স্কুল শেষ হতেই অনেকের সামনে দুটো পথ খুলে যায়—একদিকে উচ্চশিক্ষা, অন্যদিকে কাজের খোঁজ। কিন্তু দুটোর মাঝেই কোথাও যেন থেকে যায় একটা আর্থিক সংকটের দেয়াল। গ্রাম বা শহর—সর্বত্র বহু তরুণ পড়াশোনার পাশাপাশি একটা সামান্য উপার্জনের স্বপ্ন দেখে। বাড়ির অভাব, পড়ার খরচ কিংবা নিজে কিছু করে দেখানোর ইচ্ছা—এইসবের মধ্যেই নতুন করে বাঁচার পথ খুঁজে ফেরে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই সামনে এল এক চমকপ্রদ ঘোষণা।
ভোটের মুখে টাকায় ভরসা (Financial Assistance Before Election)
ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া নতুন কিছু নয়, কিন্তু বিহার সরকারের সাম্প্রতিক ঘোষণা যেন অনেককেই অবাক করে দিয়েছে। তরুণদের কথা মাথায় রেখে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মাসে ৪০০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত ইনটার্নশিপ বৃত্তি (Internship Stipend)। পাশাপাশি ঘোষিত হয়েছে শিল্পীদের জন্য মাসিক পেনশন এবং লোকশিল্প সংরক্ষণের উদ্যোগ। রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে ভোট কৌশলের অংশ বলে ব্যাখ্যা করা হলেও, সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পকে ঘিরে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।
বিশেষ ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা (Internship Scheme Launch)
‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ (CM Protsahan Yojana) নামে এই প্রকল্পের সূচনা হয়েছে রাজ্যের তরুণ প্রজন্মের জন্য। ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পে ৪০ কোটি ৬৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর পরবর্তী পাঁচ বছরে প্রতিবছর বরাদ্দ বাড়িয়ে ১২৯ কোটি টাকা করা হবে। এই প্রকল্পের অধীনে এই বছর প্রায় ৫০০০ জন যুবককে ইন্টার্নশিপে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য আগামী পাঁচ বছরে এক লক্ষ যুবককে অন্তর্ভুক্ত করা।
কারা পাবে এই সুযোগ? (Eligibility Criteria for Youth)
এই ইন্টার্নশিপ প্রকল্পের জন্য নির্ধারিত হয়েছে কিছু যোগ্যতা। প্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস হতে হবে এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (Skill Development Training) নিতে হবে। প্রশিক্ষণ শেষে ইন্টার্নশিপে যোগ দেওয়ার সুযোগ থাকবে। যে কেউ দ্বাদশ পাস হলে মাসে ৪০০০ টাকা পাবেন। ডিপ্লোমা বা আইটিআই কোর্স করা প্রার্থীরা মাসে ৫০০০ টাকা এবং স্নাতক বা স্নাতকোত্তরদের জন্য বরাদ্দ হয়েছে মাসে ৬০০০ টাকা। প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিক সহায়তাই নয়, প্রযুক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধির ওপরেও জোর দেওয়া হয়েছে।
Read More: ২০২৫ সালে কবে কবে ছুটি? রইল পশ্চিমবঙ্গের সরকারি ছুটির ফুল লিস্ট!
শিল্পীদের জন্য পেনশন টাকা এবং লোকশিল্প রক্ষা (Artist Pension & Culture Preservation)
শুধু ছাত্র বা চাকরিপ্রার্থীদের জন্য নয়, রাজ্যের প্রবীণ শিল্পীদের দিকেও নজর দিয়েছে বিহার সরকার। ‘মুখ্যমন্ত্রী শিল্পী পেনশন প্রকল্প’ (CM Artist Pension Scheme) অনুযায়ী, প্রত্যেক শিল্পী মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। পাশাপাশি বিলুপ্তপ্রায় লোকশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ‘গুরু-শিষ্য পরম্পরা যোজনা’ (Guru Shishya Parampara Yojana) চালু করা হয়েছে। এই দুই প্রকল্প রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি শিল্পীদের জীবিকা নির্বাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More: চিন-পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রশ্ন! অপারেশন সিঁদুর ইস্যুতে মুখ খুলল বেজিং!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |