Ekchokho.com 🇮🇳

Kalbaisakhi Weather Forecast: ৯ জেলায় ধেয়ে আসছে রুদ্র কালবৈশাখী! ঘন্টায় ৬০ কিমি হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তাণ্ডব শুরু!

Kalbaisakhi Weather Alert: বঙ্গোপসাগরে ফের সক্রিয় নিম্নচাপ। এবার দক্ষিণবঙ্গের আকাশে ঘনিয়ে আসছে কালবৈশাখীর রুদ্ররূপ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন প্রবল বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টি থেকে রেহাই নেই। আজ থেকেই ৯টি জেলায় জারি হয়েছে সতর্কতা। ঘন্টায় ৪০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একনজরে » 1. দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস (Kalbaisakhi ...

Published on:

Kalbaisakhi Weather Forecast 2025

Kalbaisakhi Weather Alert: বঙ্গোপসাগরে ফের সক্রিয় নিম্নচাপ। এবার দক্ষিণবঙ্গের আকাশে ঘনিয়ে আসছে কালবৈশাখীর রুদ্ররূপ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন প্রবল বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টি থেকে রেহাই নেই। আজ থেকেই ৯টি জেলায় জারি হয়েছে সতর্কতা। ঘন্টায় ৪০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস (Kalbaisakhi in South Bengal)

পয়লা বৈশাখের আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বড় বদল। তাপপ্রবাহের স্থানে এখন বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টির ছড়াছড়ি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমলা সতর্কতা জারি করা হয়েছে নিচের জেলাগুলিতে:
  • পুরুলিয়া
  • বাঁকুড়া
  • পশ্চিম বর্ধমান
  • বীরভূম

➥➥ বাতাসের গতি: ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে
➥➥ বৃষ্টির ধরন: ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাব্য অন্য জেলাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত হতে পারে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Today)

তিলোত্তমার জন্য রয়েছে মিলনসার পূর্বাভাস – ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে।

  • বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে
  • দিনের তাপমাত্রা: ৩৫°C (আনুমানিক)
  • রাতের তাপমাত্রা: ২৭°C (স্বাভাবিকের চেয়ে একটু কম)
  • তাপপ্রবাহের সম্ভাবনা নেই

উত্তরবঙ্গেও কমলা সতর্কতা (North Bengal Weather Alert)

উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি নেই। মাসব্যাপী চলা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ আবারও ফিরে আসছে। হাওয়া অফিস দিয়েছে কমলা সতর্কতা

📍 ঝুঁকিপূর্ণ জেলা:

জেলাঝোড়ো হাওয়ার গতিসতর্কতা স্তর
দার্জিলিং৫০-৬০ কিমি/ঘণ্টাকমলা সতর্কতা
জলপাইগুড়ি৫০-৬০ কিমি/ঘণ্টাকমলা সতর্কতা
উত্তর দিনাজপুর৫০-৬০ কিমি/ঘণ্টাকমলা সতর্কতা

✅ অন্যান্য জেলাতেও থাকবে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

‌আপনার জেলা যদি উপরের তালিকায় থেকে থাকে, তবে ঘরের বাইরে বেরোনোর আগে অবশ্যই আবহাওয়ার খবর দেখে নিন এবং সতর্ক থাকুন। প্রয়োজনীয় ইলেকট্রনিকস বা উচ্চতাসম্পন্ন বস্তু থেকে নিজেকে দূরে রাখুন।

আরও পড়ুন: Bank Holiday April 2025: টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! আজই দেখে নিন এপ্রিলে কবে কবে ব্যাঙ্ক ছুটি রয়েছে