Ekchokho.com 🇮🇳

শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো চালুর আগে কোটি টাকার ‘আয়না কেলেঙ্কারি’!  যাত্রী সুরক্ষা নাকি বাজেট খেলা? 

শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো  : কলকাতা শহরে মেট্রো (Kolkata Metro) মানেই লাখো যাত্রীর দৈনন্দিন জীবনযাত্রার অংশ। নিত্যযাত্রী থেকে শুরু করে চাকরির ইন্টারভিউতে ছুটে চলা তরুণ-তরুণী কিংবা স্কুল-কলেজের ছাত্রছাত্রী—সকলের যাত্রা আজ মেট্রো নির্ভর। তাই প্রতিটি নতুন রুট উদ্বোধন বা পরিষেবার আপডেট মানেই একরাশ প্রত্যাশা। বিশেষ করে East-West Metro Corridor-এর অপেক্ষায় রয়েছে বহু মানুষ। ...

Updated on:

শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো চালুর আগে কোটি টাকার ‘আয়না কেলেঙ্কারি’!  যাত্রী সুরক্ষা নাকি বাজেট খেলা? 

শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো  : কলকাতা শহরে মেট্রো (Kolkata Metro) মানেই লাখো যাত্রীর দৈনন্দিন জীবনযাত্রার অংশ। নিত্যযাত্রী থেকে শুরু করে চাকরির ইন্টারভিউতে ছুটে চলা তরুণ-তরুণী কিংবা স্কুল-কলেজের ছাত্রছাত্রী—সকলের যাত্রা আজ মেট্রো নির্ভর। তাই প্রতিটি নতুন রুট উদ্বোধন বা পরিষেবার আপডেট মানেই একরাশ প্রত্যাশা। বিশেষ করে East-West Metro Corridor-এর অপেক্ষায় রয়েছে বহু মানুষ। সেই রুটের গুরুত্বপূর্ণ অংশ Esplanade-Sealdah Section শুরুর আগে এবার যাত্রীদের সুবিধার্থে এক বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

বাড়ছে যাত্রী নিরাপত্তার নজরদারি

অনেক সময় মেট্রোর যাত্রার সময় একটু অসতর্কতা হলেই ঘটে যায় বড় দুর্ঘটনা। বিশেষত, প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সময় যাত্রীর হুড়োহুড়ি বা দরজার কাছে দাঁড়ানো বিপজ্জনক হয়ে দাঁড়ায়। Kolkata Metro সেই সমস্যার সমাধানে যাত্রী safety (নিরাপত্তা) ও monitoring system (নজরদারি) আরও উন্নত করতে চলেছে। Metro কর্তৃপক্ষ মনে করছে, যাত্রীসংখ্যা যেহেতু কয়েকগুণ বাড়বে, তাই যেকোনও ছোট অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে বড় দুর্ঘটনায় পরিণত না হয়, সেদিকে তারা আগে থেকেই সতর্ক। ফলে নিয়ন্ত্রণে আনা হচ্ছে নতুন প্রযুক্তি, যা আগেও কিছু স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(Introducing Convex Mirror) প্রযুক্তির সাহায্যে চালকের নজরদারি বাড়বে

সূত্র মারফত জানা যাচ্ছে, এবার East-West Metro Route-এর প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে বসানো হচ্ছে বিশেষ ধরনের আয়না—Convex Mirror (উত্তল আয়না)। এর সাহায্যে Metro চালক (Motorman) বা গার্ডরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর আরও স্পষ্ট ও সুপরিকল্পিত নজর রাখতে পারবেন। Convex Mirror বসানোর সিদ্ধান্ত মূলত নেওয়া হয়েছে যাত্রীদের door-side safety নিশ্চিত করতে। জানা যাচ্ছে, ট্রেনের প্রথম চারটি কোচের দরজার পাশে থাকা যাত্রীদের কার্যকলাপ এক নজরে দেখতে সাহায্য করবে এই আয়না।

Sealdah Esplanaid Metro Station
Sealdah Esplanaid Metro Station

Read More: Sealdah-Esplanade Metro Route: এপ্রিলেই শিয়ালদহ-এসপ্ল্যানেডের মধ্যে চলতে পারে মেট্রো, স্বপ্নপূরণ হতে চলেছে শহরবাসীর

Park Street থেকে শুরু, এবার Sealdah পর্যন্ত বসছে আয়না

২০১৯ সালের একটি মর্মান্তিক দুর্ঘটনার পর প্রথম এই Convex Mirror বসানো হয় Park Street Station-এ। পরে আরও কয়েকটি স্টেশনে এই ব্যবস্থা চালু হলেও, এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro Corridor) সমস্ত স্টেশনে ধাপে ধাপে এটি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রোর আধিকারিকদের মতে, চলতি বছর Esplanade-Sealdah Metro Section চালু হওয়ার কথা রয়েছে। সেই রুটে যাত্রীদের ভিড় ও চাপ সামাল দিতে এই আয়না গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

(Passengers Will Benefit) যাত্রীদের জন্য নতুন ভরসা Metro

পরিস্থিতি বিবেচনায় কলকাতা মেট্রো আগেভাগেই বুঝতে পারছে যে, Esplanade-Sealdah Metro চালু হলে যাত্রীচাপ বিপুল পরিমাণে বাড়বে। সেইসঙ্গে প্ল্যাটফর্মে হুড়োহুড়ি, উঠানামার তাড়াহুড়ো এবং নিরাপত্তা বিঘ্নের সম্ভাবনাও তৈরি হবে। তাই যাত্রীদের সুবিধার্থে এই Convex Mirror বসিয়ে Passenger Security (যাত্রী নিরাপত্তা) এবং Operational Efficiency (কার্যকারিতা) আরও মজবুত করার দিকে এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। সমস্ত কাজ পরিকল্পনা মাফিক এগোলে খুব শিগগিরই যাত্রীরা প্রত্যক্ষভাবে এর সুফল পাবেন।

 মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়, যা কলকাতার গণপরিবহন ব্যবস্থায় আরও এক ধাপ উন্নতি আনবে। এখন দেখার, Esplanade-Sealdah Route কবে চালু হয় এবং সেইসঙ্গে কত দ্রুত এই নতুন আয়না ব্যবস্থাও পুরোপুরি চালু হয়।

Related: শিয়ালদা শাখার (Sealdah Route) নিত্যযাত্রীদের জন্য নতুন চমক! বারুইপুর-ডায়মন্ড হারবার রুটের হাজার সমস্যা এবার মিটবে এক বিশেষ ব্যবস্থায়