এই মামলাটি যেন তড়িঘড়ি শোনা হয় কারণ সময় ফুরিয়ে আসছে। যদি এই বকেয়া আদায় স্থগিত না হয়, তাহলে ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে সংস্থাকে।

অবশ্যই দেখবেন: মমতার উত্তরবঙ্গ সফরে তিন দিন, তিন চমক! কোন চমকে কাঁপবে রাজনীতি?

পরিষেবা বন্ধের স্পষ্ট ইঙ্গিত Vi-র তরফে (Service Shutdown Warning by Vi)

অবশেষে ভোডাফোন আইডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাহায্য না আসে এবং ব্যাংকগুলি ঋণ না দেয়, তাহলে ২০২৬ সালের পর সংস্থার পক্ষে পরিষেবা চালু রাখা সম্ভব নয়। অর্থাৎ লক্ষ লক্ষ গ্রাহককে Vi-র নেটওয়ার্ক ছেড়ে অন্যত্র যেতে হতে পারে। শুধু গ্রাহক নয়, এই সংস্থার প্রায় ৩০,০০০ কর্মীর চাকরিও পড়ে যেতে পারে বিপদের মুখে। তাই এখন দেখার, কেন্দ্র সরকার কী সিদ্ধান্ত নেয়— Vi-কে উদ্ধার করবে, না কি ভারতবাসী এক বিশাল টেলিকম ব্র্যান্ডকে হারাবে।

অবশ্যই দেখবেন: আজই আসছে কালবৈশাখীর তাণ্ডব! কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি?