Ekchokho.com 🇮🇳

WB Board Madhyamik & HS Result: চাকরি বাতিলের ধাক্কা! দেরিতে প্রকাশ হতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট

WB Board Madhyamik & HS Result: রাজ্যে আবারও বড়সড় ধাক্কা খেল শিক্ষাক্ষেত্র। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি নিয়োগের মাধ্যমে নিযুক্ত প্রায় ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই ঘটনায় রাজ্যের শিক্ষা পরিকাঠামো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রভাব পড়েছে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের ওপরও। ...

Published on:

WB Board Madhyamik & HS Result

WB Board Madhyamik & HS Result: রাজ্যে আবারও বড়সড় ধাক্কা খেল শিক্ষাক্ষেত্র। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি নিয়োগের মাধ্যমে নিযুক্ত প্রায় ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই ঘটনায় রাজ্যের শিক্ষা পরিকাঠামো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রভাব পড়েছে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের ওপরও।

কেন বিলম্ব হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?(WB Board Madhyamik & HS Result)

বাতিল হওয়া বহু শিক্ষক এতদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের (Khata Checking) দায়িত্বে ছিলেন। তবে এখন তাঁদের দাবি,既然 আদালত তাঁদের “অযোগ্য” ঘোষণা করেছে, তাহলে তাঁরা খাতা দেখতে আগ্রহী নন। অনেকে ইতিমধ্যেই খাতা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে খাতা পুনঃবন্টন ও নতুন পরীক্ষক নিযুক্ত করতে সময় লাগবে — যা সরাসরি ফলপ্রকাশের ওপর প্রভাব ফেলবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রশ্নের মুখে খাতা মূল্যায়নের গ্রহণযোগ্যতা?

বহু শিক্ষকের প্রশ্ন: যদি তাঁদের অযোগ্য বলে ঘোষণা করা হয়, তাহলে তাঁদের দ্বারা মূল্যায়িত খাতা কি গ্রহণযোগ্য? এর উত্তর এখনও স্পষ্ট নয়। ফলে বোর্ড পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা

মধ্যশিক্ষা পর্ষদ এখনই কিছু স্পষ্ট না জানালেও, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি স্বীকার করেছেন যে বেশ কিছু শিক্ষক খাতা মূল্যায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্ষদ ও সংসদ দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য বার্তা

এই মুহূর্তে ছাত্রছাত্রীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। রাজ্যের শিক্ষা দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। সময় মতো ফলপ্রকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর।

আরও পড়ুন: Driving Learning License Apply Online 2025: ড্রাইভিং লাইসেন্স অনলাইনে পেতে চান? ঘরে বসেই করুন আবেদন, জেনে নিন সহজ প্রক্রিয়া