বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! টানা তিনদিন দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, ভাসতে পারে একাধিক জেলা!

Weather Update: শুক্রবারের সকালটা যেন একেবারে অন্যরকম। সূর্য ওঠার আগেই আকাশ ঢাকা মেঘে, তার সঙ্গে টিপটিপ বৃষ্টি। কলকাতা শহরের রাস্তায় হাঁটলেই টের পাওয়া যাচ্ছে স্যাঁতসেঁতে ভাবটা। অফিসযাত্রীরা যেমন বিরক্ত, তেমনই ছোটো ছুটির আগে স্কুল পড়ুয়াদের মুখে মিশ্র প্রতিক্রিয়া। কেউ খুশি, কেউ আবার কাদা আর জল জমা রাস্তার ভয়ে চিন্তিত। একদিকে ...

Updated on:

Weather Update

Weather Update: শুক্রবারের সকালটা যেন একেবারে অন্যরকম। সূর্য ওঠার আগেই আকাশ ঢাকা মেঘে, তার সঙ্গে টিপটিপ বৃষ্টি। কলকাতা শহরের রাস্তায় হাঁটলেই টের পাওয়া যাচ্ছে স্যাঁতসেঁতে ভাবটা। অফিসযাত্রীরা যেমন বিরক্ত, তেমনই ছোটো ছুটির আগে স্কুল পড়ুয়াদের মুখে মিশ্র প্রতিক্রিয়া। কেউ খুশি, কেউ আবার কাদা আর জল জমা রাস্তার ভয়ে চিন্তিত। একদিকে গরম কমলেও, অন্যদিকে নিত্যযাত্রায় বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমনই বিড়ম্বনা।

আকাশে ঘন কালো মেঘ, বাড়ছে আশঙ্কা 

গোটা সপ্তাহটা অপেক্ষাকৃত শুষ্ক থাকার পর আচমকাই ফের আকাশ ভেঙে পড়ছে বৃষ্টি। একদিন আগেও হয়তো অনেকেই প্ল্যান করছিলেন উইকেন্ড কোথাও বেড়াতে যাওয়ার, কিন্তু আজকের সকালেই তাদের সেই পরিকল্পনায় বড়সড় ধাক্কা। সামাজিক মাধ্যমে সকালের আকাশ আর বৃষ্টির ছবি ভাইরাল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এখন শুধুই জানতে চাইছেন — ঠিক কতটা ভয়াবহ হবে এবারের বৃষ্টি (Weather Update)?

Weather Update
Weather Update

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত,  বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে 

আবহাওয়া দফতরের (IMD) তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরেই আজ, শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পুরো পরিস্থিতি পরিষ্কার নয়, তবে মেঘের অবস্থান দেখে আন্দাজ করা হচ্ছে, বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে সন্ধ্যার পর থেকে।

অবশ্যই দেখবেন: মাত্র ৮০ টাকায় মিলবে উন্নতমানের খাবার ও জল! জেনারেল কোচের যাত্রীদের জন্য IRCTC-র বড় চমক

আজ কোথায় কেমন বৃষ্টি হবে 

আজ শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া — প্রতিটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির (Moderate to Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টিও হতে পারে কিছু অঞ্চলে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ সন্ধ্যার পর থেকে এই বৃষ্টির প্রকোপ বাড়তে পারে এবং তা চলবে রবিবার পর্যন্ত (Weather Update)।

উত্তরবঙ্গেও সতর্কতা,  সপ্তাহান্ত জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

শুধু দক্ষিণবঙ্গ নয়, একই পরিস্থিতি দেখা যাবে উত্তরবঙ্গেও (North Bengal)। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার (Weather Alert) পরিবর্তন নজরে পড়বে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস (Weather Update)।

অবশ্যই দেখবেন: স্কচ, হুইস্কি ও ইলেকট্রিক গাড়ি হবে সস্তা! ঐতিহাসিক ভারত–ব্রিটেন বাণিজ্য চুক্তি বদলে দেবে বাজার

WhatsApp Icon