২৫ হাজার টাকা পাবেন বিয়ের আগে! রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলাপ ও আবেদন পদ্ধতি জেনে নিন

কলকাতা: রাজ্যের মানুষদের সুবিধার কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) একের পর এক নতুন স্কিম নিয়ে আসছে। বিশেষ করে রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখে নতুন নতুন স্কিম চালু হচ্ছে। ইতিমধ্যেই রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গের নারীদের জন্য। রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) তার মধ্যে ...

Updated on:

Rupashree Prakalpa

কলকাতা: রাজ্যের মানুষদের সুবিধার কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) একের পর এক নতুন স্কিম নিয়ে আসছে। বিশেষ করে রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখে নতুন নতুন স্কিম চালু হচ্ছে। ইতিমধ্যেই রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গের নারীদের জন্য। রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) তার মধ্যে অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের বিয়ে ও প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্য করে থাকে। তবে সম্প্রতি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও বিভিন্ন নিয়ম কানুন কিছুটা পরিবর্তন হয়েছে। আজকের প্রতিবেদন আপনাদের বিস্তারিত জানাবো সেই সম্পর্কে।

গ্রাম ও মফস্বলে এখনও অনেক মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তাদের বাবা-মাদের ধার দেনা পর্যন্ত করতে হয়। প্রত্যন্ত গ্রামে এখনো কন্যার বয়স ১৮ হলেই কন্যাদায়গ্রস্থ পিতা মেয়ের বিয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প-এর মাধ্যমে মেয়ের বিয়ের জন্য ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা করে। যদি আপনারও মেয়ের বিয়ের পরিকল্পনা থাকে তাহলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন রূপশ্রী প্রকল্পের আবেদনের সঠিক নিয়ম।

রূপশ্রী প্রকল্প নিয়ম:

রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বর্তমানে ১৮ বছরের উর্ধ্বে যে কোন মেয়ের বিয়ের জন্য এই টাকা দেওয়া হয় সরকারের তরফে। রূপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa) শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা বিবাহযোগ্যা মহিলারাই আবেদন জানাতে পারবেন। তবে তার জন্য মানতে হয় বেশ কিছু শর্তাবলী। জেনে নিন সেগুলি।

প্রয়োজনীয় নথি:

১. রূপশ্রী প্রকল্পে আবেদনকারীর বয়স হতে হবে অন্ততপক্ষে ১৮ বছর বা তার বেশি।

২.কোন বিবাহিত মহিলা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।

৩.আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ বা তার কম হতে হবে।

৪.রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য আবেদনকারীর প্রস্তাবিত পাত্রের বয়স ন্যূনতম ২১ বছর হওয়া আবশ্যক।

৫.আবেদনকারীর অবশ্যই নিজস্ব নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে।

রূপশ্রী প্রকল্প ডকুমেন্ট :

আবেদনকারীর যে বিবাহ হয়নি তার প্রমাণ পত্র, পাত্রী এবং পাত্র উভয়ের বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা জন্মের সার্টিফিকেট বাসস্থানের প্রমাণ পত্র, পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র, আবেদনকারীর নিজস্ব নামের ব্যাংক একাউন্ট ডিটেলস, পাত্র ও পাত্রী উভয়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি।

রুপশ্রী প্রকল্পে আবেদনের নিয়ম:

বর্তমানে রূপশ্রী প্রকল্পের আবেদন পত্র অফলাইন মাধ্যমে পূরণ করে জমা করতে হয়। আবেদন পত্রটি আবেদনকারীর ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO Office), মিউনিসিপাল এলাকার সাব-ডিভিশনাল অফিস (SDO Office) বা কর্পোরেশন এলাকার কমিশনের অফিসে পাওয়া যাবে। এছাড়াও পাশাপাশি বড় অফিস বা ওয়ার্ড অফিস থেকেও আবেদনকারীরা আবেদন পত্রটি সংগ্রহ করে নিতে পারেন। তারপর ফর্মটি সঠিক তথ্যের সাথে সেটি পূরণ করে প্রস্তাবিত বিয়ের তারিখের ৩০ থেকে ৬০ দিন আগে উপযুক্ত নথি সহ জমা করতে হবে। এছাড়াও আবেদনকারীরা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করে প্রিন্ট বার করে নিতে পারেন।

অবশ্যই দেখবেন: কত খরচ হয় মোদীর বিদেশ সফরে? কেন্দ্রীয় তথ্য জানলে চোখ কপালে উঠবে!

 

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon