লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL Port: রিচার্জের খরচ সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছেন! আজই পোর্ট করুন BSNL-এ; জানুন পদ্ধতি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL PORT: সম্প্রতি Jio, Airtel, Vi সকল টেলিকম সংস্থাই তাদের প্রিপেড এবং পোস্ট পেইড রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। প্রতিটি রিচার্জ প্ল্যান ৪০-১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের। এমতাবস্থায় রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL তাদের রিচার্জ প্ল্যানের কোনোরূপ দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি দেশব্যাপী উন্নত মানের 4G পরিষেবা পৌঁছে দিতে তৎপর হয়েছে তারা।

রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি না করায় আপাতত অনেকেই নিজেদের নম্বর BSNL- এ পোর্ট করিয়ে নেওয়ার কথা ভাবছেন। কিন্তু জানেন কী কীভাবে অন্য কানেকশন থেকে BSNL- এ নিজেদের নম্বর পোর্ট করাবেন! আজকের প্রতিবেদনে জেনে নিন কীভাবে অন্য মোবাইল প্রোভাইডার থেকে BSNL-পোর্ট করবেন?

BSNL PORT
BSNL Recharge Plan

যে কোনও নম্বর থেকে BSNL-এ পোর্ট করার জন্য ইউনিক পোর্টিং কোড প্রয়োজন হবে। নিজের ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে PORT লিখে স্পেস দিয়ে নিজের ফোন নম্বর লিখতে হবে। এরপর ওই মেসেজ ১৯০০ নম্বরে পাঠালেই মিলবে UPC। এরপর স্থানীয় BSNL অফিস, স্টোর বা স্থানীয় কোনও মোবাইল স্টোরে সেই UPC নম্বর দেখালে সেই ভিত্তিতেই মিলবে নতুন BSNL সিম।

আরও পড়ুন: Sohini Sarkar: আদৌও কি বিয়েটা হবে? সময় যত এগিয়ে আসছে সোহিনী শোভনের বিয়ে নিয়ে ততই বাড়ছে ধোঁয়াশা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।