West Bengal Weather : বছরের এই সময়টায় গরমে নাজেহাল অবস্থা সবারই। রোজ সকালে ঘাম আর রোদের সঙ্গে যুদ্ধ করেই দিন শুরু হয়। কিন্তু হঠাৎ যদি দুপুরে আকাশ কালো করে আসে আর ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তা যেন প্রকৃতির আশীর্বাদ বলে মনে হয়। তবে এই বৃষ্টি শুধু স্বস্তি আনে না, নিয়ে আসে রাস্তায় জলজট, ট্র্যাফিক ও জনজীবনে ব্যাঘাতও।
আবহাওয়ার ভোলবদল! কবে, কোথায়, কী হতে পারে? (west bengal weather Forecast)
এই মুহূর্তে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা শুনেই অনেকেই ভাবছেন ছুটির দিনে কী হবে প্ল্যান? যাঁরা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের মধ্যে বেশ দুশ্চিন্তা তৈরি হয়েছে। আবার কৃষকরাও চিন্তিত—বৃষ্টির কারণে চাষের কী হবে? আবহাওয়ার এমন পরিবর্তনে প্রতিদিনকার জীবনযাত্রা যেমন বদলাচ্ছে, তেমনই আগাম প্রস্তুতিও নিতে হচ্ছে সকলকে।
সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা! কিন্তু কোন জেলাগুলিতে? (West Bengal Rain Alert in Seven Districts)
আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাজ্যের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলায় এই বৃষ্টির প্রভাব পড়বে, তা এখনও অনেকেই জানেন না। দিনভর গরমের পর এই সম্ভাব্য বৃষ্টির খবরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মানুষ। তবে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শও দিচ্ছে আবহাওয়া দপ্তর।
Related: কেদারনাথ ধামের দরজা খুলতেই ভক্তদের ঢল! জানুন আপনি কীভাবে যাবেন? জেনে নিন
দার্জিলিং থেকে বর্ধমান, কোন এলাকায় কতটা প্রভাব? (District Wise Rainfall Alert)
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East and West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura) ও পশ্চিম বর্ধমান (West Bardhaman)—এই সাত জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া (Wind) বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Thunderstorm with Rain) আছে বলে জানানো হয়েছে। এমনকি কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা।
কলকাতা ও উত্তরবঙ্গে পরিস্থিতি কেমন থাকবে? (Kolkata & North Bengal Weather Update)
কলকাতায় (Kolkata) শনিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়াতেই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল দিনের সর্বোচ্চ ছিল ৩২ ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), মালদহ (Malda), দিনাজপুর (Dinajpur) জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবারও কিছু জেলায় বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Read More: Old 5 Rupee Note: পুরোনো ৫ টাকার নোট রয়েছে? তবে আপনিও হতে পারেন কোটিপতি! জানুন বিস্তারিত
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |