Longest Nonstop Train: ভারতীয় রেল হলো ভারতীয় যাতায়াত ব্যবস্থার প্রাণ ভোমরা। প্রতিদিন গোটা দেশে লক্ষ লক্ষ লোক এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে। সঙ্গ দিচ্ছে হাজার হাজার এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন। একাধিক হাইস্পিড ট্রেন যথা বন্দে ভারত, তেজস থেকে শুরু করে রয়েছে শতাব্দীর মত প্রিমিয়াম ট্রেনও। তবে আজকের আলোচনার বিষয় দেশের দীর্ঘতম বিরামহীন যাত্রা করা ট্রেন (Longest Nonstop Train) সম্পর্কে। যা ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে কোনো স্টেশনে না দাঁড়িয়েই। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। এরকম ট্রেন যে রয়েছে ভারতীয় রেলের ঝুলিতে অনেকেই হয়তো জানেন না। তাঁদের জন্য বিশদে আলোচনা করা হলো।
বিরামহীন ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে এই বিশেষ ট্রেনটি (Longest Nonstop Train)
বিরতি না নিয়েই চলে ৫০০ কিলোমিটার। এটাই ভারতের দীর্ঘতম বিরামহীন ট্রেন (Longest Nonstop Train)। রাজধানী, বন্দে ভারত, শতাব্দী বা তেজস নয় বরং এক্ষেত্রে রয়েছে নতুন একটি নাম। সারা ভারতের কোনায় কোনায় প্রতিদিন ১৩,০০০ এর বেশি ট্রেন চলাচল করে। এক্ষেত্রে একেকটি ট্রেনের স্পিড একেক রকম হয়ে থাকে। তবে আজ এমন একটি ট্রেন নিয়ে আলোচনা করব যেটি বিরতিহীন ভাবে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে (Longest Nonstop Train)। ভারতের দীর্ঘতম বিরতিহীন পথ অতিক্রম করা ট্রেনটি (Longest Nonstop Train) হলো মুম্বই সেন্ট্রাল হাপা দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটি কোনো বিরতি ছাড়াই ৪৯৩ কিলোমিটার পথ একটানা ভ্রমণ করে।
ভারতের দীর্ঘতম বিরামহীন পথ অতিক্রম করা এই ট্রেনটির (Longest Nonstop Train) রুট:
এই বিশেষ যাত্রার ট্রেনটি মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত ৫ ঘণ্টা ৫০ মিনিট সময়ে পৌঁছয়। এক্ষেত্রে অবাক করা আরেকটি তথ্য হলো ট্রেনটি মুম্বই থেকে হাপা পর্যন্ত পথ অতিক্রম করতে মাঝে মাত্র তিনটি স্টেশনে দাঁড়ায়। মুম্বই স্টেশন থেকে রাত ১১ টায় ছেড়ে গিয়ে একবারে ৪৯৩ কিলোমিটার পথ অতিক্রম করে ভোর ৪ টা বেজে ৫০ মিনিটে আহমেদাবাদে পৌঁছয়। এরপর হাপায় গিয়ে পৌঁছয়।
বলে রাখা ভালো যে এর আগে এই দীর্ঘতম বিরামহীন ট্রেনের (Longest Nonstop Train) খেতাব ছিল ত্রিভান্দ্রম নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের। এটি দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে পৌঁছে যেতো কেরালার রাজধানী ত্রিভান্দ্রমে। ট্রেনটি প্রায় ২,৮৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতো প্রায় ৪২ ঘণ্টা সময়ে। এর আগে এই ট্রেনটি রাজস্থানের কোটা থেকে গুজরাটের ভাদোদরা পর্যন্ত ৫২৮ কিলোমিটার পথ বিরতিহীন যাত্রা (Longest Nonstop Train) করতো। এর পরে মধ্যপ্রদেশের রতলোমে একটি স্টপেজ চালু হলে এর সেই খেতাব হাতছাড়া হয়।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |