Ekchokho.com 🇮🇳

Weather Update : আবার তাণ্ডব আবহাওয়ার! আজ থেকেই ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা

Weather Update (Kolkata) : সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালেই একরাশ ধূসর মেঘ চোখে পড়ছে। রোদের দেখা নেই, বরং মনে হচ্ছে আকাশ বুঝি ঝরতে প্রস্তুত। এমন পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি, বরং গত কিছুদিন ধরেই রাজ্য জুড়ে আবহাওয়ার এক অদ্ভুত বৈচিত্র্য দেখা দিচ্ছে। কোথাও কড়া রোদ, তো কোথাও আচমকা ঝড়–বৃষ্টি। ...

Published on:

Weather Update : আবার তাণ্ডব আবহাওয়ার! আজ থেকেই ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা

Weather Update (Kolkata) : সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালেই একরাশ ধূসর মেঘ চোখে পড়ছে। রোদের দেখা নেই, বরং মনে হচ্ছে আকাশ বুঝি ঝরতে প্রস্তুত। এমন পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি, বরং গত কিছুদিন ধরেই রাজ্য জুড়ে আবহাওয়ার এক অদ্ভুত বৈচিত্র্য দেখা দিচ্ছে। কোথাও কড়া রোদ, তো কোথাও আচমকা ঝড়–বৃষ্টি। ফলে সাধারণ মানুষ যেমন অস্বস্তিতে, তেমনি চিন্তিত কৃষক সমাজও।

স্কুল-কলেজ বা অফিসগামীদের জন্য এই বৃষ্টি একপ্রকার দুর্বিষহ পরিস্থিতি তৈরি করছে। ট্রাফিক জ্যাম, কাদামাখা রাস্তাঘাট আর যানজটের ছবি এখন নিত্যদিনের সঙ্গী। অনেক এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ার কারণে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে, সঙ্গে সর্দি-কাশি-জ্বরে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তাই প্রশ্ন উঠছে—আবার কি বড়সড় দুর্যোগের মুখে বাংলা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Read More: তীব্র গরমে সরকারের বড় ঘোষণা! পুরনো AC দিলেই মিলবে ৫-স্টার নতুন AC, থাকছে বিশাল ছাড় ও বিদ্যুৎ বিলে রিবেট!

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে জানানো হয়েছে, সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া সহ মাঝারি বৃষ্টি (Moderate Rain with Wind) হতে পারে। এসব জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। কলকাতা সহ অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা (Rain Warning in North Bengal)

শুধু দক্ষিণবঙ্গ নয়, সোমবার উত্তরবঙ্গের (North Bengal) প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Warning)। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া (Gusty Wind) বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতি বন্যা ও ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related: ঈশ্বরের ইঙ্গিত? দিঘায় সমুদ্রে ভেসে এল জগন্নাথ মূর্তি! বিসর্জনের পেছনের গল্প শুনলে অবাক হবেন!

মঙ্গলবার আরও তীব্র হবে দুর্যোগ (Severe Weather on Tuesday)

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে দুর্যোগ আরও তীব্র হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস (Thunderstorm with Heavy Rain) রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেও ঝেঁপে বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার (Strong Wind) সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দুই দিন রাজ্য জুড়ে মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।