নিম্নচাপের জেরে রথযাত্রার দিন রাজ্যে ভারী বৃষ্টি! সতর্কতা জারি ৫ জেলায়, উপকূলেও ঝড়ের আশঙ্কা

২০২৫ সালের রথযাত্রার দিন আবহাওয়ার মুখ ভার গোটা বাংলায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Rath Yatra 2025 Weather Alert)। ৫টি জেলা — পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ৩০-৬৫ ...

Published on:

Rath Yatra 2025 Weather Alert

২০২৫ সালের রথযাত্রার দিন আবহাওয়ার মুখ ভার গোটা বাংলায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Rath Yatra 2025 Weather Alert)। ৫টি জেলা — পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ৩০-৬৫ কিমি বেগের ঝোড়ো হাওয়া, থাকবে বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গেও রয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জানুন, কোন কোন অঞ্চলে কতটা তীব্র হবে প্রাকৃতিক দুর্যোগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! | Low Pressure Strengthens in Bay of Bengal

পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশনটি ইতিমধ্যেই নিম্নচাপে (Rath Yatra 2025 Weather Alert) পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে বিস্তার লাভ করবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই দেখবেন: একদিনের ভুলে ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে জগন্নাথ মন্দির! জানুন সেই রহস্যময় রীতি

কী প্রভাব পড়বে রাজ্যে?

  • আজ থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
  • উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট ক্রমশ তীব্র হবে।
  • উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: রথযাত্রার দিন সতর্কতা| South Bengal Weather Forecast on Rath Yatra 2025

রথযাত্রার শুভ মুহূর্তেও দক্ষিণবঙ্গবাসীকে পোহাতে হবে প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
⚠️ জেলার নাম🌧️ বৃষ্টির মাত্রাবজ্রবিদ্যুৎ🌬️ দমকা হাওয়ার গতি🌊 অন্যান্য প্রভাব
পূর্ব বর্ধমানভারী বৃষ্টি (দুপুরের পর)ঘনঘন বজ্রপাত৩০-৪০ কিমি/ঘণ্টাজলাবদ্ধতা, বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা
পশ্চিম বর্ধমানভারী বৃষ্টি (দুপুরের পর)ঘনঘন বজ্রপাত৩০-৪০ কিমি/ঘণ্টাবিদ্যুৎ বিভ্রাট, ট্র্যাফিক সমস্যা
হুগলিভারী বৃষ্টি (দুপুরের পর)ঘনঘন বজ্রপাত৩০-৪০ কিমি/ঘণ্টাজল জমে যেতে পারে শহরাঞ্চলে
উত্তর ২৪ পরগনাভারী বৃষ্টি (দুপুরের পর)ঘনঘন বজ্রপাত৩০-৪০ কিমি/ঘণ্টাঝড়ো হাওয়ার সতর্কতা
দক্ষিণ ২৪ পরগনাভারী বৃষ্টি (দুপুরের পর)ঘনঘন বজ্রপাত৩০-৪০ কিমি/ঘণ্টাউপকূল এলাকায় সমুদ্র উত্তাল
কলকাতাহালকা-মাঝারি বৃষ্টিবজ্রপাত সম্ভাব্য৩০ কিমি/ঘণ্টা (আনুমানিক)ট্র্যাফিক বিঘ্ন, ছাতা প্রয়োজন
হাওড়াহালকা-মাঝারি বৃষ্টিবজ্রপাত সম্ভাব্য৩০ কিমি/ঘণ্টা (আনুমানিক)রাস্তা ভিজে থাকতে পারে
নদিয়াহালকা-মাঝারি বৃষ্টিবজ্রপাত সম্ভাব্য৩০ কিমি/ঘণ্টা (আনুমানিক)বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা
মুর্শিদাবাদহালকা-মাঝারি বৃষ্টিবজ্রপাত সম্ভাব্য৩০ কিমি/ঘণ্টা (আনুমানিক)স্থানীয় ঝড়ের সম্ভাবনা
মেদিনীপুর (পূর্ব ও পশ্চিম)হালকা-মাঝারি বৃষ্টিবজ্রপাত সম্ভাব্য৩০ কিমি/ঘণ্টা (আনুমানিক)কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে

