Lizard Falling: টিকটিকি পড়লে কী হয়? শরীরে টিকটিকি পড়ার জ্যোতিষ ব্যাখ্যা ও শুভ লক্ষণ জানুন

Lizard Falling: টিকটিকি দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কারও শরীরে যদি হঠাৎ টিকটিকি পড়ে যায়, তাহলে সেটা কেবল ভয় পাওয়ার কারণ নয়—বরং হতে পারে একটি ‍শুভ সংকেত। হ্যাঁ, শরীরে টিকটিকি পড়ার জ্যোতিষশাস্ত্রে গভীর তাৎপর্য রয়েছে। অনেকেই জানেন না, শরীরের নির্দিষ্ট অংশে টিকটিকি পড়া আয়ু বৃদ্ধি, সম্পদ লাভ, শত্রু নিধন ও ...

Updated on:

Lizard Falling

Lizard Falling: টিকটিকি দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কারও শরীরে যদি হঠাৎ টিকটিকি পড়ে যায়, তাহলে সেটা কেবল ভয় পাওয়ার কারণ নয়—বরং হতে পারে একটি ‍শুভ সংকেত। হ্যাঁ, শরীরে টিকটিকি পড়ার জ্যোতিষশাস্ত্রে গভীর তাৎপর্য রয়েছে। অনেকেই জানেন না, শরীরের নির্দিষ্ট অংশে টিকটিকি পড়া আয়ু বৃদ্ধি, সম্পদ লাভ, শত্রু নিধন ও সাফল্যের ইঙ্গিত দিতে পারে।

Lizard Falling
Lizard Falling

টিকটিকি পড়ার (Lizard Falling) জ্যোতিষ ব্যাখ্যা – কোন অংশে টিকটিকি পড়লে কী হয়?

ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারি, শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান, জানিয়েছেন শরীরের কোন অংশে টিকটিকি পড়া শুভ ও অশুভ কোনটি।

Lizard Falling
Lizard Falling

পুরুষদের ক্ষেত্রে:

  • ডান দিকে টিকটিকি পড়া শুভ

মহিলাদের ক্ষেত্রে:

  • বাম দিকে টিকটিকি পড়া শুভ

শরীরের কোন অংশে টিকটিকি পড়লে কী হয়?

টিকটিকি পড়ার স্থান অর্থ বা ফলাফল
মাথা পদোন্নতি, সরকারের কাছ থেকে উপকৃত হওয়া
ডান কান আয়ু বৃদ্ধি, দীর্ঘজীবী হওয়া
বাম কান অর্থ ও সম্পদ লাভ
চোখ আকস্মিক অর্থপ্রাপ্তি
কাঁধ শত্রুদের বিরুদ্ধে বিজয়
বুকে আটকে থাকা অর্থ ফেরত
ডান বাহু রাজসুখ বা বিলাসবহুল জীবন
মুখ মিষ্টি খাবার পাওয়ার যোগ
কোমর ঘোড়া বা হাতিতে চড়ার সৌভাগ্য
উরু সুখ ও সফলতার ইঙ্গিত
নাক বড় অর্থপ্রাপ্তি
হাত বস্ত্র লাভ বা পোশাক সংক্রান্ত লাভ

টিকটিকি পড়লে কী করবেন?

টিকটিকি পড়লে অযথা ভয় পাবেন না। বরং শরীরের কোন অংশে পড়ছে, তা খেয়াল করুন। কারণ এটি হতে পারে ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত।

আরও পড়ুন: Madhyamik and HS Exam: সব খাতা বাতিল! ফের পরীক্ষা? মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে নয়া আতঙ্ক, কী বলছে বোর্ড?

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon