কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে প্রবল বৃষ্টি, আবহাওয়ার সতর্কতা জারি ৬ জেলায়

Weather Update: একাধিক জেলায় ঘন আঁধার ঘনাবে বৃহস্পতিবার সকালে। বিশ্বকর্মা পূজোর পরেও রেহাই নেই দুর্যোগের হাত থেকে। তবে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হল উত্তরবঙ্গে জেলাতে। সম্ভাবনা রয়েছে, সকালেই জেলায় জেলায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের,এই দিন। আবহাওয়া অফিস আগেভাগেই সর্তকতা জারি করেছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোর ছ’টার পর কয়েক ঘন্টায় জলপাইগুড়ি ...

Updated on:

Weather Update

Weather Update: একাধিক জেলায় ঘন আঁধার ঘনাবে বৃহস্পতিবার সকালে। বিশ্বকর্মা পূজোর পরেও রেহাই নেই দুর্যোগের হাত থেকে। তবে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হল উত্তরবঙ্গে জেলাতে। সম্ভাবনা রয়েছে, সকালেই জেলায় জেলায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের,এই দিন। আবহাওয়া অফিস আগেভাগেই সর্তকতা জারি করেছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোর ছ’টার পর কয়েক ঘন্টায় জলপাইগুড়ি কালিংপং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ পূর্বাভাস রয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে এই জেলাগুলিতে। এই জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে সেই সঙ্গে তুমুল বৃষ্টিপাতও হবে ।

আজকের তাপমাত্রা

২৭.৭ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গতকালই। মূলত আজ শহরে আকাশ থাকবে মেঘলা। তবে সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের।

তুমুল বৃষ্টি-পাতের কারণ

পূর্ব বিহারের উপরে যে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত ছিল বর্তমানে তা পূর্ব ঝাড়খণ্ডের উপরে রয়েছে, হাওয়া অফিস সূত্রে খবর অনুযায়ী। আবার অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে পূর্ব ঝাড়খন্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত। এই দুই এর প্রভাবে ফলেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। মূলত এর জেরেই বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।

আজ এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে

আজ অর্থাৎ বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।

আগামী শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালিকা থেকে বাজারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, বীরভূম, নদীয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। হলুদ সর্তকতা জারি হয়েছে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলার বৃষ্টির দাপট কমবে আগামী রবিবার ও সোমবার। এই দুদিন হালকা বৃষ্টি হতে পারে সব জেলায়। তবে আপাতত কোন সতর্কতা জারি হয়নি।

আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বভাস হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই জেলায়। তবে ইতিমধ্যেই হলুদ সর্তকতা জারি হয়েছে এই জেলাগুলোতে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের পাখি জেলাগুলিতে। হলুদ সতর্কতা জারি রয়েছে।শুধুমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার। সঙ্গে থাকছে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। হলুদ সতর্কতাও জারি হয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে আগামী শনিবার। তবে সেই দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সব জেলায়। দাঁড়িয়ে হয়েছে হলুদ সর্তকতাও। তবে উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী রবিবার ও সোমবারে। কোন সতর্কতা জারি হয়নি।

অবশ্যই দেখবেন: ব্যাঙ্ক থেকে সরকারি প্রকল্প! মাত্র আধার কার্ডেই মিলবে এই ৫ দারুণ সুযোগ

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon