Ekchokho.com 🇮🇳

নিম্নচাপের ভ্রূকুটি! আবহাওয়ার (Weather Update) খবরে নতুন মোড়, কী অপেক্ষা করছে দক্ষিণবঙ্গে?

Bengal Weather Update : চৈত্রের শেষপ্রান্তে দাঁড়িয়ে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ (South Bengal) সহ গোটা বাংলার (West Bengal Weather)। সকাল গড়াতেই রোদের তেজ এতটাই বাড়ছে যে ঘর ছেড়ে বেরনো দায়। পথ চলতি মানুষ থেকে বাজার-হাটের বিক্রেতা, সকলে যেন একসুরে বলছেন, ‘কবে আসবে বৃষ্টি (Rain in Kolkata)?’ কারণ, গরমে প্রাণ ওষ্ঠাগত। ...

Updated on:

weather update of bengal on 10th april 2025

Bengal Weather Update : চৈত্রের শেষপ্রান্তে দাঁড়িয়ে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ (South Bengal) সহ গোটা বাংলার (West Bengal Weather)। সকাল গড়াতেই রোদের তেজ এতটাই বাড়ছে যে ঘর ছেড়ে বেরনো দায়। পথ চলতি মানুষ থেকে বাজার-হাটের বিক্রেতা, সকলে যেন একসুরে বলছেন, ‘কবে আসবে বৃষ্টি (Rain in Kolkata)?’ কারণ, গরমে প্রাণ ওষ্ঠাগত।

আশার আলো নিম্নচাপ (Low Pressure Brings Hope)

তবে আশার আলো দেখাচ্ছে আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস। অনেকের মনেই প্রশ্ন, এই গরমের (Heat Wave) শেষ কোথায়? আদৌ কি বৃষ্টি নামবে? এই আশঙ্কার মাঝেই হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের (Low Pressure Area) সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। ফলে বদল আসতে চলেছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Forecast) আকাশে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দক্ষিণবঙ্গের জেলায় ঝড়-বৃষ্টি (Rain and Thunderstorm in South Bengal)

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের (South Bengal Districts) একাধিক জেলায় (Districts of Bengal) বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা রয়েছে। কলকাতা (Kolkata Weather), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia) এবং বীরভূম (Birbhum) জেলায় হতে পারে এই ঝড়বৃষ্টি। কোথাও কোথাও ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া (Strong Wind) বইতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গেও মিলবে স্বস্তি (Rain Relief in North Bengal)

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার (Alipurduar), জলপাইগুড়ি (Jalpaiguri) সহ বিভিন্ন জেলায় আগামী ৪-৫ দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Moderate Rainfall) হতে পারে। পাহাড়ি জেলাগুলিতে (Hilly Districts) ধসের (Landslide) আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

Read More: Today’s Weather Update: আর কিছুক্ষণের অপেক্ষা! মিলবে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ভিজবে বাংলার ৯ জেলা! জানুন বিস্তারিত

 সতর্কবার্তা (Weather Alert Today)

আবহাওয়া দফতরের (IMD Weather Warning) তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন বজ্রঝড়ের (Thunderstorm Alert) সময় খোলা জায়গা বা গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকতে হবে। কৃষকদের (Farmers Alert) দ্রুত জমির কাজ শেষ করার পরামর্শও দেওয়া হয়েছে। তবে এই নিম্নচাপ (Low Pressure Impact) আংশিক স্বস্তি আনলেও, দুর্যোগের (Weather Disaster) জন্য প্রস্তুত থাকতে হবে গোটা রাজ্যকে। আবহাওয়ার (Weather Forecast) আপডেটের দিকে নজর রাখা ছাড়া উপায় নেই।