জয়েন্ট 2025 মেধাতালিকা প্রকাশ! প্রথম দশে বাংলার ছেলেমেয়েদের জয় জয়কার, ২ জন বর্ধমানের

WBJEE 2025 Final Merit List: দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল WBJEE 2025 Result। শুক্রবার দুপুরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেছে। শীর্ষ আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতা কাটতেই প্রার্থীদের মুখে স্বস্তির হাসি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশেষে ফলপ্রকাশের রাস্তা মসৃণ হয়। এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সবার ...

Updated on:

WBJEE 2025 Final Merit List

WBJEE 2025 Final Merit List: দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল WBJEE 2025 Result। শুক্রবার দুপুরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেছে। শীর্ষ আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতা কাটতেই প্রার্থীদের মুখে স্বস্তির হাসি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশেষে ফলপ্রকাশের রাস্তা মসৃণ হয়।

এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সবার সেরা হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুল, পার্ক সার্কাসের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণীর সম্যজ্যোতি বিশ্বাস, আর তৃতীয় স্থানে রয়েছেন কলকাতার দিশান্ত বসু (WBJEE 2025 Final Merit List)

WBJEE 2025: শীর্ষ ১০ মেধাবীর তালিকা | WBJEE 2025 Final Merit List

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রকাশিত শীর্ষ ১০ র‌্যাঙ্ক হোল্ডারদের নাম ও শিক্ষাপ্রতিষ্ঠান নিচে দেওয়া হল –

র‍্যাঙ্ক নাম শিক্ষাপ্রতিষ্ঠান জেলা
অনিরুদ্ধ চক্রবর্তী ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস কলকাতা
সম্যজ্যোতি বিশ্বাস কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল নদিয়া
দিশান্ত বসু দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক কলকাতা
অরিত্র রায় দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক কলকাতা
ত্রিশঞ্জিত দোলই পুর্ব ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর
সাগ্নিক পাত্র মেদিনীপুর কলেজিয়েট স্কুল মেদিনীপুর
সম্বিত মুখোপাধ্যায় বর্ধমান মডেল স্কুল পূর্ব বর্ধমান
অর্চিস্মান নন্দী DAV মডেল স্কুল খড়গপুর
প্রতীক ধানুকা দিল্লি পাবলিক স্কুল, রাজারহাট কলকাতা
১০ অরকা বন্দ্যোপাধ্যায় বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল পূর্ব বর্ধমান

আদালতের নির্দেশে মিলল সমাধান

চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৭ এপ্রিল ২০২৫। কিন্তু ফল প্রকাশ আটকে ছিল একাধিক আইনি জটিলতার কারণে। মূলত ওবিসি সংরক্ষণ মামলা নিয়েই দেখা দেয় সমস্যা।

  • কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল নতুন করে মেধাতালিকা প্রকাশের জন্য।
  • রায়ের ভিত্তিতে শুধু ২০১০ সালের আগে চিহ্নিত ৬৬টি ওবিসি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।
  • এর ফলে ৭ অগস্টে ঘোষিত ফলাফল আটকে যায়।

পরে রাজ্য সরকার বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় – ওবিসি মামলা চললেও WBJEE 2025 Result প্রকাশে আর কোনো বাধা নেই। ফলে বোর্ড একই দিনে ফলাফল ও মেধাতালিকা প্রকাশ করে।

এবারের পরীক্ষার বিশেষ দিক

  • পরীক্ষার তারিখ: ২৭ এপ্রিল ২০২৫
  • অংশগ্রহণকারী: ১ লক্ষেরও বেশি প্রার্থী
  • ফল প্রকাশের তারিখ: ২২ আগস্ট ২০২৫
  • আইনি জটিলতা: ওবিসি সংরক্ষণ মামলা
  • শীর্ষস্থানীয় জেলা: কলকাতা (মেধা তালিকায় শীর্ষ ১০-এ ৪ জন)

শীর্ষস্থানাধিকারীদের বার্তা

অনিরুদ্ধ চক্রবর্তী, WBJEE 2025-এর প্রথম স্থানাধিকারী জানান –

“আমার লক্ষ্য সবসময় ইঞ্জিনিয়ারিং। জয়েন্টে সেরা হয়ে আমি গর্বিত। ভবিষ্যতে আমি আইআইটি বা জাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গবেষণার কাজ করতে চাই।”

সম্যজ্যোতি বিশ্বাস বলেন –

“এই সাফল্যের কৃতিত্ব আমার শিক্ষক-শিক্ষিকা এবং পরিবারের। আগামী দিনে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই।”

কিভাবে ডাউনলোড করবেন WBJEE Result 2025?

প্রার্থীরা সহজেই অনলাইনে নিজেদের ফলাফল ডাউনলোড করতে পারবেন –

  1. অফিসিয়াল ওয়েবসাইটে যান 👉 wbjeeb.nic.in/wbjee
  2. “Rank Card For WBJEE 2025”-এ ক্লিক করুন
  3. আবেদন নম্বর, জন্ম তারিখ ও সিকিউরিটি পিন লিখে লগ ইন করুন
  4. স্ক্রিনে র‍্যাঙ্ক কার্ড দেখা যাবে
  5. ভবিষ্যতের জন্য অবশ্যই একটি প্রিন্ট কপি ডাউনলোড করুন

WBJEE 2025 এর পরবর্তী ধাপ

ফলাফল প্রকাশের পরই শুরু হবে কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া

  • অনলাইনে চয়েস ফিলিং ও লকিং করতে হবে
  • সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হবে ধাপে ধাপে
  • নির্দিষ্ট কলেজে ভর্তি হতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও ফি জমার পর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে

অফিসিয়াল ওয়েবসাইট নজরে রাখুন

প্রার্থীরা সর্বশেষ আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন – 👉 wbjeeb.nic.in/wbjee

অবশেষে WBJEE 2025 Result প্রকাশিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরীক্ষার্থীরা। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও আইনি জটিলতা কাটিয়ে শুক্রবার দুপুরে বোর্ড ফলাফল প্রকাশ করেছে। এবারের জয়েন্টে কলকাতা ফের প্রমাণ করল তার প্রাধান্য— শীর্ষ ১০-এর মধ্যে ৪ জনই কলকাতার ছাত্র। এই সাফল্য শুধু প্রার্থীদের নয়, বরং গোটা রাজ্যের শিক্ষাব্যবস্থার প্রতিফলন। এখন সকলের চোখ পরবর্তী ধাপে, অর্থাৎ কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়ার দিকে।

অবশ্যই দেখবেন: WBJEE 2025 Result Out! সরাসরি লিঙ্কে ক্লিক করেই ডাউনলোড করুন আপনার স্কোরকার্ড

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon