Weather Today: বর্ষাকাল এলেই বাংলার ঘরোয়া আড্ডার মধ্যমণি হয়ে ওঠে বৃষ্টি। একদিকে যেমন চায়ের কাপ হাতে বৃষ্টির ছন্দ উপভোগ করা যায়, তেমনই অন্যদিকে জলমগ্ন রাস্তায় নাকাল হয় সাধারণ মানুষ। শহরের অলিগলি তো বটেই, মফস্বলের চেহারাও বদলে যায়। বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি যেন আমজনতার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। কখনও বজ্রপাত, কখনও বিক্ষিপ্ত বৃষ্টি আবার কখনও অঝোর ধারা—কোথাও স্বস্তি, কোথাও অসুবিধা। এর মাঝেই প্রশ্ন—এই দুর্যোগ কি এখানেই থামবে (Weather Today)?

আকাশ কালো, মেঘ ভারী, দুশ্চিন্তা বাড়াচ্ছে নতুন সংকেত
ভোরবেলা চোখ খুলতেই দেখা যাচ্ছে কালো আকাশ, ভারী মেঘ। কর্মব্যস্ত দিনে রোদ্দুরের দেখা নেই, উলটে প্রতিটি সকাল শুরু হচ্ছে ঝিরঝিরে কিংবা ঝেঁপে বৃষ্টি দিয়ে। বাসে, ট্রেনে যাত্রা যেন প্রতিদিনকার যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক তখনই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর বলছে, এই ঘূর্ণাবর্তের জেরে আরও বাড়বে দুর্যোগের সম্ভাবনা (Weather Today)।
ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় দুর্যোগের ইঙ্গিত
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর (Northwest Bay of Bengal) এবং সংলগ্ন গাঙ্গেয় উপকূলে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। এছাড়াও, একটি মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) বিকানের, সীকর, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বাংলাদেশ জুড়ে অবস্থান করছে। এই দুইয়ের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুটো অঞ্চলেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজকের দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
বৃহস্পতিবার ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে (Birbhum, Murshidabad, East & West Bardhaman) বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া, নদীয়া সহ অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া (Strong Wind) বইবে বলেই পূর্বাভাস। জল জমে যাওয়া, ট্রাফিক জ্যাম, অফিস টাইমে ভোগান্তির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা।
উত্তরবঙ্গের পরিস্থিতি এবং আগামীকাল অর্থাৎ শুক্রবারের পূর্বাভাস
উত্তরবঙ্গে আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টি (Heavy Rainfall in North Bengal) চলবে মালদা, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলায়। দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার আরও দুর্যোগের বার্তা দিচ্ছে হাওয়া অফিস (Weather Today)। মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তুলনায় বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, নদীয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
অবশ্যই দেখবেন: লক্ষ্মীদেবীর কৃপায় আজ ভাগ্য বদলাবে এই ৩ রাশির, আজকের রাশিফল, ৩১ জুলাই
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |