Ekchokho.com 🇮🇳

IRCTC New Rule: তৎকাল টিকিট বুকিংয়ের সময় নিয়ে বিভ্রান্তি, রেলের স্পষ্ট বার্তা: কোনও পরিবর্তন হয়নি!

IRCTC জানিয়েছে, তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়ো খবরের বিরুদ্ধে সতর্ক থাকুন এবং সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করুন।

Published on:

IRCTC New Rule: তৎকাল টিকিট বুকিংয়ের সময় নিয়ে বিভ্রান্তি, রেলের স্পষ্ট বার্তা: কোনও পরিবর্তন হয়নি!

IRCTC New Rule: সম্প্রতি তৎকাল টিকিট বুকিংয়ের সময় পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। এইসব তথ্য ঘিরে যাত্রীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন, আগামী ১৫ এপ্রিল থেকে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় বদল আসছে। কিন্তু এসব খবরের কোনওটিই সত্য নয় বলে জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ।

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এক বিবৃতিতে স্পষ্ট করেছে, তৎকাল টিকিট সংক্রান্ত সময়সূচিতে কোনওরকম বদল আনা হয়নি। তারা জানায়, গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেলে এমন খবর ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে ১৫ এপ্রিল থেকে এসি এবং নন-এসি শ্রেণির তৎকাল টিকিট বুকিংয়ের সময়সীমা পরিবর্তন হচ্ছে। এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে আইআরসিটিসি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Read More: IRCTC: মাত্র ৩,৯৯৯ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ৮০,০০০ টাকা আয়ের সুযোগ! জানুন বিস্তারিত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ভুয়ো তথ্য ছড়ানোর ফলে যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ভুল বার্তা পাচ্ছেন, যা রেলের পক্ষে একেবারেই কাম্য নয়। যাত্রীদের আশ্বস্ত করে রেল জানিয়ে দিয়েছে, তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল উভয় ধরনের টিকিট বুকিংয়ের সময়সূচি একদম আগের মতোই থাকবে, কোনও পরিবর্তন আনা হয়নি।

বর্তমানে তৎকাল টিকিট বুক করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় মেনে চলা হয়। রেলের নিয়ম অনুযায়ী, কোনও নির্দিষ্ট ট্রেন যদি একদিন পরে যাত্রা শুরু করে, তবে তার তৎকাল টিকিট বুক করা যায় ঠিক তার আগের দিন থেকেই। এই নিয়মে কোনও ব্যতিক্রম ঘটেনি।

আইআরসিটিসি-র তথ্য অনুযায়ী, এসি শ্রেণির যেমন ২এ (সেকেন্ড এসি), ৩এ (থার্ড এসি), সিসি (চেয়ার কার), ইসি (এক্সিকিউটিভ চেয়ার কার), এবং ৩ই (থার্ড এসি ইকোনমি) — এসব শ্রেণির তৎকাল টিকিট বুকিং শুরু হয় সকাল ১০টা থেকে। অন্যদিকে, নন-এসি শ্রেণি যেমন স্লিপার (SL), ফার্স্ট ক্লাস (FC), এবং সেকেন্ড সিটিং (2S)-এর জন্য তৎকাল টিকিট বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে। এই সময়সূচি একাধিক বছর ধরেই রেলের ওয়েবসাইট এবং অ্যাপে নির্দিষ্টভাবে উল্লেখ আছে এবং তা এখনও বহাল রয়েছে।

Related: Sealdah Local Train Ladies Coach Update: শিয়ালদহ লোকাল ট্রেনে বড় সিদ্ধান্ত! বাড়ছে মহিলা কামরার সংখ্যা, কেন জানলে অবাক হবেন!

রেল স্পষ্ট জানিয়েছে, অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই সময় মেনে তৎকাল টিকিট কাটা যায়। যাত্রীদের উদ্দেশে রেল অনুরোধ করেছে, ভুয়ো তথ্য বা গুজবকে গুরুত্ব না দিতে এবং সবসময় সরকারি ওয়েবসাইট ও ভরসাযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে নিতে। বিভ্রান্তিকর খবর রটিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে অযথা উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করা উচিত নয়।

সবশেষে রেল জানিয়েছে, ভবিষ্যতে যদি তৎকাল টিকিট সংক্রান্ত কোনও নিয়মে পরিবর্তন আনা হয়, তবে তা সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে এবং সেই তথ্য আইআরসিটিসি-র ওয়েবসাইট ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ পাবে। তাই যাত্রীদের উচিত এই ধরনের বিভ্রান্তিকর খবর থেকে দূরে থাকা এবং সরকারি সূত্রেই ভরসা রাখা।

সংক্ষেপে বলা যায়, তৎকাল টিকিট বুকিংয়ের সময়সীমা নিয়ে ছড়ানো খবর ভুয়ো এবং মিথ্যা। রেলের পরিষ্কার বার্তা— ১৫ এপ্রিল থেকে কোনও নতুন নিয়ম চালু হচ্ছে না, বরং যেভাবে এতদিন ধরে তৎকাল টিকিট বুক করা হত, সেই নিয়মই বজায় থাকছে।

Similar: Indian Railways: ২৮ বছরের অপেক্ষার অবসান! ১১৯ কিমি টানেল ও ৯২৭ সেতু পেরিয়ে অবিশ্বাস্য ট্রেন চালু করল ভারতীয় রেল