আনামিকা সেন, কলকাতা: বাংলার আকাশ আজ রীতিমতো রুদ্ররূপে ধরা দিচ্ছে। গ্রীষ্মের দাবদাহকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঘন মেঘে ঢেকে গিয়েছে আকাশ। হাওয়ার দাপটে কেঁপে উঠছে গাছপালা। সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টি। সকাল হতেই একটানা মেঘলা আবহাওয়া আর বিকেলের দিকে আরও বৃষ্টির সম্ভাবনা। আজকের আবহাওয়া (Weather Update Today) খবর বলছে, রাজ্যের বেশিরভাগ অংশেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের উৎস কোথায়? কী বলছে হাওয়া অফিস? Where is the source of the low pressure? What does the weather office say?
হাওয়া অফিসের (IMD Kolkata) তরফ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা (Low Pressure Trough) বিস্তার লাভ করেছে। এটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে।
এই অক্ষরেখার ফলে সাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে ধাবিত হচ্ছে। যার ফলস্বরূপ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আজ শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: কালবৈশাখীর দাপট South Bengal weather: Kalbaisakhi dominates
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত যেসব জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল:
জেলা | আবহাওয়ার পরিস্থিতি |
---|---|
পূর্ব মেদিনীপুর | কালবৈশাখী, হালকা থেকে মাঝারি বৃষ্টি |
পশ্চিম মেদিনীপুর | ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া (৫০-৬০ কিমি/ঘণ্টা) |
হুগলি | বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি |
ঝাড়গ্রাম | মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা |
দক্ষিণ ২৪ পরগনা | কালবৈশাখী সতর্কতা |
হাওড়া | বিকেলে দমকা হাওয়া সহ বৃষ্টি |
পূর্ব বর্ধমান | বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি |
কলকাতা | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বিকেল |
দক্ষিণবঙ্গের সর্বত্র আজ বিকেলের দিকে কালবৈশাখীর প্রভাব পড়বে। ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই হাওয়া অফিসের পরামর্শ, অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়াই ভালো।
কলকাতার আবহাওয়ার আপডেট: Kolkata Weather Update
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা শহর বৃষ্টির দখলে। এর ফলে শহরের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আজ সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমি স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে। আজ বিকেল থেকে কলকাতায় ফের বৃষ্টি শুরু হবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া (৫০-৬০ কিমি/ঘণ্টা)। তাপমাত্রা আগামী মঙ্গলবার পর্যন্ত একইভাবে থাকবে। তবে বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া: North Bengal Weather Update
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত নিচের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে:
- দার্জিলিং
- কালিম্পং
- জলপাইগুড়ি
- মালদা
- উত্তর দিনাজপুর
- দক্ষিণ দিনাজপুর
এই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাপমাত্রার হেরফের খুব একটা হবে না সোমবার পর্যন্ত। তবে রাত্রের দিকে ঠান্ডা ভাব টের পাওয়া যাবে।
সতর্কবার্তা ও করণীয়
হাওয়া অফিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে:
- বজ্রবিদ্যুৎ চলাকালীন খোলা জায়গায় না থাকুন
- গাছ বা খুঁটির নিচে দাঁড়াবেন না
- দরজা-জানলা বন্ধ রেখে ঘরে থাকুন
- জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না
- ছাতা বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এড়িয়ে চলুন
বৃষ্টি প্রেমীদের জন্য সুখবর হলেও, আজকের বৃষ্টি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। তবে দাবদাহ থেকে স্বস্তি মিলবে নিশ্চিত। আগামী কয়েকদিন পর্যন্ত ঘন মেঘ, দমকা হাওয়া ও বৃষ্টি বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
অবশ্যই দেখবেন: Kalbaisakhi Weather Forecast: ৯ জেলায় ধেয়ে আসছে রুদ্র কালবৈশাখী! ঘন্টায় ৬০ কিমি হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তাণ্ডব শুরু!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |