দক্ষিণে চার জেলায় ভারী বৃষ্টি, উত্তরে দুর্যোগের বার্তা! আবহাওয়া দফতরের সতর্কতা জারি

Weather Update: দুর্গাপুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে এবার পশ্চিমবঙ্গ যেন প্রকৃতির প্রবল রোষের মুখে। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলছে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। বহু জেলায় তৈরি হয়েছে ভয়াবহ বানভাসি পরিস্থিতি, বিপদসীমার ওপরে বইছে একাধিক নদী। গ্রাম থেকে শহরে আতঙ্কে ঘরছাড়া ...

Updated on:

Weather Update

Weather Update: দুর্গাপুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে এবার পশ্চিমবঙ্গ যেন প্রকৃতির প্রবল রোষের মুখে। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলছে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। বহু জেলায় তৈরি হয়েছে ভয়াবহ বানভাসি পরিস্থিতি, বিপদসীমার ওপরে বইছে একাধিক নদী। গ্রাম থেকে শহরে আতঙ্কে ঘরছাড়া অসংখ্য মানুষ। চারদিকে এখন একটাই প্রশ্ন—এই দুর্যোগ কতদিন চলবে? আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আপাতত গোটা রাজ্যেই বৃষ্টির প্রভাব অব্যাহত থাকবে।

Weather Update
Weather Update

শুক্রবারও জেলা জেলায় জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিচ্ছিন্নভাবে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ সমতলের তুলনায় বেশি থাকবে। তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update) নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিনের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

Weather Update
Weather Update

আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update) অনুযায়ী, আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। প্রতিটি জেলার জন্যই আলিপুর হাওয়া অফিস সতর্কতা জারি করেছে (Weather Update)

অবশ্যই দেখবেন: বৃহস্পতিবার বাতিল একাধিক ট্রেন! কোন কোন রুটে পরিষেবা বিঘ্নিত, দেখে নিন সম্পূর্ণ তালিকা

আগামীকালের আবহাওয়া

শনিবার দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রসহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সপ্তাহান্তে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে।

অবশ্যই দেখবেন: আগামী সপ্তাহেই বাংলায় প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে! কোথা থেকে কোথায় চলবে? জেনে নিন সব কিছু

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon