আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হলো দেবিপক্ষের। গঙ্গার ঘাটে ঘাটে ভোর থেকে চলেছে তপন। টিভিতে এবং রেডিওতে মহালয়া দেখে দিনটি শুরু হয়েছে বাঙালিদের। সাধারণ মানুষের পাশাপাশি আজ অভিনেত্রী তথা সংসদ নুসরাত জাহানও সকলকে জানিয়েছেন শুভ মহালয়ার শুভেচ্ছা।
এই দিন সমাজ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে নুসরাত লেখেন, শুভ মহালয়া। কিন্তু নুসরাতকে যে ভাবে শুভ মহালয়া বলতে শোনা গেছে তা একেবারেই পছন্দ হয়নি সাধারণ মানুষের। ছবিতে দেখা গেছে অভিনেত্রী পড়ে রয়েছেন লাল পার সাদা শাড়ি। কিন্তু পরনে পরেনি ব্লাউজ।

হাতে শাখা পলা, সিঁথি ভর্তি সিঁদুর খোলা চুলে যেন মনে হচ্ছে দেবী মূর্তি। ছবিটি দেখে সকলেই ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। মহালয়ার দিন কিভাবে এইভাবে তিনি সকলের সামনে এলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। নুসরাতের এই ছবিতে অনেকে যেমন শুভ মহালায়া বলে শুভেচ্ছা জানিয়েছেন তেমন অনেকেই নির্লজ্জ বলে কটাক্ষ করেছেন।