শাশুড়ি মার কথা শুনে নাকখত দিয়ে প্রায়শ্চিত্ত করলো শিমূল, প্রায়শ্চিত্ত নামে বধূ নির্যাতন পর্ব দেখে চটলো দর্শকরা

0
21

জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিক গুলির মধ্যে থেকে এখন সব থেকে বেশি চর্চায় রয়েছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner kotha)। টেলিকাস্ট হওয়ার পর থেকেই স্লট জিততে শুরু করেছে এই ধারাবাহিক। মা ছেলের ফুলশয্যা, শাশুড়ি বৌমার কুট কাচালি আর পারিবারিক কলহনের জেরে সোশ্যাল মিডিয়ায় বারংবার ট্রোল হতে হয় ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটিকে।

এই ধারাবাহিকেরই প্রধান চরিত্রে রয়েছেন মানালি দে (Manali Dey)। তাঁর চরিত্রের নাম শিমুল (Shimul)। এর ওপরেই শ্বশুরবাড়ির যত মানসিক নির্যাতন চলে। এতদিন পর্যন্ত এই চরিত্রটির উপর কেবলমাত্র মানুষের নির্যাতন হয়েই এসেছিল, কিন্তু এবার তার রূপ নিয়েছে শারীরিক নির্যাতনেরও। এমনই বক্তব্য এই ধারাবাহিকের নিয়মিত দর্শকদের।

যত দিন যাচ্ছে শিমুল চরিত্রটি দর্শকদের কাছে তত বেশি আপন হয়ে উঠছে। বহুদিন পর এমন এক প্রতিবাদী চরিত্রের দেখা পেলেন বাংলা ধারাবাহিকের দর্শকরা। এই ধারাবাহিকে যেমন নাটকীয়তা (Dramatic) রয়েছে তেমনভাবেই রয়েছে বাস্তবতা। এই দুই দিকের কারণেই ধারাবাহিকটি বেশি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। শিমুল এমন একটি চরিত্র যা সমাজে মেয়েদের অবস্থা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। গৃহস্থ বাড়ির মেয়ে বউরা শিমুলের সাথে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। এখন ধারাবাহিকে দেখা গেছে বাড়ির বাইরে তালা দিয়ে শিমুল আর পুতুল বিপাশার বাড়ি চলে যায়।

এই কারণে বাড়ির অন্যান্য সদস্যদের কাছে অপমানিত হতে হয় শিমুলকে। প্রথম থেকেই শ্বশুর বাড়ির লোকের কাছে দোষী সে। পরাগ যেন শিমুলকে শাস্তি দিতে পারলেই শান্তি পায়। আর এর ওপর জুটেছে তার দেওর পলাশ। সে যেন বৌদিকে কথা শোনানোর পণ নিয়েছে। শিমুলের সব কাজ তার বাড়িতে ফোন করে জানান শিমুলের শাশুড়ি। শিমুল অনেক অনুরোধ করলেও তার কথা কেউ শোনেনি। এর মাঝে একমাত্র পুতুল পাশে ছিল শিমুলের।

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)

শিমুলকে সাপোর্ট করার জন্য পলাশ নিজের দিদির গায়ে হাত তোলে। সেই সময় শিমুল তাকে বাঁচায়। আর পকে কিছু কথা শুনিয়ে দেয়। এরপর থেকেই ঘটনা এগিয়ে যাচ্ছে। শিমুলের শাশুড়ি তার বাড়ির লোককে ফোন করে ডেকে আনেন। শিমুলের বাড়ির লোককে স্পষ্ট জানিয়ে দেন তারা, কয়েকদিনের জন্য তাকে বাড়িতে নিয়ে যেতে। এতে বেশ অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। আর শিমুল ওই বাড়ি ছেড়ে কিছুতেই যেতে রাজি হয় না। এমন পরিস্থিতিতে বলা হয় শিমুল নিজের দোষ স্বীকার করে যদি নাক খত দেয় তাহলেই রেহাই মিলবে।

শিমুলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলা হলে, পুতুল তার মাকে জানায় ছোট ছেলে আর ছোট ছেলের বউ পুতুলকে দেখাশোনা করবে না। কেবলমাত্র বড় ছেলের বউই পুতুলকে দেখাশোনা করবে। তাই ওই মেয়েকে বাড়ি থেকে বের করার আগে যেন ভেবে নেয়। অপরদিকে শিমুল নিজের অধিকার সম্পর্কে সচেতন। প্রথমদিকে কোনমতেই স্বামী আর সংসার ছেড়ে যেতে রাজি হয়নি। কিন্তু নিজের মায়ের অপমান দেখে জামা কাপড় বোঝাতে চাইছে। সেই সময় তার শাশুড়ি তাকে আটকে দেয়। আর নাক খত দিতে বলে। শিমুলের বাড়ির লোক বারবার তাকে এই কাজ করতে না করে। কিন্তু নিজের পরিবারের কথা ভেবে সে এই কাজ করতে তৎপর হয়। এই দৃশ্য দেখেই ক্ষিপ্ত হয়েছেন দর্শকরা। পুনরায় ট্রোল করা হচ্ছে এই ধারাবাহিককে।