উপকূল অঞ্চলে সতর্কতা: মৎস্যজীবীদের জন্য বড় নির্দেশ | Fishermen Alert: Sea Conditions Dangerous

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলগুলিতে সমুদ্র প্রবল উত্তাল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সমুদ্র সংলগ্ন ঝুঁকি:

  • ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ৫৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া
  • বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সাথে দমকা বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে
  • সমুদ্রে চলাচল চরম ঝুঁকিপূর্ণ, তাই আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে।

এছাড়াও উপকূল অঞ্চলের বাসিন্দাদের বিপদ চিহ্নিত এলাকাগুলি এড়িয়ে চলতে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া: প্রবল বৃষ্টি ৬ জেলায় | North Bengal Weather Update: Heavy Rainfall in Hills & Plains

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও নিম্নচাপের প্রভাব পড়বে। তবে সবচেয়ে বিপজ্জনক অবস্থা হতে চলেছে উচ্চ পার্বত্য অঞ্চলগুলিতে

⛈️ জেলার নাম🌧️ বৃষ্টির মাত্রা🌬️ ঝোড়ো হাওয়া⚠️ ঝুঁকি / প্রভাব
দার্জিলিংভারী বৃষ্টি (১০০ মিমি পর্যন্ত)মাঝারি থেকে দমকা হাওয়াভূস্খলন, যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা
কালিম্পংভারী বৃষ্টি (১০০ মিমি পর্যন্ত)মাঝারি থেকে দমকা হাওয়াসড়ক অবরুদ্ধ, পার্বত্য এলাকা বিপজ্জনক
জলপাইগুড়িহালকা থেকে মাঝারি বৃষ্টিঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা)স্থানীয় বন্যার সম্ভাবনা, ট্র্যাফিক বিঘ্ন
উত্তর দিনাজপুরহালকা থেকে মাঝারি বৃষ্টিঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা)শস্যের ক্ষতি, যান চলাচলে সমস্যা
কোচবিহারহালকা থেকে মাঝারি বৃষ্টিঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা)কিছু এলাকায় জলাবদ্ধতা
আলিপুরদুয়ারহালকা থেকে মাঝারি বৃষ্টিঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা)বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে

সতর্কতা ও পরামর্শ | Advisory for Public

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজকের দিন অত্যন্ত সতর্কতার সঙ্গে কাটানো দরকার। বিশেষত যারা রথযাত্রা উপলক্ষে বাইরে যাবেন, তাঁদের কিছু নির্দেশ মানা উচিত।

কী করণীয়?

  • বজ্রপাত চলাকালীন গাছ বা খোলা মাঠে না দাঁড়ানো
  • জল জমে থাকা এলাকায় বৈদ্যুতিক খুঁটি বা তারে হাত না দেওয়া
  • পার্বত্য অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলা
  • মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়া
  • ঘরে থাকা নিরাপদ

২০২৫ সালের রথযাত্রা আনন্দের পাশাপাশি আবহাওয়ার কারণে একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণ ও উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তা একদিকে যেমন পরিবেশ শীতল করবে, তেমনি বিপদও ডেকে আনতে পারে। তাই রথের দিন নিরাপদে থাকতে হবে সকলকে। আবহাওয়ার পরিবর্তনের এই সময়টিতে সরকার, সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যম — সকলের সমন্বিত সচেতনতা প্রয়োজন। আরও আবহাওয়া সংক্রান্ত আপডেট পেতে চোখ রাখুন সরকারি আবহাওয়া দফতরের ওয়েবসাইট ও নিউজ মিডিয়ায়।

অবশ্যই দেখবেন: জুলাই মাস শুরু হতেই সুখবর! সরকারি কর্মীদের জন্য ঘোষণা হাফ ডে ছুটি