Ajker Rashifal 2 December: আজ ডিসেম্বরের ২ তারিখ। আজ সব রাশির সাথেই ভালো কিছু হতে চলেছে। তবে খারাপ্যাও অস্বীকার করা যায়না। জ্যোতিষ শাস্ত্রমতে বুধাদিত্য রাজ যোগে রাশিচক্রের পাঁচ রাশির ভাগ্যে বদল আসতে শুরু করবে। ভালো খারাপ মিলিয়ে কার দিন কেমন যাবে চলুন জেনে নিই!
Ajker Rashifal 2 December 2025
মেষ: আজ দিনটা আপনার জন্য ভালো যাবে। কাজের চাপ হলেও চিন্তা করবেন না। নিজের কাজের উপর আস্থা রাখুন। অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন।
বৃষ: ব্যবসায় দিনটি শুভ। আর্থিক উন্নতি হবে। নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন। লোভ করবেন না। শরীরের যত্ন নিন।
মিথুন: বাড়ির সদস্যদের সাথে মনোমালিন্যের যোগ রয়েছে। দূরে ভ্রমণ হতে পারে। চাকরিতে নতুন উদ্যম আনতে হবে। আলস্য এড়িয়ে কাজে মন দিন।
Read More: সমবায় ভোট ঘিরে রাজনৈতিক টানাপোড়েন! ১০ দিনে ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকা তুলে নিলেন আতঙ্কিত গ্রাহকরা!
Ajker Rashifal 2 December 2025
কর্কট: বাড়িতে অতিথি আসতে পারে। মাসের শুরুটা ভালো হতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে নিমন্ত্রণ পেতে পারেন। সম্পত্তি কেনা বেচা হতে পারে। দেরিতে হলেও ফল পাবেন।
সিংহ: চাকরি ক্ষেত্রে আগ্রহ বাড়াতে হবে। আপনার সিদ্ধানে অন্যদের ভবিষ্যত নির্ভর করবে। স্ত্রীকে পাশে পাবেন। অভিজ্ঞদের পরামর্শ নিন।
তুলা: নতুন কাজের খোঁজ চালিয়ে যেতে হবে। গুরুজনদের শারীরিক অসুস্থতা মনে অশান্তি রাখতে পারে। কাজের সুত্রে বাইরে ভ্রমণ হবে। কথা সংযত করুন।
Read More: ‘ভালোবাসা ও ধৈর্যের প্রতীক’, দলাই লামার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা মোদীর
Ajker Rashifal 2 December 2025
কন্যা: কারো আচরনে মনে আঘাত আসতে পারে। শত্রুপক্ষ বাধা আনতে পারে। অজাজিত কোনো পদক্ষেপ নেবেন না। ব্যবসায়ীদের আজকের দিনটি শুভ হবে।
বৃশ্চিক: অর্থভাগ্য খুব একটা ভালো যাবেনা। কাজে ব্যাঘাত আসবেনা। মনে দুঃখ সাময়িক প্রভাব ফেলবে। বয়সে ছোট কেউ মূল্যবান পরামর্শ দিতে পারে। পায়ের সমস্যা ভোগাতে পারে।
ধনু: উঁচু জায়গা থেকে পড়ে আঘাত আসতে পারে। টাকার টানাটানি হতে পারে। নতুন চাকরির খোঁজ করুন। অকারণে দোষারোপ পেতে পারেন।
Read More: মাত্র ১ মিনিটে তৎকাল টিকিট! অনলাইনে বিক্রি হচ্ছে IRCTC-এর আধার ভেরিফায়েড আইডি
Ajker Rashifal 2 December 2025
মকর: গুণীজনের সান্নিধ্যে মানসিক শান্তি আসবে। পড়ুয়াদের দিনটি ভালো যাবে। পরিবারের ব্যবসায় ভেবে সিদ্ধান্ত নিন। প্রয়োজনে নিজেকে সময় দিন।
কুম্ভ: অপ্রত্যাশিত কারনে চিন্তা বাড়বে। সমাধান দ্রুত পাওয়া যাবে। ভালো খবরের অপেক্ষা করুন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কাছের মানুষের পরামর্শ নিন।
মীন: খাওয়াদাওয়ার প্রতি বাড়তি নজর দিন। চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে। আজকের দিনটি সাধারণ হতে চলেছে। নতুন কিছু ঘটার আশা না করাই ভালো।
Read More: এবার মুখ দেখে খাবার! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু হচ্ছে চমকে দেওয়া নিয়ম
Ajker Rashifal 2 December 2025
আরও পড়ুন: 7th Pay Commission: অবশেষে সুখবর! মহার্ঘ্য ভাতা বাড়ছে কর্মীদের বড় ঘোষণা রাজ্যের!





