Weather Upate: বৃষ্টির দাপটে আবারও দুর্যোগের দুয়ারে হাজির হলো পশ্চিমবঙ্গ। তবে এবার সবচেয়ে বড় বিপদের মুখে পড়তে চলেছে উত্তরবঙ্গ। মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত—এই দুটি প্রাকৃতিক কারণে একযোগে প্রবল বৃষ্টির সম্ভাবনা (Weather Upate) তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে কোথাও জারি হয়েছে কমলা সতর্কতা, কোথাও লাল সতর্কতা। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গজুড়ে যে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে টানা বৃষ্টি চলছিল, সেই সিস্টেমটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছেড়ে সরে গেছে। এবার তার প্রভাব সরাসরি উত্তরবঙ্গের উপর পড়তে চলেছে, বলে সতর্ক করেছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।
আজ রবিবার থেকেই শুরু হতে পারে প্রবল বর্ষণ (Weather Upate)। বিশেষত পাহাড়ি ও নদীসংলগ্ন এলাকাগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর প্রভৃতি জেলাগুলিতে পাহাড় ধস বা নদীর জলস্তর বাড়ার মতো বিপদ তৈরি হতে পারে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হতে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ, রাজ্যে বৃষ্টির পালা শেষ হয়নি, বরং এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের (Weather Upate) আশঙ্কা তীব্র হচ্ছে। আবহাওয়ার দফতরের সতর্কতার দিকে নজর রেখে প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত, মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর একটি বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, এই মুহূর্তে পূর্ব বিহার, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে পাহাড়ি অঞ্চলে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) এখন উত্তর-পশ্চিম ভারতের ফিরোজপুর, অম্বালা থেকে পূর্বে বিহারের পূর্ণিয়া হয়ে পশ্চিমবঙ্গের বহরমপুরের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই জোড়া প্রাকৃতিক ব্যবস্থার মিলিত প্রভাবেই রাজ্যের বিভিন্ন অংশে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Upate) থাকায় প্রশাসনের তরফে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখতে এবং প্রয়োজনে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, জারি হল সতর্কতা
রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং দেখা দিতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Upate) তরফে প্রকাশিত বিশেষ বুলেটিন অনুযায়ী, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাগুলিতে। এই সমস্ত জেলায় ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি জানানো হয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, যার ফলে ছোটখাটো গাছপালা পড়ে যাওয়ার বা বৈদ্যুতিক খুঁটি নড়ে যাওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। সাধারণ মানুষকে সতর্ক থাকা এবং অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষিজীবীদের ক্ষেতের আশপাশে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে এই আবহাওয়ার প্রেক্ষিতে। এদিকে, দিনভর গরম ও আর্দ্রতা মিশ্রিত অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই এই বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
Special Bulletin-20: Enhanced rainfall activity over the districts of North Bengal. pic.twitter.com/JbdbcqTaTp
— IMD Kolkata (@ImdKolkata) August 2, 2025
উত্তরবঙ্গের আবহাওয়া: ছুটির দিনেই দুর্যোগের আশঙ্কা, জারি লাল সতর্কতা
দক্ষিণবঙ্গের পর এবার ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে চলেছে উত্তরবঙ্গ। রবিবার, ছুটির দিনেই জেলায় জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা (Weather Upate) থাকায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। যার ফলে ভূমিধস, জলমগ্নতা কিংবা নদীর জলস্তর বেড়ে যাওয়ার মতো বিপদের আশঙ্কা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর উত্তর দিনাজপুর জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির ফলে পাহাড়ি ও সংলগ্ন এলাকাগুলিতে থাকতে হবে বাড়তি সতর্কতা। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, এবং প্রয়োজনে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোতে এবং আবহাওয়ার আপডেটের (Weather Upate) দিকে নজর রাখতে।
অবশ্যই দেখবেন: টানা ৫ দিনের ছুটি! অগাস্টে রাজ্যের স্কুলগুলোতে জারি হল ছুটির নির্দেশিকা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |