আজ মঙ্গল? না অমঙ্গল! নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিত আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে যেভাবে রাজ্যজুড়ে গরমে হাঁসফাঁস করছিল বাঙালি, সেটা যেন এখন অতীত। কারণ, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কালবৈশাখী ও প্রাক বর্ষার বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। আবহাওয়ার এমন রূপ বদলের ফলে যেমন গরমের হাত থেকে রেহাই মিলেছে, তেমনই নানা অসুবিধারও সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আজকের ...

Published on:

Weather Today

মে মাসের শুরুতে যেভাবে রাজ্যজুড়ে গরমে হাঁসফাঁস করছিল বাঙালি, সেটা যেন এখন অতীত। কারণ, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কালবৈশাখী ও প্রাক বর্ষার বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। আবহাওয়ার এমন রূপ বদলের ফলে যেমন গরমের হাত থেকে রেহাই মিলেছে, তেমনই নানা অসুবিধারও সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আজকের আবহাওয়া (Weather Today) ও আগামী কয়েক দিনের পূর্বাভাসে কী বলছে হাওয়া অফিস? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিম্নচাপ বলয়ের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ ২৭ মে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তরের বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী দু’দিন ধরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই দেখবেন: মঙ্গল গ্রহের প্রভাবে আজ ভাগ্য খুলবে ৩ রাশির! আজকের রাশিফল ২৭ মে

আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া: বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে | Weather Today in South Bengal: Rain and gusty winds will continue

আলিপুর আবহাওয়া দফতরের (Weather Today) বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে রাস্তাঘাটে চলাচলে অসুবিধা হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে।

অবশ্যই দেখবেন: ভলভোর পর বড়সড় ধামাকা! উত্তরবঙ্গের ৪ রুটে ফিরছে NBSTC-র AC বাস পরিষেবা, দেখে নিন রুট ও তারিখ!

দক্ষিণবঙ্গের সম্ভাব্য তাপমাত্রা (২৭ মে)

  • সর্বোচ্চ তাপমাত্রা: ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস
  • সর্বনিম্ন তাপমাত্রা: ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াস
  • আপেক্ষিক আর্দ্রতা: ৭০-৮৫%
জেলা সম্ভাব্য ঝোড়ো হাওয়ার গতি (কিমি/ঘণ্টা) বজ্রপাত বৃষ্টিপাত
কলকাতা ৩০-৪০ কিমি/ঘণ্টা
হাওড়া ৩০-৪০ কিমি/ঘণ্টা
হুগলি ৩০-৪০ কিমি/ঘণ্টা
উত্তর ২৪ পরগনা ৩০-৪০ কিমি/ঘণ্টা
দক্ষিণ ২৪ পরগনা ৩০-৪০ কিমি/ঘণ্টা
পূর্ব মেদিনীপুর ৩০-৪০ কিমি/ঘণ্টা
পশ্চিম মেদিনীপুর ৩০-৪০ কিমি/ঘণ্টা
ঝাড়গ্রাম ৩০-৪০ কিমি/ঘণ্টা
বাঁকুড়া ৩০-৪০ কিমি/ঘণ্টা
পুরুলিয়া ৩০-৪০ কিমি/ঘণ্টা
পূর্ব বর্ধমান ৩০-৪০ কিমি/ঘণ্টা
পশ্চিম বর্ধমান ৩০-৪০ কিমি/ঘণ্টা
বীরভূম ৩০-৪০ কিমি/ঘণ্টা
মুর্শিদাবাদ ৩০-৪০ কিমি/ঘণ্টা

উত্তরবঙ্গের আবহাওয়া: রোদের মাঝে সামান্য মেঘলা আকাশ

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল। আজ মঙ্গলবার (২৭ মে) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনভর রোদের দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পাহাড়ে যারা ঘুরতে গিয়েছেন, তাদের জন্য এই সময় একেবারেই উপযুক্ত বলা যায়।

অবশ্যই দেখবেন: অবশেষে BSNL-এ আসছে 5G! পরিষেবা শুরু কবে, আপনার শহর কি তালিকায় রয়েছে?

উত্তরবঙ্গের সম্ভাব্য তাপমাত্রা (২৭ মে)

  • সর্বোচ্চ তাপমাত্রা: ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াস
  • সর্বনিম্ন তাপমাত্রা: ২০-২২ ডিগ্রি সেলসিয়াস
জেলা ২৭ মে (আজ) ২৮ মে (আগামীকাল) বৃষ্টির সম্ভাবনা
দার্জিলিং মেঘমুক্ত মেঘমুক্ত
কালিম্পং পরিষ্কার পরিষ্কার
আলিপুরদুয়ার আংশিক মেঘলা মেঘমুক্ত
কোচবিহার পরিষ্কার পরিষ্কার
জলপাইগুড়ি মেঘমুক্ত মেঘমুক্ত
মালদা আংশিক মেঘলা পরিষ্কার
রায়গঞ্জ পরিষ্কার পরিষ্কার

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস (২৮ মে): দক্ষিণে বজায় থাকবে বৃষ্টি

আলিপুর আবহাওয়া (Weather Today) দফতরের মতে, আগামীকাল (২৮ মে) দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা একই রকম থাকবে। নিম্নচাপ বলয়ের প্রভাবে কালও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া চলবে। বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান জেলাগুলিতে আবহাওয়ার এই বৈরী রূপ বজায় থাকবে। উত্তরবঙ্গে তেমন কোনো দুর্যোগ নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কালও উত্তরবঙ্গের আকাশ প্রধানত মেঘমুক্ত থাকবে এবং আবহাওয়া থাকবে মনোরম।

অবশ্যই দেখবেন: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব! মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ৫ জেলা, আবহাওয়ার আপডেট

সতর্কবার্তা ও পরামর্শ

  • দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ ও কাল বজ্রঝড় ও দমকা হাওয়ার সময় বাড়ির ভিতর থাকা এবং খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
  • চাষিদের ক্ষেত্রেও সর্তকবার্তা জারি করা হয়েছে, বিশেষ করে যেসব জমিতে ধান রোপণের কাজ চলছে, সেখানে জল জমে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
  • শহরাঞ্চলে জল জমে যানজটের সম্ভাবনা থাকায় যাতায়াতে একটু বাড়তি সময় হাতে নিয়ে বের হতে অনুরোধ জানিয়েছে প্রশাসন।

মে মাসের শেষ সপ্তাহে আবহাওয়ায় এই পরিবর্তন মূলত প্রাক বর্ষার প্রভাব হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনই কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, ফলে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই সেরা সময়।

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More
Alipur Weather Department Cyclonic Circulation Heavy Rainfall IMD IMD Weather Indian Meteorological Department Kalbaisakhi Kolkata North Bengal North Bengal Weather Rain Rain Forecast Rain Prediction Rainfall alert Bengal May 2025 South Bengal South Bengal Weather Temperature Thunderstorm Weather Weather forecast Bengal today Weather Today Weather Update West Bengal West Bengal Weather আজকের আবহাওয়া রিপোর্ট আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট আজকের বৃষ্টি হবে কোথায় উত্তরবঙ্গের বৃষ্টি খবর কলকাতার বৃষ্টি পূর্বাভাস কালবৈশাখী আপডেট ২০২৫ ঘূর্ণাবর্ত আবহাওয়া আপডেট ঘূর্ণাবর্তের প্রভাব ঝড় বৃষ্টি পূর্বাভাস ২০২৫ দক্ষিণবঙ্গ আবহাওয়া পূর্বাভাস নিম্নচাপের কারণে ঝড় পশ্চিমবঙ্গ আবহাওয়া সতর্কতা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ বজ্রপাত সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বাংলা আবহাওয়ার খবর Published মৌসুমী অস্থিরতা পশ্চিমবঙ্গ