উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা, নাম শুনলেই অনেকের রাতের ঘুম উড়ে যায়। বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়— “ফেল করলে কী হবে?” ভালো রেজাল্ট না করলে ভবিষ্যৎ কি অন্ধকার? এমন হাজারো দুশ্চিন্তায় ডুবে থাকে ছাত্রছাত্রীরা। বিশেষত, মাধ্যমিক (Madhyamik) উত্তীর্ণ হওয়ার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাবর্ষ যেন আরও কঠিন হয়ে ওঠে। টেস্ট পরীক্ষা (Test Exam) পেরোতে না পারলে তো উচ্চ মাধ্যমিক দেওয়ার স্বপ্নই শেষ!
এ বছরও বহু শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, ফলে তারা চরম দুশ্চিন্তায় পড়েছে। নতুন সেমেস্টার সিস্টেম (Semester System) চালু হওয়ায় অনেকেই ভাবছিল, এবার তাদের পুরো কোর্স আবার নতুন করে করতে হবে। কিন্তু শিক্ষার্থীদের এই ভয় দূর করতেই এগিয়ে এলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এবার পড়ুয়াদের জন্য এসেছে এক বড় সুখবর!
WBCHSE-র নতুন নিয়ম, পড়ুয়ারা কি উপকৃত হবে?
২০২৪ সাল থেকেই WBCHSE নতুন শিক্ষাবর্ষে সেমেস্টার পদ্ধতি (Semester System) চালু করেছে। ফলে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগের মতো একবারে চূড়ান্ত পরীক্ষা নয়, এবার সেমেস্টার ভিত্তিতে মূল্যায়ন হবে। নতুন পাঠ্যক্রমে (New Curriculum) বাংলা ও ইংরেজি বিষয়ে বেশ কিছু গদ্য ও কবিতা সংযোজন করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে এটি একটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
তবে সমস্যার শুরু হয়েছিল টেস্ট পরীক্ষায় (Test Exam) অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে। যারা পুরনো নিয়মে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় (Annual Exam) উত্তীর্ণ হয়েছে, কিন্তু দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় ফেল করেছে, তাদের ভবিষ্যৎ কী হবে? তারা কি নতুন সেমেস্টার পদ্ধতিতে (Semester System) স্থানান্তরিত হতে পারবে? এই প্রশ্নই ঘুরছিল সবার মনে। অবশেষে WBCHSE একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা (Official Notification) প্রকাশ করে এর সমাধান দিল।
Test Exam-এ ফেল? এবার মাইগ্রেশনের (Migration) সুযোগ!
WBCHSE-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, যারা একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় পাশ করলেও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় ফেল করেছে, তারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন সেমেস্টার পদ্ধতিতে যুক্ত হতে পারবে। এর জন্য শিক্ষার্থীদের একটি ‘অপশন ফর্ম’ (Option Form) পূরণ করে জমা দিতে হবে। ফর্ম জমা দিলেই স্বয়ংক্রিয়ভাবে নতুন সিস্টেমের আওতায় চলে আসবে তারা।
এই সিস্টেমে Semester 3 & Semester 4-এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। পরীক্ষাগুলি যথাক্রমে ২০২৫ সালের সেপ্টেম্বর ও ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বাদশ শ্রেণির প্রজেক্ট (Project) ও প্র্যাকটিকাল (Practical) নম্বর WBCHSE-এর পোর্টালে আপলোড করা হবে। তবে, সাবজেক্ট কম্বিনেশন (Subject Combination) বদলাতে চাইলে, পুরনো বিষয় বাতিল করে নতুন বিষয় বেছে নিতে হবে, কারণ আগের বিষয়সমূহ আর বৈধ থাকবে না।
অনলাইনে আবেদন করতে পারবেন কবে থেকে?
WBCHSE-এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন, “এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত। তারা চাইলে নতুন সেমেস্টার পদ্ধতিতে যুক্ত হতে পারবে, আবার না-ও পারে। পুরো প্রক্রিয়াই অনলাইনে (Online) হবে।” পরীক্ষার্থীরা ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন (Online Application) করতে পারবে। অর্থাৎ, প্রায় এক মাসের সময়সীমা থাকবে ফর্ম পূরণের জন্য।
পাঠ্যবই বিলম্বে বিতরণ, অসন্তোষ শিক্ষক মহলে!
এদিকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও, পাঠ্যপুস্তক (Textbooks) এখনো পর্যন্ত স্কুলে পৌঁছায়নি। শিক্ষকদের মতে, দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টার (Semester 3)-এর ক্লাস শুরু হওয়ার কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে, কিন্তু এখনও অনেক স্কুলে বই এসে পৌঁছায়নি। ফলে ছাত্রছাত্রীরা নতুন পাঠ্যক্রম শুরু করতেই পারছে না।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী (Kinkar Adhikari) জানিয়েছেন, “সংসদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বই এখনও স্কুলে পৌঁছায়নি। শিক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, দ্রুত বই বিতরণের দাবি জানাচ্ছি।” শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুত পাঠ্যবই বিতরণের দাবি জানিয়েছে শিক্ষক মহলও। WBCHSE-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসের মধ্যেই সমস্ত বই স্কুলে পৌঁছে যাবে।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |