Gold Price: বাঙালির ঘরে ঘরে সোনা দেবী লক্ষ্মীর সমতুল্য হিসেবে পূজিত হয়ে আসছে। ইতিমধ্যেই বাংলা জুড়ে চলছে বিয়ের মরশুম। শুধু বিয়েই নয় যেকোনো শুভ অনুষ্ঠানে সোনার গুরুত্ব বাংলা ও বাঙালির জীবনে অপরিসীম। আর ক্রমাগত এই সোনার দাম হচ্ছে আকাশ ছোঁয়া। আজও ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দামের গ্রাফ। চলুন জেনে নিই আজ কলকাতায় সোনার দাম কত:
২৪ ক্যারাট সোনা:
আজ কলকাতায় প্রতি গ্রাম সোনার মূল্য রয়েছে ৭৮০০ টাকা। যার মূল্য গত কালের তুলনায় বেড়েছে ১১ টাকা। প্রতি ১০গ্রামে এই সোনার দাম রয়েছে ৭৮০০০ টাকা। এবং প্রতি ১০০ গ্রামে এই সোনার দাম পড়বে ৭লক্ষ ৮০ হাজার টাকা।
Read More: Sangbad Pratidin
২২ ক্যারাট সোনা:
আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম যাচ্ছে ৭,১৫০ টাকা প্রতি গ্রাম। যা গত দিনের তুলনায় বেড়েছে ১০ টাকা প্রতি গ্রাম। একই হিসেবে ১০ গ্রাম সোনার মূল্য রয়েছে ৭১ হাজার ৫০০ টাকা এবং প্রতি ১০০ গ্রামে এই সোনার দাম হবে ৭লক্ষ ১৫ হাজার টাকা।
১৮ ক্যারাট সোনা:
চাইলে সস্তা সোনাও কিনতে পারবে গ্রাহকরা তবে তার জন্য বেছে নিতে হবে ১৮ ক্যারাট সোনাকেই। আজ কলকাতায় ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে ৫৮৫০ টাকা। এবং প্রতি ১০ গ্রামের মূল্য হতে পারে ৫৮,৫০০ টাকা। একশো গ্রাম সোনায় এর দাম পড়বে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা।
Read More: ২০২৫-এ শ্রাবণের প্রথম সোমবারে কীভাবে করবেন শিবপুজো? মন্ত্র, পদ্ধতি ও শুভ মুহূর্ত রইল এখানে
আজ কলকাতায় রূপার দাম:
এখন গহনা বানানোর হিসেবে রূপার গুরুত্বও বেশ বেড়েছে। আজ কলকাতায় প্রতি গ্রাম রূপার দাম রয়েছে ৯২.৫০ পয়সা। যা প্রতি কেজিতে রয়েছে ৯২ হাজার ৫০০ টাকায়।