ভারতের এলপিজি (Liquefied Petroleum Gas) গ্রাহকদের জন্য এক বড় সুখবর এসে গেল। সাধারণত গ্যাস সিলিন্ডারের জন্য বুকিং করা, ডেলিভারির জন্য অপেক্ষা করা এবং মাঝেমধ্যে দেরির সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। তবে এবার সেই সমস্যা দূর করতেই ভারত গ্যাস নিয়ে এল এক অভিনব পরিষেবা। রাজধানী দিল্লির দ্বারকায় ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫’-এ দেশের প্রথম LPG ATM চালু করেছে সংস্থা।
কী এই LPG ATM?
‘Any Time Gas Cylinder’ বা সংক্ষেপে ATG-এর মাধ্যমে এখন আর গ্যাস বুকিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না। এটিএম মেশিনের মতোই এই বিশেষ ভেন্ডিং মেশিনে গিয়ে গ্রাহকরা নিজেরাই সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। একেবারে ঝঞ্ঝাটমুক্ত ভাবে এই পরিষেবা পাওয়া যাবে, যার ফলে সময়ও বাঁচবে। ভারত গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিষেবা আপাতত পাইলট প্রকল্প হিসেবে বেঙ্গালুরুতে চালু হয়েছে। শীঘ্রই দিল্লি, মুম্বাই এবং জয়পুরেও এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
কীভাবে কাজ করবে এই অত্যাধুনিক LPG ATM মেশিন?
অনেকেই ভাবছেন, LPG ATM মেশিন কীভাবে কাজ করবে? ভারত গ্যাসের মতে, গ্রাহকরা তাদের খালি সিলিন্ডার নিয়ে ‘ভারত গ্যাস ইন্সটা’ কেন্দ্রে যেতে পারবেন। সেখানে সিলিন্ডার মেশিনের ওজন স্কেলে রাখতে হবে। এরপর মেশিনে বসানো AI ক্যামেরাগুলি সিলিন্ডারের অবস্থা পরীক্ষা করবে। সিলিন্ডার ঠিক থাকলে মেশিন গ্রাহককে অনুমোদনের বার্তা দেবে। এরপর সিলিন্ডারটি বিশেষ চেম্বারে রেখে অনলাইনে অর্থপ্রদান করলেই নতুন ভরতি সিলিন্ডার পাওয়া যাবে।
Read More: LPG Gas Cylinder: মাসের শুরুতেই সুখবর! LPG সিলিন্ডারের দাম ৪৪ টাকা কমে গেল, জানুন বিস্তারিত
LPG ATM গ্রাহকদের জন্য কী সুবিধা?
এই নতুন পরিষেবার মাধ্যমে গ্যাস সিলিন্ডার পেতে আর দিন গুনতে হবে না। গ্রাহকরা যেকোনও সময় গিয়ে এটিএম থেকে নতুন সিলিন্ডার নিতে পারবেন। এই পরিষেবার ফলে মধ্যস্থতাকারীদের ওপর নির্ভরশীলতা কমবে এবং গ্যাস পরিষেবায় স্বচ্ছতা আসবে। ভারত গ্যাসের LPG বিজনেস হেড টিভি পান্ডিয়ান জানিয়েছেন, “এই মডেলটি সফল হলে দেশজুড়ে বিস্তারের পরিকল্পনা রয়েছে। আমরা চাই, প্রতিটি শহর এবং প্রত্যন্ত এলাকায় গ্রাহকরা দ্রুত ও নিরাপদভাবে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারেন।”
শেষ চমক: LPG এটিএম-এর ভবিষ্যৎ পরিকল্পনা
এখনও পর্যন্ত শুধুমাত্র ছোট আকারে এই পরিষেবা চালু হলেও ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে বিস্তার লাভ করবে। ‘ইন্ডিয়া এনার্জি উইক’ তাদের এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে ATG পরিষেবার ডেমো দেখানো হয়েছে। এতে দেখা যাচ্ছে, কতটা সহজ উপায়ে একজন গ্রাহক গ্যাস রিফিল করতে পারেন। ভারত গ্যাস আশা করছে, শীঘ্রই দেশের অন্যান্য রাজ্যেও এটি চালু করা হবে, যা LPG সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন বিপ্লব আনবে।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |