Ekchokho.com 🇮🇳

WB Govt Employees Bonus: রাজ্যের সরকারি কর্মীদের বাড়লো বোনাস, কারা পেতে চলেছেন এই সুযোগ ??

WB Govt Employees Bonus: বছর ঘুরলেই উৎসবের মৌসুম আসে, আর সেই সময় বোনাস নিয়ে আলোচনা শুরু হয় কর্মীদের মধ্যে। সরকারি হোক বা বেসরকারি, কর্মীরা সারা বছর পরিশ্রম করেন এবং উৎসবের আগে কিছু অতিরিক্ত অর্থ পাওয়ার আশা করেন। বিশেষ করে বাঙালির দুর্গাপুজো কিংবা মুসলিম ধর্মাবলম্বীদের ইদ – এই দুই বড় উৎসবের ...

Updated on:

WB Govt Employees Bonus: বছর ঘুরলেই উৎসবের মৌসুম আসে, আর সেই সময় বোনাস নিয়ে আলোচনা শুরু হয় কর্মীদের মধ্যে। সরকারি হোক বা বেসরকারি, কর্মীরা সারা বছর পরিশ্রম করেন এবং উৎসবের আগে কিছু অতিরিক্ত অর্থ পাওয়ার আশা করেন। বিশেষ করে বাঙালির দুর্গাপুজো কিংবা মুসলিম ধর্মাবলম্বীদের ইদ – এই দুই বড় উৎসবের সময় বাড়তি আয় সবার মুখে হাসি ফোটায়। কিন্তু এই অর্থপ্রাপ্তির নিয়ম সব কর্মীর জন্য সমান নয়। সরকারি কর্মচারীদের জন্য প্রতি বছর নির্দিষ্ট হারে বোনাস ঘোষণা করা হলেও তা কারা পাবেন, কতটা পাবেন এবং কবে পাবেন – এসব নিয়ে নানা প্রশ্ন থেকেই যায়। এবারের ঘোষণায়ও রয়েছে কিছু শর্ত, যা সকলের জন্য সুখবর নয়।

রাজ্যের সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু

এবারও পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করেছে। কিন্তু এই ঘোষণার পর থেকেই চায়ের দোকান থেকে অফিসের ক্যানটিন – সর্বত্র এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এটি উৎসবের আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আবার কেউ কেউ বলছেন, প্রত্যাশার তুলনায় এই বোনাস যথেষ্ট নয়। বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির পর রাজ্যের কর্মচারীরাও একই সুবিধা দাবি করছেন, তাই এই ঘোষণার প্রভাব কেমন হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বোনাস কীভাবে হিসাব করা হবে? সবাই কি পাবেন? কবে টাকা আসবে? আসুন, জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা পাবেন এই বোনাস?

মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যেসব রাজ্য সরকারি কর্মী কোনও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস পান না এবং যাঁদের ২০২৫ সালের ৩১ মার্চের বেতন ৪৪,০০০ টাকার কম, তাঁরাই এই বোনাস পাবেন। তবে যাঁদের বেতন ৪৪,০০০ টাকার বেশি, তাঁরা এই সুবিধা পাবেন না। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, সর্বোচ্চ বোনাসের পরিমাণ হবে ৬,৮০০ টাকা। যারা এই যোগ্যতার মধ্যে পড়েন, তারা উৎসবের আগে কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবেন।

বোনাসের হিসাব কীভাবে হবে?

সরকারি কর্মচারীরা কত টাকা বোনাস পাবেন, তা নির্ধারণের জন্য নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। একজন কর্মীর যত মাসের যোগ্যতা রয়েছে, সেটিকে ১২ দিয়ে ভাগ করে ২০২৫ সালের ৩১ মার্চের নিরিখে তার প্রাপ্ত বেতনের সঙ্গে গুণ করা হবে। তবে, এই অঙ্ক যদি ৭,০০০ টাকা হয়, তাহলেও সর্বোচ্চ সীমা ৬,৮০০ টাকা পর্যন্তই পাওয়া যাবে। একই নিয়ম চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে তাঁরা সর্বোচ্চ ৬,৮০০ টাকার বেশি পাবেন না।

কবে আসবে বোনাসের টাকা?

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, মুসলিম কর্মীরা ইদের আগে এই বোনাস পাবেন। অন্য ধর্মের কর্মচারীদের জন্য দুর্গাপুজোর আগে অর্থপ্রদান করা হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে বোনাস ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে রাজ্যের কর্মীরা ১৪% হারে DA পাচ্ছেন, যা ১ এপ্রিল থেকে বাড়িয়ে ১৮% করা হবে। তবে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩% হারে DA পাচ্ছেন, যা আরও ২-৩% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারের DA দাবিতে সরব হয়েছেন।

আরও পড়ুন। Pipeline Gas: আর মাত্র কয়েক দিন পরেই কলকাতা সংলগ্ন সমস্ত বাড়িতে পাইপে করে পৌঁছাবে গ্যাস, নতুন প্রকল্পের অগ্রগতিতে আনন্দিত সকলে !!