মাত্র মাধ্যমিক পাশেই মিলবে ভারতীয় বায়ুসেনায় চাকরি! ১৫৩টি শূন্যপদে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া! জানুন বিস্তারিত।

আজকের দিনে চাকরি পাওয়াটা যেন এক কঠিন লড়াই। বহু শিক্ষিত যুবক-যুবতী প্রতিদিন সরকারি চাকরির (Government Job) খোঁজে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়ান, আবেদন করেন অসংখ্য চাকরিতে। কিন্তু তবুও অধিকাংশের হাতে থাকে শুধুই হতাশা। বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে এখনও স্থায়ী কোনো চাকরি পাননি, তাঁদের জন্য ভবিষ্যৎ যেন আরও ...

Updated on:

মাত্র মাধ্যমিক পাশেই মিলবে ভারতীয় বায়ুসেনায় চাকরি! ১৫৩টি শূন্যপদে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া! জানুন বিস্তারিত।

আজকের দিনে চাকরি পাওয়াটা যেন এক কঠিন লড়াই। বহু শিক্ষিত যুবক-যুবতী প্রতিদিন সরকারি চাকরির (Government Job) খোঁজে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়ান, আবেদন করেন অসংখ্য চাকরিতে। কিন্তু তবুও অধিকাংশের হাতে থাকে শুধুই হতাশা। বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে এখনও স্থায়ী কোনো চাকরি পাননি, তাঁদের জন্য ভবিষ্যৎ যেন আরও অনিশ্চিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Read More: খুশির খবর! এবার বাচ্চাদেরও হবে নিজস্ব PAN কার্ড, কীভাবে করবেন আবেদন?

অল্প শিক্ষাগত যোগ্যতায় যদি মিলতো সরকারি চাকরি, তবে সমাজের বহু মানুষ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতেন। তবে এবার সেই স্বপ্ন যেন বাস্তবে রূপ নিতে চলেছে। কারণ এমন এক নিয়োগ এসেছে যেখানে মাধ্যমিক পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) মতো সম্মানজনক একটি দপ্তরে কাজ করার সুযোগও মিলবে। কিন্তু কী সেই পদ? কতগুলো শূন্যপদ রয়েছে? আর কীভাবে আবেদন করবেন?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতীয় বায়ুসেনায় গ্রুপ সি পদে নিয়োগ (Indian Air Force Group C Recruitment 2025)

২০২৫ সালের জন্য ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) থেকে গ্রুপ সি পদে ১৫৩টি শূন্যপদের (153 Vacancies) বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা আইটিআই পাশ করলেই। নিয়োগ হবে বিভিন্ন পদে—যার মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk), মাল্টি টাস্কিং স্টাফ (MTS), স্টোর কিপার (Store Keeper), কুক (Cook), হাউসকিপিং স্টাফ (Housekeeping Staff) প্রভৃতি। প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে কোটিপতি! SIP-এর হাত ধরে কি স্বপ্নপূরণ সম্ভব?

বয়স, বেতন ও নিয়োগ প্রক্রিয়া (Age Limit, Salary & Selection Process)

এই নিয়োগের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (Age Limit 18–25 years)। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে। বেতন কাঠামো (Pay Scale) শুরু হবে ₹১৮,০০০ থেকে এবং পদের উপর ভিত্তি করে সর্বোচ্চ ₹৮১,১০০ পর্যন্ত পৌঁছাতে পারে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে লিখিত পরীক্ষা (Written Test), স্কিল টেস্ট (Skill Test) এবং ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)।

আবেদনের নিয়ম ও শেষ তারিখ  (Application Process & Deadline)

এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনে (Offline Application) হবে। আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করতে হবে। আবেদনের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হল ৮ জুন, ২০২৫ (Last Date: 8 June 2025)। আর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১৪ মে, ২০২৫ (Notification Date: 14 May 2025)। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি এক চূড়ান্ত সুযোগ। সুযোগটি যেন হাতছাড়া না হয়!

Read More: প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা: মাত্র ১৮ বছর হলেই ২ লক্ষ টাকার বীমা! বার্ষিক ২০ টাকায় সরকারি প্রকল্পের বাম্পার সুযোগ