Air Conditioner: সারারাত এসি চালিয়ে মাসে বিদ্যুৎ বিল মাত্র ২০০ টাকা! ৯৯% মানুষ জানেন না এই গোপন ট্রিকস

প্রত্যেক বছর যেন গরম লাগে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। ফলে প্রায় প্রত্যেক বাড়িতেই এখন এসির রমরমা। এমন অবস্থায় হয়েছে যে এসি ছাড়া এক ঘন্টাও থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। আর সারাদিন এসি (Air Conditioner) চললে তো বিদ্যুতের বিল(Electric Bill) আকাশ ছোঁয়া হবেই। এছাড়াও, বারবার এসি চালু-বন্ধ করলে মেশিনের ওপরেও প্রভাব পড়ে। ...

Updated on:

Air Conditioner

প্রত্যেক বছর যেন গরম লাগে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। ফলে প্রায় প্রত্যেক বাড়িতেই এখন এসির রমরমা। এমন অবস্থায় হয়েছে যে এসি ছাড়া এক ঘন্টাও থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। আর সারাদিন এসি (Air Conditioner) চললে তো বিদ্যুতের বিল(Electric Bill) আকাশ ছোঁয়া হবেই। এছাড়াও, বারবার এসি চালু-বন্ধ করলে মেশিনের ওপরেও প্রভাব পড়ে। তবে আপনি যদি চান আপনার এসির বিল কমাতে এবং এসিকে দীর্ঘদিন ভালো রাখতে, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার পক্ষে সহায়ক হতে পারে।

এসির (Air Conditioner) কাজ কী ও কীভাবে কাজ করে?

এসির প্রধান কাজ হল ঘরের তাপমাত্রা কমিয়ে আনা। এতে বিশেষ ধরনের গ্যাস ব্যবহার করে ঘরের বাতাসের তাপমাত্রা কমিয়ে আনা হয়। যখন এসি চালু থাকে তখন এটি ঘরের তাপমাত্রা কমিয়ে ঘরে ঠান্ডা বাতাস সরবরাহ করে। যখন তাপমাত্রা পূর্বনির্ধারিত অঙ্কে পৌঁছায় তখন এসির কম্প্রেসার বন্ধ হয়ে যায় এবং পাখা চালু হয়।

এসি বারবার চালু ও বন্ধ করলে কী সমস্যা হতে পারে?

এসি (Air Conditioner) বারবার বন্ধ ও চালু করলে তা এসির কম্প্রেসারের উপর চাপ সৃষ্টি করতে পারে। ফলে কম্প্রেসর দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এটি এসির ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল অংশ, সেহেতু এটিকে সারাতে গেলে আপনাকে অনেক অর্থ ব্যয় করতে হতে পারে। এছাড়াও আপনি যদি বারবার এসি বন্ধ এবং চালু করেন তাহলে কম্প্রেসর চালু হতে আরো অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হবে। ফলে আপনার বিদ্যুৎ খরচ যেমন বাড়বে তেমনি বাড়বে ইলেকট্রিক বিল (Electric Bill)

দিনের অর্ধেক সময় এসি চালিয়ে রাখছেন? তাহলে এই কাজটি অবশ্যই করুন

বারবার এসি অন-অফ করলে ঘরে তাপমাত্রায় স্থিরতা থাকে না। ফলে তাৎক্ষণিক শীতলতা বজায় রাখতে কম্প্রেসার বেশি সময় নেয়। তাই ঘরের তাপমাত্রা ঠান্ডা হতে অনেক সময় লাগে। ঘনঘন বন্ধ চালু হলে এসির অন্যান্য অংশ যেমন ফ্যান, ফিল্টার, ভেন্ট প্রভৃতি অংশ দ্রুত খারাপ হয়ে যেতে পারে। যদি চান বিদ্যুৎ বিল কম আসুক এবং এসি দীর্ঘদিন ভালো থাকুক, তাহলে এসি মাঝে মাঝে সার্ভিসিং করুন এবং বারবার চালানো ও বন্ধ করা থেকে বিরত থাকুন। আরও আপডেট ও সরকারি স্কিমের তথ্য পেতে আমাদের Tollywood Online নিয়মিত ভিজিট করুন!

অবশ্যই দেখবেন: Electricity Bill: বিদ্যুৎ বিল মুক্তি! মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিনামূল্যে কারেন্ট, জানুন শর্ত

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon