বর্তমান সময়ে প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন দেখা যায়। আর এই স্মার্টফোনে আজ গোটা দুনিয়া এসে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার এত বাড়বাড়ন্ত যে, এই যুগকে সোশ্যাল মিডিয়ার যুগও। বলা যায় সোশ্যাল মিডিয়ার যেমন অনেক ভালো দিক আছে তেমন বেশ কিছু খারাপ দিক রয়েছে। তবে সেই সমস্ত খারাপ দিক -কে ছাপিয়ে গেছে ভালো দিকগুলি। যার ফলে সোশ্যাল মিডিয়া আজ এত পপুলার। সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত বুঝে থাকি ইউটিউব (youtube), ফেসবুক (facebook), টুইটার (twitter), ইনস্টাগ্রাম (instagram) ইত্যাদি -কে।
বেশ কিছু বছর আগে প্রতিভা (Talent) থাকলেও জনপ্রিয়তা পাওয়া খুবই কষ্টের ছিল। কিন্তু আজ তা সহজ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই মানুষ আজ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদি কারোর মধ্যে প্রতিভা থাকে তাহলে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারে সে। আমরা সোশ্যাল মিডিয়ার পাতায় বিভিন্ন ধরনের খবর পাই। আর বিশেষত তারকাদের সবরকম খবর আমরা পেয়ে যাই সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তাঁদের জীবন যাপন সম্পর্কে জানার আগ্রহ সাধারণ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই তাঁদের ফলোয়ার্স সংখ্যাও প্রচুর। এমনই একজন অভিনেতা হলেন রুবেল।
সম্প্রতি ‘নিম ফুলের মধু’ (Neem phuler modhu) ধারাবাহিকের সেটে একটি দৃশ্যে বাসের ছাদ থেকে লাফাতে গিয়ে দুই পা ভেঙে ফেলেছেন রুবেল (Rubel)। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রের নাম সৃজন। ১৮ ই জুলাই তার গোড়ালিতে চির ধরে। আপাতত বাড়িতেই রেস্টে রয়েছেন। রুবেলের প্রেমিকা হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। পা ভাঙ্গার কারণে রুবেলের এই মুহূর্তে মন আর শরীর ভালো নেই। তাই তার মন ভালো করতে সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করছেন শ্বেতা।
তাইতো রবিবার সন্ধ্যাতে রুবেলের সাথে দেখা করতে চলে যান প্রেমিকা শ্বেতা (Sweta)। এই আড্ডা তে দুজনাই মেতে উঠলেন নাচের তালে। রুবেলের দুই পা ভাঙ্গা, তা সত্ত্বেও তিনি নিতেছেন। কিন্তু কিভাবে? রজনীকান্তের ফিল্মের গান ‘কাভালা’ তে হাত নাড়িয়েই নেচেছেন দুজনে। বিছানাতে বসেই নেচেছেন তারা। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ‘হাত নাড়িয়েই নাচ’।