নবান্নের চমক! এবার বাড়িতে বসেই পাবেন দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, কীভাবে পাবেন, জানুন বিস্তারিত

কলকাতা,৭ই জুন, ২০২৫: অক্ষয় তৃতীয়ার দিনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে চলা নানা বিতর্কের মধ্যেই রাজ্য সরকার এক অভিনব উদ্যোগ নিয়েছে। এই মাসেই দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রসাদ (Digha Jagannath Temple Prasad) রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মিষ্টির বাক্সে করে পাঠানো হবে এই বিশেষ ...

Published on:

Digha Jagannath Temple Prasad

কলকাতা,৭ই জুন, ২০২৫: অক্ষয় তৃতীয়ার দিনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে চলা নানা বিতর্কের মধ্যেই রাজ্য সরকার এক অভিনব উদ্যোগ নিয়েছে। এই মাসেই দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রসাদ (Digha Jagannath Temple Prasad) রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মিষ্টির বাক্সে করে পাঠানো হবে এই বিশেষ প্রসাদ, যা তৈরি ও বিতরণের ক্ষেত্রে এক নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জেলায় জেলায় তৈরি হবে মিষ্টি, সামান্য অংশ ‘আসল’ প্রসাদের

নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যজুড়ে এত বিপুল সংখ্যক প্রসাদ সরাসরি দিঘা থেকে পাঠানো কার্যত অসম্ভব। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এক অভিনব পদ্ধতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় মিষ্টির দোকানগুলিতে নির্ধারিত বিধি অনুযায়ী মিষ্টি তৈরি করাতে হবে। তবে সেই মিষ্টিগুলি সাধারণ হবে না; দিঘার মন্দির থেকে কিছু পরিমাণ ‘আসল’ প্রসাদ প্রতিটি জেলায় পাঠানো হবে। এই ‘আসল’ প্রসাদের সামান্য অংশ ব্যবহার করেই প্রতিটি নতুন মিষ্টি তৈরি করা হবে। এই পদ্ধতিতে একদিকে যেমন প্রসাদ সরবরাহ ব্যবস্থা সহজ হবে, তেমনি দিঘার মন্দিরের আধ্যাত্মিক সংযোগ বজায় রেখে রাজ্যের সকল সাধারণ মানুষ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ইতিমধ্যেই জেলায় জেলায় মিষ্টি পাঠানোর জন্য বিশেষ বাক্সের নকশা তৈরির কাজ চলছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই দেখবেন: দক্ষিণবঙ্গে তাণ্ডব চালাবে পশ্চিমী ঝঞ্ঝা, ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত ৯ জেলা! আজকের আবহাওয়া

প্রসাদ খাতে বরাদ্দ ও বিতরণের সময়সূচি

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি মিষ্টির বাক্সে মন্দিরের (Digha Jagannath Temple Prasad) একটি ছবির সঙ্গে একটি পেঁড়া এবং একটি গজা থাকবে। গজা ও পেঁড়ার মাপও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতি এক জোড়া মিষ্টির জন্য ১০ টাকা করে মোট ২০ টাকা ধার্য করা হয়েছে। এর সঙ্গে বাক্সের তৈরির খরচও কিছুটা যোগ করা হবে। প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, এই প্রসাদ খাতে সরকার প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে। নবান্ন ইতিমধ্যেই জেলাগুলিকে নির্দেশ দিয়েছে যে, বাক্স এবং মন্দিরের ছবি ১২ই জুন থেকে জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু করতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রসাদ বিতরণের সময়সূচি

  • ১৭ই জুন থেকে জেলায় জেলায় প্রসাদ বিতরণের কাজ শুরু হবে।
  • ২৭শে জুনের মধ্যে, যা রথযাত্রার দিন, এই বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করতে হবে।
  • বিশেষ কোনো কারণে যদি বিলম্ব হয়, তাহলে ৪ঠা জুলাই, উল্টোরথের দিনের মধ্যে এই কাজ শেষ করতেই হবে।

অবশ্যই দেখবেন: বিশ্বের সর্বোচ্চ রেলব্রিজ চেনাবের উদ্বোধন! ইতিহাস গড়লেন মোদি, উন্নয়নের নতুন অধ্যায় শুরু

তবে, এই প্রসাদ (Digha Jagannath Temple Prasad) রাজ্যের সব বাড়িতে পৌঁছাবে না। জেলা প্রশাসনগুলির একাংশ জানাচ্ছে, প্রতিটি জেলায় মোট পরিবারের একটি নির্দিষ্ট অংশের কাছে এটি পৌঁছাবে। প্রাথমিকভাবে, প্রতিটি জেলায় কমবেশি ১০ লক্ষ বাড়িতে এই মিষ্টির বাক্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগ (Digha Jagannath Temple Prasad) একদিকে যেমন দিঘার নতুন জগন্নাথ মন্দিরের প্রচার বাড়াবে, তেমনই রাজ্যের মানুষের ধর্মীয় অনুভূতিকেও সম্মান জানাবে।

অবশ্যই দেখবেন: সম্পর্ক ভাঙনের গুঞ্জনে ইতি? অনুরাগীদের স্বস্তি দিয়ে ফের কাছাকাছি যশ-নুসরত!

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More