উত্তর ও দক্ষিণবঙ্গ দুইই কাঁপছে দুর্যোগে! বৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো হাওয়া – কতদিন চলবে তাণ্ডব?

Weather Update: বছরের এই সময়টা  অর্থাৎ শ্রাবণের আকাশ মানেই কখনও মেঘ, কখনও বৃষ্টি, আবার কখনও কড়া রোদ। অফিস যেতে যেতেই কেউ ছাতা ভেজান, কেউ আবার হঠাৎ ভিজে যেতে যেতে হাসেনও। কিন্তু প্রশ্ন হল, এই বৃষ্টির খেলায় আদৌ কি কোনও ছন্দ আছে? নাকি এবার বর্ষা যেন একটু বেশিই বিক্ষিপ্ত হয়ে উঠেছে? ...

Updated on:

Weather Update

Weather Update: বছরের এই সময়টা  অর্থাৎ শ্রাবণের আকাশ মানেই কখনও মেঘ, কখনও বৃষ্টি, আবার কখনও কড়া রোদ। অফিস যেতে যেতেই কেউ ছাতা ভেজান, কেউ আবার হঠাৎ ভিজে যেতে যেতে হাসেনও। কিন্তু প্রশ্ন হল, এই বৃষ্টির খেলায় আদৌ কি কোনও ছন্দ আছে? নাকি এবার বর্ষা যেন একটু বেশিই বিক্ষিপ্ত হয়ে উঠেছে?

Weather Update
Weather Update

সাপ্তাহিক ছুটির প্ল্যান বানানোর আগে ভাবুন 

বাজার করতে বেরোবেন? নাকি পরিবার নিয়ে কাছেপিঠে একটু ঘুরতে? তবে বেরোনোর আগে এই সপ্তাহের আবহাওয়া সংক্রান্ত আপডেট একবার দেখে নেওয়াই ভাল। কারণ একাধিক জেলায় সপ্তাহজুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির সতর্কতা। আর শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে কোথাও কোথাও। ফলে যারা রাস্তায় বেরোবেন, তাঁদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Weather Update
Weather Update

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস 

এই সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Department)। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবারের পর দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা কিছুটা কমবে।

Weather Update
Weather Update

উত্তরবঙ্গে জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গের জন্য খবরটা কিছুটা বেশি চিন্তার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট শুরু হয়েছে। বৃহস্পতিবারের পর দিনাজপুর ও মালদহেও ভারী বর্ষণের সম্ভাবনা। পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা যেমন রয়েছে, তেমনই নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Weather Update
Weather Update Bengal Today

কলকাতার কী পরিস্থিতি? 

তবে আপাতত কলকাতাবাসীদের জন্য বড় কোনও আতঙ্ক নেই। বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে এই দু’দিন ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে শহরে। ফলে ছাতা বা রেইনকোট নিয়ে বেরোনোই বুদ্ধিমানের কাজ। সপ্তাহ শেষে কলকাতায় আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অবশ্যই দেখবেন: মা তারার আশীর্বাদে জীবন বদলে যাবে ৪ রাশির জাতকদের! আজকের রাশিফল, ৫ আগস্ট

WhatsApp Icon